![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।
অনুভূতি গুলো নষ্ট হয়ে যাচ্ছে, অথবা হয়ে গেছে । কোনো কিছুতেই এখন অনুভূতি কাজ করে না ।
ঠিক বিশ্বাস-অবিশ্বাসের দ্বিধার মধ্যে বসবাস করি। আত্নীয়-স্বজন মারা গেলেও জোর করে একফোঁটা কাদঁতে পারি না ।
মন ভেঙ্গে আসে তবুও কান্না আসে না । কেন জানি একটা ঘোর-লাগা কাজ করে । ভালো লাগা কিংবা খারাপ লাগা বুঝতে পারি না।নিজেকে শুধু ভর শুণ্য মনে হয় । কেন জানি বিশ্বাস হতে চায় না ! হয়তো'বা অনুভূতি নষ্ট হয়ে গেছে বলে ।
তারপর একদিন অসীম শুণ্যতায় ভাসব আমি । দিগন্তজোড়া খোলা আকাশে ।
দেখে নিও, আমার অনুভূতি শুণ্যতার মুল্য একদিন ঠিকই চেয়ে নেব ।
আমি এক অনুভূতিহীন স্বৈরাচারী ।
.
© সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন:
নিজেকে অস্তিত্ব শুন্য মনে হয় । আপনাকে ধন্যবাদ ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
তার আর পর নেই… বলেছেন: ব্যাপারটা মনে হয় খারাপ নয়। যেখানে কষ্ট পাওয়ার সেখানে কষ্ট পাবেন না।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: মন খারাপের চাইতেও বেশি কিছু । আপনাকে ধন্যবাদ ।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক বেদনার প্রকাশ- চমৎকার...
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ ।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
প্রামানিক বলেছেন: চমৎকার অনুভুতির অনুভুতি বর্ণনা। ধন্যবাদ
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০
অজ্ঞাত অন্বেষা বলেছেন: অনুভূতিহীন হওয়ার অনুভূতি টা আসলেই বেদনা দায়ক।