![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলতে গেলে আমি আধা প্রকৌশলী । এবং আজ আমার দ্বিতীয়বর্ষের শেষ পরীক্ষা । প্রস্তুতি গড়ের খুবই নিচে । কথা হল , আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সিস্টেম , কিছু কিছু বিষয় থাকে যেগুলো রাখার কোন মানেই খুঁজে পাবেন না আপনি । মজার ব্যাপার হল, এই বিষয়গুলোর সাথে ইঞ্জিনিয়ারিং এর কোন সম্পর্কই আপনি খুঁজে পাবেন না । এইটা খুব একটা মুখ্য ব্যাপার না। এমন এমন কিছু লেকচারার এবং প্রফেসর দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি যে , তাদের কোন ক্লাসের প্রতি আমাদের আগ্রহও বিন্দুমাত্র নেই । পড়ানোর ধরণ পাল্টানো উচিত তাদের। আমি মনে করি , অন্তত ইউটিউবে দেখে হলেও তাদের টিচিং শেখা উচিত । নয়তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েও হতাশাগ্রস্ত ব্লগার অথবা রাতের কবিই থাকতে হবে । যদিও কবি হওয়া ইঞ্জিনিয়ার হওয়ার থেকে শ্রেয় ।
তাও সিস্টেমের ঝামেলাগুলো দূর করা দরকার ।
শেষ কথা , আজকে ফেল করছি নিঃসন্দেহে ।
©somewhere in net ltd.