নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজার ওপাশেই আমি আছি, হৃদয়ের স্পর্শের কাছাকাছি.......।www.facebook.com/syedahmed.tahsin

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন

মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন › বিস্তারিত পোস্টঃ

৯. কবিতা : বাংলাদেশ । সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

সু-তীব্র চিৎকারে আবারো
ধ্বনিত্ব-প্রতিধ্বনিত্ব হোক
একটি নাম বাংলাদেশ ।
একটা বিজয় চাই, আর একটা বিজয় ।
সেই দিনের জন্যে অপেক্ষার প্রহর ।
পিচ-ডালা শহুরে রাস্তা
কাপিঁয়ে বিজয় উল্লাসে
একটি নাম বাংলাদেশ ।
খুব বেশী প্রত্যাশা নেই আমার,
খুব বেশী চাইনি কখনোই ।
সেদিন গাড়ীর হর্ন পেরিয়ে
স্বপ্নের দুয়ারে আনন্দাশ্রু ছড়িয়ে
একটি মাত্র জয়ই তো চেয়েছি ।
যার জন্যে কত অধীর অপেক্ষা আমাদের ।
হামাগুড়ি দিতে দিতে আজ দৌড়তে শিখেছি,
পরাশক্তির চোখ রাঙ্গানো সে'তো
কবেকার ইতিহাস ।
আর কত, আর কতদুর,
তিল তিল করে বয়ে বেড়ানো
দু:স্বপ্নের অপবাদ মুছে,
কোটি কন্ঠে বিজয় উল্লাসে স্পন্দিত হবে
একটি নাম বাংলাদেশ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

বিজন রয় বলেছেন: স্বপ্নের দুয়ারে আনন্দাশ্রু ছড়িয়ে
একটি মাত্র জয়ই তো চেয়েছি।

জয় চাই, জয়।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫২

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আর একটি জয় চাই ই চাই । ধন্যবাদ আপনাকে

২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২২

মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ :D

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: স্বপ্নের আরো অপেক্ষা বাড়লো

৩| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২১

অগ্নি কল্লোল বলেছেন: জয় চাই।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আরো অপেক্ষায় থাকতে হবে আমাদের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.