![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা ঃ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চতুর্থ বর্ষের র্যাগ উদযাপন , বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাঁধ ।
এটা কিছু টাকার ব্যাপার না , এটা অস্তিত্বের ইস্যু ।
আমার ইউনিভার্সিটি , আমার ক্যাম্পাস । আর আমার কোন অধিকারের জায়গা এখানে
থাকবে না , এটা কেমন কথা ?
হ্যাঁ , বুঝলাম এটা বেসরকারি প্রতিষ্ঠান ।
কিন্তু অবশ্যই ব্যবসাক্ষেত্র নয় ।
দুদিন পরে বের হবে , এমন একটা ব্যাচ নিজেদের ক্যাম্পাসে "র্যাগ ডে" উদযাপন করবে , রঙ মাখাবে , হাসাহাসি করবে , কান্নাকাটি করবে । এটাই তো হওয়ার কথা ছিল । কর্তৃপক্ষ সেখানে কিভাবে উল্টা জরিমানা করে ? তাও কোন ক্ষতি আদৌ হয়েছে কিনা !
আজ র্যাগ-ডে বন্ধ হবে , কাল মে বি ফেস্টও করতে না বলবে ।
প্রশ্ন হল , আহসানুল্লাহ কি শুধু ইঞ্জিনিয়ারই উৎপাদন করতে চাচ্ছে ,আনুষঙ্গিক সবকিছু বাদ দিয়ে ?
#আমি_স্তম্ভিত ।
০৭ ই মে, ২০১৫ রাত ১১:৩৪
তৌফিক চাকমা বলেছেন: কখনোই রঙ খসে গেছে বলে ৬ লাখ টাকা জরিমানা হতে পারে না ।
আর , শেষ দিনে সবাই মজা করবে স্বাভাবিক ।
আর লিমিট কিসে রাখা উচিত বুঝলাম না ।
ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ রাত ১০:০৫
সুমন কর বলেছেন: লিমিট রেখে করলে তাঁদের ক্ষতি কি?