![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন পৃথিবী ......
তাসনিম রিফাত
====================
পৃথিবীতে কিছুই হয়নি এতো দিনেও
শুধু অর্থনৈতিক সমীক্ষায় যোগ হয়েছে আর খুদার জ্বাল,
হিমাগারে কতো মানুষের কংকাল।
কতো আহাজারি,কতো আর্তনাদ।
ইতিহাস খুললেই বেরিয়ে আসে হিরোশিমা
আর নাগাসাকির অশ্রুধারা।
বৈশ্বিক ঊষ্ণায়ণে আরো কতো জীবনভাঙন!
আলো নিয়ে আজো কতো যুদ্ধের দামামা!
ছেকলে আটকে থাকে ,
আর কতো চেতনা!
কিছুই হয় নি এতো দিনে
আগের মতই সব।
শুধু একরাশি কালো আঁধারের সাথে জোট বেঁধেছে,
আরো একরাশ নবীন অন্ধকার ।
©somewhere in net ltd.