নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানূষ হতে চাই

আমি একজন অরাজনীতিবিদ

সুমন মোহাম্মদ

আমি লিখতে জানি না

সুমন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

আসুন হালাল বিয়ার খাই

১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৭



আমার প্রফেসর কয়দিন আগে আমারে তিনটা বিয়ার দিছিল। তিনটাই নাকি হালাল বিয়ার, এলকোহল হইছে ০.০০%। জাপানের কিরিন বিয়ার কোম্পানি এই নতুন বিয়ার আবিস্কার করছে। আমি একটা খুইলা খাইলাম, পুরাই বিয়ারের স্বাদ, কিন্তু এলকোহল নাই!

তাইলে এইটা কি আসলেই হালাল? ঈমানদাররা কি বলেন? এই বিয়ার খাইলে কি নতুন কইরা ওযু করতে হইবে? ঈমাম সাহেব কি এই বিয়ার খাইয়া সাথে সাথে নামাজ পাড়াইতে পারবে? আসন্ন রমজানে এই বিয়ার দিয়া ইফতারি করা কি জায়েয হবে?

আমার মনে হয় এইটা আমাদের দেশে হেভি চলবে!

চিন্তা করতাছি দেশে একটা হালাল বিয়ারের ফ্যক্টরি খুলুম, ব্যবসাটা মনে লয় খারাপ হইব না!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-৮

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৫

কাঠের খাঁচা বলেছেন: আমি একটা খুইলা খাইলাম, পুরাই বিয়ারের স্বাদ


পুরাই বিয়ারের স্বাদ বুজলেন কেমতে?? :|| :||

১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯

সুমন মোহাম্মদ বলেছেন: আবার জিগায়! ! B-)) B-))

২| ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৫

মৈত্রী বলেছেন: এ্যালকোহল না থাকলে অবশ্যই হালাল, যেমন কোক, ফান্টা-পেপসি......

প্রোডাক্ট টা বাংলাদেশে ভালো মার্কেট পাবে, আমারই হালাল বিয়ার দিয়া ইফতার করতে মন চাইতেছে।

১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫১

সুমন মোহাম্মদ বলেছেন: আপনে কি শিউর?
আমার এক বন্ধুরও হালাল বিয়ার দিয়ার ইফতার করার শখ, কিন্তু আলেম ওলামারা কি বলে না জাইনা হে করব না?

৩| ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমারে খাওয়াইলে বিচার কত্তাম পারি :)

৪| ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮

আলী প্রাণ বলেছেন: ডর লাগে.... বিয়ারের ডর....

৫| ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২১

নীল_পরী বলেছেন: গুলশানের একটা রেস্টুরেন্টেও হালাল বিয়ার পাওয়া যায়। নাম রুড বিয়ার। ১০০% হালাল। তবে আমি খাইনি, দেখেছি।
রেস্টুরেন্টের নাম A&W

৬| ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৮

মৈত্রী বলেছেন: রুড বিয়ার না, Root Beer. Agora তেও পাওয়া যায়।....@নীলা

৭| ১১ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৬

অনিগিরি বলেছেন: আমারে খাওয়াইলে বিচার কত্তাম পারি

৮| ১১ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৬

মেগামেন বলেছেন: যতটুক জানি স্বাথ্যের জন্য ক্ষতিকর এরকম সব জিনিসিই হারাম। গবেষণার বিষয় জিনিসটা আদৌ কি ভাল নাকি শরীরের জন্য...

৯| ১১ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৬

মেগামেন বলেছেন: যতটুক জানি স্বাথ্যের জন্য ক্ষতিকর এরকম সব জিনিসিই হারাম। গবেষণার বিষয় জিনিসটা আদৌ কি ভাল নাকি শরীরের জন্য...

১০| ১১ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:২১

ঢাকাইয়া টোকাই বলেছেন: পাবলিক তো আর স্বাদের জন্য বিয়ার খায়না, খায় হইলো টাল হবার জন্য।

যেহেতু এলকোহল নাই সেহেতু টাল তো আর হবে না। তাই এটার ভবিশ্যত নাই।

আর হালাল বিয়ার দিয়ে ইফতার হালাল নাকি হারাম জানিনা তবে এটুকু বলতে পারি যে রোযাতে শুধু হালাল খাবার টাই ইমপর্টেন্ট না, মনটাকে হালাল রাখাটাই বেশি জরুরি। হালাল বিয়ার কিনে খাইলে, আপনার অটোমেটিক হারাম বিয়ার খাইতে ইচ্ছা করবে। সুতরাং জিনিশটা হালাল হইলেও না খাওয়াই ভালো।

( রোজা রমজানের দিনে এইসব কি পোস্ট দেন? কইষ্যা মাইনাস । )

১১| ১১ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৪

গোধুলী রঙ বলেছেন: আরে এইডা কোন ব্যাপার নাকি। আমাগো দেশের ফুড কোম্পানী গুলান একফোটা আমের রস ছাড়া শুধু কেমিক্যাল দিয়ে ম্যাংগো জুস বানাইতে পারলে এইডা আর এমন কি??

১২| ১১ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

অকৃতকার্য বলেছেন: ০.০০% মানে কিন্তু ০.০০১% থেকে ০.০০৪% এর মধ্যে।

১৩| ১১ ই আগস্ট, ২০১০ রাত ১১:১৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমি শুনছি.........পান্তা ভাতেও ১.৫% এর বেশি এ্যলকোহল থাকে...........আর আঙ্গুরে থাকে ২% এর বেশি.......(তাইতো আঙ্গুর খেয়ে বিড়ি খাইতে ভালোই লাগে....... :) :) ) তাই এ্যলকোহলের উপ্রে ডিপেন্ড কইর‌্যা হালাল হারাম খোজাটা মনে হয়না ঠিক.........। আর বর্তমানে যেসব টাইগার,শার্ক,ব্লাক হর্স...........এগুলা পাওয়া যায়........এগুলা খাইলে যদি ধর্মীয় দিক থেকে কুন প্রবলেম না হয়...........তবে মাঝে মাঝে স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভ্যারন বা হ্যানিক্যান.......বা ফষ্টার.........খাইলেও সমস্যা হওনের কথা না........।

১৪| ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৮:২৯

নীল_পরী বলেছেন: ধন্যবাদ মৈত্রী, ভুল ধরিয়ে দেয়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.