![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে আড়াল রাখতে ভালোলাগে
'আজাদ হলের ৯'রাতের শো শেষ হওয়ার পর থেকেই গভীর রাত পর্যন্ত চলে হলের বাইরের শো।বহুদিন থেকেই দেহ ব্যবসার নগদ পণ্য ভাড়া হয় এই হলের সামনে থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন 'আমরা কি সাধে এই কাম করি!পেটের দায়ে করি।তিনি আরো জানান এখান থেকে শুধু তাদের ভাড়া করা হয় কিন্তু কোথায় নিয়ে যাবে তা ঠিক করে যে ভাড়া করে।প্রশাসনের সামনেই চলছে এ ঘটনা।আবার মাঝে মাঝে প্রশাসনও তাদের কাছ থেকে চাঁদা নেয়।রাত ১০ টা থেকে প্রায় ৩ টা পর্যন্ত চলে এই ব্যবসা।
এই ব্যবসার সাথে জড়িত আর একজন বলেন,এই ব্যবসা অন্য ব্যবসার মতন না।কোন রাতে কি ঘটে বলতে পারি না।জানও জাইতে পারে,কার কি মতলব তা তো জানি না।তিনি আরো জানান ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত সকল বয়সের কাস্টমার আসে তাদের কাছে।কেউ কিছু সময়ের জন্য আবার কেউ সারা রাতের জন্য ভাড়া হয়ে যায়।
বেশিরভাগ দেহ ব্যবসায়ীদের পরিবার নেই ঢাকায়।এই অনিশ্চিত রাস্তায় তারা হেটে চলছে প্রতি রাত।
©somewhere in net ltd.