নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলবি না , তোর সমাজ পাগল

তৌফিক চাকমা

পাগল ছাড়া দুনিয়া চলে না ... পুরোই লিবার‍্যাল

তৌফিক চাকমা › বিস্তারিত পোস্টঃ

চলুন সত্যের অন্বেষণ না করি । :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১১

অভিজিত রায় নিয়ে আর কোন কথা বলব না ।
সহজ কথা , সর্বকর্তা যখন সুযোগ দিয়েছেন মানুষ ক্ষুদ্রতা ছাড়িয়ে বৃহৎ জটিলতা নিয়ে চিন্তা করবেই । এবং শেষমেশ জটিলতাকে নিজের মতোই সহজ বানিয়েই আত্মতৃপ্ত হবে । আর এই তৃপ্তটার মধ্যবর্তী
সময়ে সে যদি বৃহৎ জাতিগোষ্ঠীকে কোনপ্রকার ধারণার ভেতরে ফেলেও দেয় , আর ভুল প্রমাণিত হবার
পরে যদি সমাজযন্ত্র তাকে শাস্তিই দেওয়ার এখতিয়ার হাতে নিয়ে নিতে পারে , তথাপি ভুল ধারণা মানসিকভাবে বর্জন করলেই তো পারে ।
রক্ত দিয়ে ধারণা ধুয়ে দিতে হবে , এমন তো কোন আস্তিকতাতেই নেই যতদূর জানি ।
আর , শাস্তি আপনি আমি কে দেওয়ার ।
প্রত্যেকের ঘাড়েই তো প্রতিদিন শাস্তির বোঝাই তুলে দেয় প্রকৃতি ।
যে যারমতো করে বহন করবে ।
গন্তব্য তো জানাই ।
মাঝখানের পথটা তো বাহকই তৈরি করে নেবে ।
এমনটাই তো বলা হয়েছিল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.