![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
চেয়েছিলেম ভালবাসব তোমায় কোন অধিকার ছাড়াই
গন্তব্য হীনভাবে ; কিন্তু
অধিকার আর দাবী ছাড়া বুঝি
ভালবাসার কোন রঙ হয়না
চাওয়া পাওয়ার হিসেব কষতে আমার বড় ভয়
তাই চলে গেলাম ; তোমার প্রাঙ্গন ছাড়িয়ে
তবে জানে আমার অন্তর্যামী
আমার এ ছোট্ট নদীর তীরে
পরিব্রাজক হয়ে প্রতিমুহূর্ত পড়বে
তোমারই পদচিনহ
সেইদিন পর্যন্ত যেদিন শেষ মুমুরষ কৃষ্ণচূড়াটিও যাবে শুকিয়ে
তুমি জানো কি না জানিনা
ভালবাসার মানুষ হারায়
ভালবাসা হারায় না ।।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: জাকরিন কাদির,
ভালবাসার মানুষ হারায়
ভালবাসা হারায় না ।।
খুব আবেগীয় একটি সত্য বলেছেন । শুধু ভালোবাসা হারায় না । যদি তেমোন ভালোবাসা দিতে পারা যায় ।