![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।
ইট-পাথরের এই শহরে হাজারো মানুষের ভীড়ে ছেলেটি একা একা বেঁচে থাকে । প্রাণ খুলে কথা বলতে পারে না কারো সাথে । কথা বলার মানুষগুলো দুরে থাকে । হয়তো মূঠোফোনে খানিকটা কথা হয় । তা পরমানু আকারেই থাকে, অণু আকারে পৌঁছায় না ।
ছেলেটি প্রচন্ড ডিপ্রেশনে ভোগে । ঠিক মতো খেতে পারে না । খাবারগুলো গলায় আটকে যায় । নিচে নামতে চায় না । ঘুমাতে পারে না ।
মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে নিশ্চুপ হয়ে বসে থাকে ।
নিজের সাথে একা একা কথা বলে । পৃথিবীর বাইরে ছেলেটি গড়ে তোলে অন্য এক জগত ।
উদ্ভট কল্পনাগুলো সেখানে বসবাস করে প্রতিনিয়ত ।।
.
© সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০১
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সেটা নির্ভর করে অবস্থার উপর । ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: রাতের গভীরতা খুব খারাপ। আবার খুব ভাল।