নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজার ওপাশেই আমি আছি, হৃদয়ের স্পর্শের কাছাকাছি.......।www.facebook.com/syedahmed.tahsin

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন

মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন › বিস্তারিত পোস্টঃ

সাইকোপ্যাথের অপ্রকাশিত কথামালা ০১ : " আমি এবং হাসপাতাল "

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

আমি সবসময় হাসপাতাল গুলো এড়িয়ে চলি । বিশেষ করে সরকারি হাসপাতাল গুলো । খুব দরকার না হলে কমপক্ষে দুইশত হাত দুরত্ব বজায় রাখি । কোন কারনে হাসপাতালে গেলে দেখতে পাওয়া যায় মানুষের জীবনের রুপ । কারো হাত কাঁটা, কারো পা ভাংঙ্গা, মাথায় ব্যান্ডেজ, কারো পুরো বুক কাঁটা, কথা বলতে পারছে না, নাকে অক্সিজেন, হাতের স্যালাইন কিংবা রক্তের নল লাগানো । কখনোও তীব্র যন্ত্রনায় চিৎকারে দিয়ে কাঁপিয়ে দিচ্ছে পুরো ওয়ার্ডটাকে । প্রিয়জন হারিয়ে কেউবা মাটিতে আছড়ে পড়ে কাদঁছে । আমি এত যন্ত্রনার জিনিস একসাথে সহ্য করতে পারি না । দম বন্ধ হয়ে আসে । কোনভাবে চোরের মতো হাসপাতালের বাইরে পালিয়ে আসি ।
তারপর আকাশের দিকে তাকিয়ে, বুক ভরে নিঃশ্বাস নেই ।
তারপর একটা কথাই চিন্তা করি ।
"আমি বোধহয় ভাল আছি । সবার উপরে যে একজন আছেন, তিনি আমাকে যথেষ্ট ভাল রেখেছেন ।"
.
© সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

বেগুনী ক্রেয়ন বলেছেন: আমার ও ঠিক এমন হয়

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দমবন্ধ করা অনুভূতি । আপনাকে ধন্যবাদ ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লিখেছেন কিন্তু এত ছোট পোস্ট কেন? ফেবুর স্ট্যাটাসের মত লাগে যে!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দেখুন, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা ঠিক তাই করতে পারি এর বেশী না । আপনাকে অসংখ্য ধন্যবাদ । হ্যাপি ব্লগিং ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:

""আমি বোধহয় ভাল আছি । সবার উপরে যে একজন আছেন, তিনি আমাকে যথেষ্ট ভাল রেখেছেন ।"

-বাকীদেরকে ভালো না রাখার কোন কারণ আছে?

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আমি আসলে এখানে হাসপাতালের ভিতরের অসুস্থ মানুষদের সাথে নিজেকে তুলনা করেছি । তাদের থেকে আমি যে সুস্থ আছি সেই কথাটাই বুঝাতে চেয়েছি । আপনাকে ধন্যবাদ ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

স্পর্শিয়া বলেছেন: কারো হাত কাঁটা, কারো পা ভাংঙ্গা, মাথায় ব্যান্ডেজ, কারো পুরো বুক কাঁটা, কথা বলতে পারছে না, নাকে অক্সিজেন, হাতের স্যালাইন কিংবা রক্তের নল লাগানো । কখনোও তীব্র যন্ত্রনায় চিৎকারে দিয়ে কাঁপিয়ে দিচ্ছে পুরো ওয়ার্ডটাকে । প্রিয়জন হারিয়ে কেউবা মাটিতে আছড়ে পড়ে কাদঁছে ।


ওরাও হয়তো ভাবে তারা ভালো আছে। পৃথিবীতে ভালো থাকার এই মিথ্যে ভাবনা নিয়েই বাঁচে মানুষ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আমরা সেই ভাবনার মরিচিকার পেছনে দৌঁড়াই ।
আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.