![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।
সন্তানেরা ছোটবেলায় মায়ের হাতে ভাত খাওয়া কিংবা মাকে জড়িয়ে ঘুমানোর মধ্যে এক স্বর্গীয় প্রশান্তি লাভ করে । মায়েরা নাকি সবসময় সন্তানের মনের কথা বুঝতে পারে । তাদের কে মুখ ফুটে বলে দিতে হয় না । আচ্ছা, শৈশব-কৈশোর পেরিয়ে যুবক/যুবতী হয়ে যাওয়া সন্তানদের সেই ছোটবেলায় ফেরার ইচ্ছেরা কি মায়েরা বুঝতে পারে ? মায়ের হাতে ভাত খাওয়া কিংবা ছোটবেলার মতো গুটিসুটি মেরে মাকে জড়িয়ে ধরে ঘুমানো । সন্তানেরা বড় হয়ে গেলেও সন্তানদের মনে ছোটবেলার ইচ্ছেগুলো ছোটই থেকে যায় । ইচ্ছেগুলো বয়সের মতো কখনোই বড় হয় না । কখনোই না ।।
.
© সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন
©somewhere in net ltd.