![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন ধরে দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে 'বায়োমেট্রিক পদ্ধতিতে' সিম নিবন্ধন নিয়ে মনগড়া স্ট্যাটাস দিচ্ছে।
ব্যাপারটা আমার কাছে অদ্ভূত লাগছে এই ভেবে যে, কোন ব্যাপারে কিছু বলার আগে সঠিকভাবে তা জেনে নেওয়া উচিত।
অনেকেই আঙুলের ছাপ নিয়ে নেগেটিভ কথা বলেছেন। আসলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে গিয়ে যে আঙুলের ছাপ দিচ্ছেন, তাতে আত্মঘাতি বা ভয়ানক কিছু নেই।
আপনার ন্যাশনাল আইডিতে যে আঙুলের ছাপ নেয়া হয়েছিল সেই ছাপের সাথে বায়োমেট্রিক নিবন্ধনকারীর আঙুলের ছাপ কেবলমাত্র মিলিয়ে দেখা হচ্ছে।
এখানে মোবাইল কোম্পানী গুলোর কাছে কোন ব্যাক্তির দেওয়া আঙুলের ছাপগুলো জমা হচ্ছে না এবং তাদের কাছে এই ছাপগুলো জমা রাখার কোন প্রযুক্তিও নাই।
তবে হ্যা একটা জিনিস খেয়াল রাখবেন যে, আপনি যখন আপনার আঙুলের ছাপ দিবেন তখন আপনার দেয়া নাম্বারটির পাশে টিক চিহ্নটি আছে কিনা? নাকি অন্য কোন নাম্বার সেখানে উঠিয়ে তা আপনাকে দিয়ে নিবন্ধন করে নিচ্ছে।
মোটকথা সচেতনতার সাথে সিম নিবন্ধন করতে হবে, এতে কোন প্রভাব ফেলবে না। দেশ ও জনস্বার্থে আপনি নিজে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করুন এবং অন্যকেও এ ব্যাপারে উত্সাহিত করুন।কিছুদিন ধরে দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে 'বায়োমেট্রিক পদ্ধতিতে' সিম নিবন্ধন নিয়ে মনগড়া স্ট্যাটাস দিচ্ছে।
ব্যাপারটা আমার কাছে অদ্ভূত লাগছে এই ভেবে যে, কোন ব্যাপারে কিছু বলার আগে সঠিকভাবে তা জেনে নেওয়া উচিত।
অনেকেই আঙুলের ছাপ নিয়ে নেগেটিভ কথা বলেছেন। আসলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে গিয়ে যে আঙুলের ছাপ দিচ্ছেন, তাতে আত্মঘাতি বা ভয়ানক কিছু নেই।
আপনার ন্যাশনাল আইডিতে যে আঙুলের ছাপ নেয়া হয়েছিল সেই ছাপের সাথে বায়োমেট্রিক নিবন্ধনকারীর আঙুলের ছাপ কেবলমাত্র মিলিয়ে দেখা হচ্ছে।
এখানে মোবাইল কোম্পানী গুলোর কাছে কোন ব্যাক্তির দেওয়া আঙুলের ছাপগুলো জমা হচ্ছে না এবং তাদের কাছে এই ছাপগুলো জমা রাখার কোন প্রযুক্তিও নাই।
তবে হ্যা একটা জিনিস খেয়াল রাখবেন যে, আপনি যখন আপনার আঙুলের ছাপ দিবেন তখন আপনার দেয়া নাম্বারটির পাশে টিক চিহ্নটি আছে কিনা? নাকি অন্য কোন নাম্বার সেখানে উঠিয়ে তা আপনাকে দিয়ে নিবন্ধন করে নিচ্ছে।
মোটকথা সচেতনতার সাথে সিম নিবন্ধন করতে হবে, এতে কোন প্রভাব ফেলবে না। দেশ ও জনস্বার্থে আপনি নিজে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করুন এবং অন্যকেও এ ব্যাপারে উত্সাহিত করুন।
২| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩০
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ভাবছিলাম করবোনা, যেভাবে চলছে চলুক............!!!
অতপর কোন ওয়ারনিং ছাড়াই সিম অফ............??
রেজিস্টার ফেইলড......!!!! নিরুপায় হয়ে করে নিলাম।
৩| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
অমানুষ ১ বলেছেন: সরকারের দালালী করতে আইসেন না ? খুব ভালো করেই জানি এইগুলা কেন করতাসে ...............
৪| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২
কথাকাহন বলেছেন: যত টুকু জেনেছি পৃথিবীর দুটি দেশে এই বায়োমেট্রিক পদ্বতি হয়পাকিস্তান আর সৌদি আরব। কোন উন্নত দেশে বিশেষ করে যাদের বেশিরভাগ বিষয় ডিজিটাল সেখানেও এই পদ্বতি প্রচলিত হয় নি। আমরা কেন এই দুই দেশকে অনুসরণ করতে যাচ্ছি জানি না।
৫| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৮
হাসান নাঈম বলেছেন: আমি করিনি এখনো।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১
বিজন রয় বলেছেন: আমি করিনি এখনো।