নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২০০৬-২০১৬

আলী

© ALI 2006, ALL Rights Reserved

আলী › বিস্তারিত পোস্টঃ

মিথিলা নাটক: ব্লগের কলংকিত সময়,নতুনরা জেনে নিন।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

মিথিলা নাটকের রচয়িতা রুবেল নামক এক ব্লগার।যেহেতু মেয়েদের ব্লগে হিট বেশী হয় সেহেতু মিথিলা নামক ব্লগের জন্ম দেয় রুবেল।তার নিজের ব্লগতো আছেই।
শুরু হলো মিথিলার ব্লগানো।কি এক অসূখ হয়েছে তার।বেশী দিন হয়তো বাচবেনা।নিউইয়কে হাসপাতালে বেডে শুয়ে বসে পোষ্ট দেয়।তার খুব কষ্ট হচ্ছে কিংবা সে একটা কবিতা লিখেছে কিংবা বাইরে খুব বৃষ্টি হচ্ছে (যদিও সামারে সেই সময় বৃষ্টি হয়না)।
আর ব্লগে সবাই বেচারীকে সমবেদনা জানায়।বেচে থাকার উৎসাহ যোগায়। (আর আড়ালে রুবেল হাসে সবাইরে বোকা বানাচ্ছে ভেবে)।হিটের উপর সুপার হিট ব্লগ।
কিছুদিন এইরকম চলার পর রুবেল নিজেই পোষ্ট দিতে থাকে মিথিলার জন্য দোয়া চেয়ে।কয়েকদিনপর তার অপারেশান হবে।সবাই দোয়া দিয়ে ব্লগ ভরিয়ে ফেলে।

এরকিছুদিন পর রূবেল মিথিলা মারা গেছে খবর জানিয়ে একটা পোষ্ট দেয়।আর ব্লগের সবাই অবিশ্বাস্য এইখবর মেনে নিতে পারেনা।বলাবাহূল্য ব্লগে এটাই প্রথম কোন ব্লগারের মৃত্যু র সংবাদ।রুবেলের কাছে বিস্তারিত জানিয়ে অনেকেই পোষ্ট দেয়।।রুবেল শুধু জানায় সে এরবেশী কিছু সে জানেনা।

এরপর ব্লগ ভরে কান্নার রোল।নতুন পুরাতন সবাই মিথিলাকে নিয়ে পোষ্ট দিতে থাকে। এমনকি যারা তার ব্লগে কখনও ঢুকেনাই তারাও পোষ্ট দিয়েছিলো।এই ভাসমানও বাদ যায়নি।সবার রিকোয়েষ্টে তার ব্লগ স্টিকি করা হলো।
দুইদিন ধরে ব্লগের দশ পৃষ্টার মাঝে মিথিলা ব্যতিত অন্য কৈান পোষ্ট ছিলোনা।

সহসা মডারটর খুজে বের করলেন যে মিথিলার সব পোষ্ট বাংলাদেশেরই কোন আইপি হয়েই পোষ্ট হয়েছে।সবাই বোকা বনে গেলো এই খবরে।

তারপর আরকি................
রুবেলই তার দোষ স্বীকার করে পোষ্ট দিলো।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

ডরোথী সুমী বলেছেন: আপনার পোস্ট থেকেই জানলাম। সত্যিই এমনটা হয়! অন্তত এখানে সাধারণ থাকলে ভাল হোতো।.....কিন্তু সবাই অসাধারণ হতে চায়।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

দ্যা আহমেদ মামুন বলেছেন: রুবেল ধন্যবাদ।
মেয়েদের জন্য পাগলদের শিক্ষা হবে।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: রুবেল বেচারা তো খুব রশিকজনা

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: মেয়েদের পোস্টে কমেন্ট বেশি হয়, কথাটা ঠিক। মাঝে মাঝে কমেন্ট লেখার জন্য ভিতরে ঢুকে দেখি আমার সিরিয়াল ২৩ কি ২৪! ব্যাপারটা কি জানার জন্য আপ স্ক্রল করে দেখি ব্লগারের নাম ইপ্সিতা অথবা সোহানী টাইপ কিছু। এ কারণে আমি কমেন্ট করার আগে ব্লগারের নাম দেখে ঢুকি।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

মামুন রশিদ বলেছেন: খুব খারাপ একটা কাজ করেছিল । পোস্টগুলা আমার পড়ার সুযোগ হয়েছে ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

বাড্ডা ঢাকা বলেছেন: এই পোষ্ট থেকে সত্যতা জানা গেল। পোষ্টির জন্য ধন্যবাদ আপনাকে

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

তূর্য হাসান বলেছেন: হ্যাঁ এটা নিয়ে ব্লগে বিরাট একটা ক্যাচাল হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.