![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে উদ্বাস্তু শরনার্থী মনে হয় ।
প্রিয় সেনোরিতা,
কেমন আছ?
হয়তো ভালো কিংবা ভালো নেই ।
সেই জানা প্রশ্নের উত্তরটাই
আবারো খুজঁছি ।
তুমি কি জান? আমি চাপা নি:শ্বাসে
বালিশের আড়ালে মুখ লুকিয়ে
অতীতের স্মৃতি হাতঁরে বেড়াই ।
টুকরো টুকরো কিছু সুখস্মৃতি ।
আবেগী কিছু শব্দসম্ভার ।
মুগ্ধ কন্ঠস্বর ।
অতীত ঠিক তখনি আমার
সাথে খেলতে শুরু করে ।
নিয়তিও যোগ দেয় ।
বুক চিরে বের হওয়া নি:শ্বাস কিংবা
বাধঁভাঙ্গা তীব্র অভিমানে, আমি ঠিক
তখনি মুক্তি পেতে চাই ।
চির মুক্তি ।।
২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:০৭
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ।
২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৫১
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১২:৫৮
আলভী রহমান শোভন বলেছেন: ভালো হইছে, ভাইয়ু।
২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৪
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ধন্যবাদ ভাইয়ু।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর হইছে ।