নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"মানুষ যুদ্ধ করে চলে, যদিও কখনই তাকে একবারও তলোয়ার চালাতে হয় না"

আমি নতুন কিছু পড়তে ভালবাসি

মো: আবু তাহের

আমি নতুন কিছু পড়তে ভালবাসি

মো: আবু তাহের › বিস্তারিত পোস্টঃ

আগামী কাল কি হবে!!! আমি খুবই উত্তেজিত, আপনি....

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪

আমি খুবই উত্তেজনা অনুভব করছি। আগামী কাল দেশে কি হতে যাচ্ছে! যেখানে সরকার এবং বিরোধী দল কেউই কাউকে কোন ছাড় দিতে চাচ্ছেন না, সেখানেতো মনে হয় সংঘাত অনিবার্য হয়ে উঠছে! নাকি রাজনীতিবিদদের একগুয়েমীর কারনে দেশে আবার জবুরী অবস্থা জারি হতে যাচ্ছে! দেশ কি আবারও এক/এগার এর দিকে ফিরে যাচ্ছে! এর আগে আটাশে অক্টোবর সংঘাতের মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল এবারও সেই অক্টোবর, তফাত শুধু আটাশ আর পঁচিশ।



আমরা চাই সর্বশেষে হলেও সবাই একটা সুন্দর সমাধানের পথে হাটবেন। আমাদের মতো সাধারন মানুষদের হার্টবিট বাড়িয়ে মৃত্যুর কারন ঘটাবেন না।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

বাধা মানিনা বলেছেন: রাজনৈতিক ভায়াগ্রা খাওয়ার কারনেই সবাই উত্তেজিত....

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

মো: আবু তাহের বলেছেন: দেশ নিয়ে যিনি চিন্তা করেন তিনিই উত্তেজিত না হয়ে পারেন না বলেই মনে হয়।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

আমাবর্ষার চাঁদ বলেছেন: আমিও উত্তেজিত....... কিন্তু বুঝতাছিনা কিল্লাই!!!!

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫

মো: আবু তাহের বলেছেন: বুইঝবেন ক্যান্নে, আন্নেতো আর ওনাদের মতো রাজনীতি করেন না, নাকি?

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

বাগসবানি বলেছেন: ভাই উত্তেজিত হওয়ার মত কিছু হয়নাই । সবই এখন ডালভাত । সকাল বেলা একটু দেরী কইরে ঘুম থেকে উঠলেই হবে । B-) B-)

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬

মো: আবু তাহের বলেছেন: সেই ঘুম আসলে তো

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অবস্থা শূরু থেকেই আওয়ামীরীগ চাইছিল!

কিন্তু বিএনিপ জাতীয় এবং জনস্বার্থে বার বার ধ্ভংসাত্বক, জ্বালাও পোড়াও আওয়ামী ষ্টাইলের রাজনীতি থেকে নিজেদের বিরত রেখেছে। যদিও এ নিয়েও আওয়ামী নীতি নির্ধারক থেকে সকলেই টিটিকারী দিয়ে নানা কথা বলে বিএনপিকে উত্তেজিত করতে চেয়েছে....

সরকারের মেয়াদ শেষ হবার সময় দিয়েছে- তাই তাদের অহমিকাও বেড়েছে!!!

কিন্তু গণজোয়ারের সামনে ইতিহাসে কবে কোন স্বৈরাচার টিকেছে!!!

ইতিহাস থেকে শিক্ষা নেবে কি আওয়ামীলীগ।


২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০

মো: আবু তাহের বলেছেন: ইতিহাসের নির্মম সত্যতা হচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না!

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

পথহারা সৈকত বলেছেন: ইতিহাস থেকে শিক্ষা নেবে কি আওয়ামীলীগ।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

মো: আবু তাহের বলেছেন: আমারওতো সেটাই কথা

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৫

িটউব লাইট বলেছেন: উত্তেজনা কোথায়? উচ্চাংগে না নিম্নাংগে। উচ্চাংগে হইলে উচ্চরক্তচাপ।আর নিম্নাঙ্গ এ হইলে মাধ্যাকর্ষণ চাপ। :P =p~ =p~

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯

গেন্দু মিয়া বলেছেন: "আগামী কাল কি হবে!!"

আমার মনে হয় লেখক বলতে চেয়েছেনঃ "আগামীকাল 'কী' হবে?"

কি আর কী-এর মধ্যে একটা পার্থক্য আছে।

যেমনঃ "তুমি কী করছো?" - What are you doing?

এবং, "কাজটা তোমাকে দিয়েছিলাম, - I gave you the task.
তুমি কি করছো?" - Are you doing it?

অবিমৃষ্যকারীতার জন্য ক্ষমাপ্রার্থী!

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭

রাতুল রেজা বলেছেন: কিছুই হবেনা, কালকে শুক্রবার না? সব তো বন্ধ। সো টেনশন মুক্ত থাকেন B-)

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মেকগাইভার বলেছেন: কালকে থেকে শুরু হবে যে কে এবং কোন দল আগামি ৫ বছর বাংলাদেশের জনগনের উপর মাস্তানি করে জনগনের কাছ থেকে চান্দা উঠাবে।

দুই ক্যাডার পার্টির মধ্যে যে মারা মারিতে জিতবে সেই আগামি ৫ বছর বাংলাদেশ এলাকার মাস্তান।

হাসিনা আর খালেদা হলো এই দুই দলের ডন আর সাথে থাকবে কিছু ছোট ছোট ডন।

এখানে আমরা মেংগো পিপল শুধুই দর্শক।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

nurul amin বলেছেন: শয়তানের মাথায় থাকে শয়তানি এটা আমি বুঝিনা আপনি কি করে বুঝবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.