![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
আমি তথাকথিত 'সমঅধিকার' !! বিশ্বাস করিনা। আমার ইসলাম ধর্ম আমাকে 'মা' , স্ত্রী, কন্যা সকল ক্ষেত্রে যখন ছেলেদের চে বেশি অধিকার দিয়েছে তখন সম অধিকার কেন চাইব? আমি কি পাগল?
আর যা চাইব মহান আল্লাহতায়ালার কাছেই চাইব; আপনার কাছে কেন চাইব? আল্লাহ ব্যতীত কোনকিছু কাউকে দেবার ক্ষমতা কারও নেই । সমঅধিকার তারাই চায় যারা ইসলাম ধর্ম ও তার মাহাত্য সম্পর্কে অজ্ঞ। আমার জন্য প্রাপ্য সন্মান মহান আল্লহতায়ালা নির্ধারণ করে দিয়েছেন; আপনি তা মানছেন না। এটা আপনার সমস্যা ; আমার নয়। আপনি তার জবাবদিহিতা করবেন; আমি নই।
সব ছেলেই নারীদের নিয়ে অনেক মন্তব্য করে কিন্তু এটা ভুলে যায় যে তার মা, বোন, স্ত্রী, কন্যাও একজন নারী। আর যে মেয়েকে নিয়ে মন্তব্য করা হচ্ছে সেও কারও না কারও মা, বোন, স্ত্রী ও কন্যা। ( কিন্তু আপনার নয়) তাই আপনার কিচ্ছু যায় আসেনা। একইভাবে আপনার মা, বোন, স্ত্রী, কন্যাকে নিয়ে বলতেও অন্য কারও বাধেনা এবং কিচ্ছু যায় আসেনা।
আর এভাবেই এ চক্র চলছে ও চলতে থাকবে।
©somewhere in net ltd.