![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহে ট্রেন-ট্রাক সংর্ঘষ, ট্রেন চলাচল বন্ধ
০৭ মার্চ,২০১৬
ময়মনসিংহ: ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেলক্রসিংয়ে সোমবার সকাল ৬টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ৫৬ নং ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন অতিক্রম করে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেলক্রসিং ক্রস করছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ৫৬ নং ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে ময়মনসিংহ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকটি না সরানো পর্যন্ত ট্রেন চলাচল ঝুকিপূর্ণ রয়েছে। ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাংক ও ট্রাকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
বিজন রয় বলেছেন: মর্মান্তিক।