![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।
শীতের সকালটা ভয়াবহ মাত্রার অসহ্য সুন্দর। রাতের শিশিরে স্নাত ঘাস মাড়িয়ে ছুটে চলা চলা জীবনের আহবানে । ভিজে যাওয়া পায়ে
শীতল স্পর্শ । কুয়াশায় ঘিরে রাখে চারপাশ, বিস্তির্ণ মাঠ, কৃষকের রেখে যাওয়া ধানগাছের অবশিষ্টাংশ । দূরের জিনিষগুলোর উপর প্রাকৃতিক কুয়াঁশার পর্দা । বিষন্ন আকাশ । হঠাৎ একটু একটু মিষ্টি রোদের ভালো লাগা স্পর্শ । আদ্র হিম হিম বাতাস এড়িয়ে উষ্ণতা খোঁজা ।
হুডিতে ডেকে রাখা কানের ভেতর বাজতে থাকা প্রিয় কোন গানের লাইন ।
অদ্ভুত ভালো লাগা ।
.
© সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন
©somewhere in net ltd.