![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
উপকরণ ঃ
মাংসের টুকরো,
টেস্টিং সল্ট (পরিমানমত),
সয়াসস ২ চা চামচ,
ভিনেগার ১ চা চামচ,
আদা রসুন ও পিয়াজ বাটা ১ চা চামচ করে ,
ডিম ১ টা,
কর্ণফ্লাওয়ার ২ চা চামচ
উপকরণগুলো ভালোভাবে মিশাতে হবে। তারপর ১ ঘণ্টা রাখতে হবে। তারপর এতে ময়দা ও বেসন পরিমানমত মেশাতে হবে। তারপর ডুবো তেলে ভাজতে হবে। লাল রঙ হয়ে এলে উঠিয়ে ফেলতে হবে।
১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬
জাকরিন কাদির বলেছেন: চাইনিজ ফুড রান্না করতে গেলে টেস্টিং সল্ট এভোয়েড করা আসলে মুশকিল। আর লেবু তো সবসময় পাওয়া যায়না। তাছাড়া রান্না ব্যাপারটা আসলে যে যেভাবে সাচ্ছন্দ্য বোধ করে ।।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪
সোহানী বলেছেন: টেস্টিং সল্ট এভোয়েড করলে ভালো কারন ইটা ক্ষতিকর। বরং সামান্য লবন এতে যোগ করতে পারেন। তবে ভিনেগার না দিয়ে লেবু দিলে স্বাদ ভালো হয়। ......... +++++