নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজার ওপাশেই আমি আছি, হৃদয়ের স্পর্শের কাছাকাছি.......।www.facebook.com/syedahmed.tahsin

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন

মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন › বিস্তারিত পোস্টঃ

৬. কবিতা : কেবল তুমি । সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

হ্যালুসিনেশনেও আমায় খোঁজে
শতবার ফিরে আসো তুমি !!
কি অদ্ভুত বিশ্বাসে, শতছিন্ন ব্যস্ততায়
এক উদ্ভ্রান্ত পথিকের উৎকট ভালবাসায় ।
কান্নার শব্দে, বিষন্ন বাতাস
দৈর্ঘ্যহীন সীমারেখায়, রাত-দুপুরের
উড়ন্ত জোনাকী ।
কল্পিত শহরের বিলুপ্তপ্রায় অঙ্গ-রাজ্যে,
নির্ঘুম-নির্বাক ডার্ক-সার্কেল
জমতে থাকা চোখে,
কি অদ্ভুত হ্যালুসিনেশনেই বারবার
ফিরে আসো তুমি ।
কেবল তুমি...........
কেবল তুমি...........

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

মহা সমন্বয় বলেছেন: সুন্দর... ভাল লাগল। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আপনাদের মতামত'ই দু'লাইন লেখার প্রেরণা ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।
শুভ কামনা রইলো।।
আরও কবিতা দাও
আমি আরেকটু মুগ্ধ হই।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আপনাদের মতামত'ই দু'লাইন লেখার প্রেরণা । দোয়া করবেন যাতে আরো লিখতে পারি ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।
শুভ কামনা রইলো।।
আরও কবিতা দাও
আমি আরেকটু মুগ্ধ হই।।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

তার আর পর নেই… বলেছেন: মেয়েটার ওষ্ঠে তিলক আছে, না? ;)
সুন্দর হইছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: জী তিলক আছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: অশ্রু জমে থাকা টানা টানা
চোখে কাজল উঠুক,
ক্ষনিকের জন্যে হলেও
আর একবার মুগ্ধ হই ।
চমৎকার লাগল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ক্ষনিকের জন্যে হলেও
আর একবার মুগ্ধ হই....ভালো লাগলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.