![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“তিরস্কার”
মাঝরাত নগরীর মানবহীন পথের বুকে
খেলা করছে তিনটি শিশু কুকুর,
ওদের উন্মাদনা দেখে
আমারও ওদের সাথে খেলতে ইচ্ছা করছে।
ভেদ-বিভেদ ভূলে হারাতে ইচ্ছা করছে,
ওদের অতভূত সুরেলা চেঁচামেচি
আর রাস্তা জুড়ে দৌড় ঝাপ
সত্যি আমাকে ভাবুক করে দিল।
নিঃচুপ রাতে অনেক শুনেছি
ক্ষেপা কুকুরের আর্ত চিৎকার
মনের গহিনে যা সৃষ্টি করে সুক্ষ ব্যথ্যা
ওদের দুঃখ কি আমার চাইতেও বেশি!
কুকুরের প্রভু ভক্ততা দেখেছি,
ওরা যে কতো ভালো বন্ধু হতে পারে তাও বুঝেছি
মানুষ যখন কুকুরের বাচ্চা বলে গালি দেয়,
আফসোস হয়
হতে পারলাম না কথা প্রতিবন্ধী
কোনো কুকুরের বাচ্চা।
©somewhere in net ltd.