নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"মানুষ যুদ্ধ করে চলে, যদিও কখনই তাকে একবারও তলোয়ার চালাতে হয় না"

আমি নতুন কিছু পড়তে ভালবাসি

মো: আবু তাহের

আমি নতুন কিছু পড়তে ভালবাসি

মো: আবু তাহের › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘু নির্যাতনঃ কার লাভ, কার ক্ষতি

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

সম্ভবত বিশ্বের মাঝে সম্পৃতির দেশ হিসেবে বাংলাদেশের একটা ডাক-নাম আছে। কিন্তু এরপরও এখানে সংখ্যালঘু নির্যাতন মাঝে মাঝেই হয়ে থাকে। যদিও অন্যান্য দেশের তুলনায় এটা অনেক কম কিন্তু আমাদের কথা হলো এখানে এক ভাগ নির্যাতন হবে এটাই বা আমরা মেনে নিব কেন।



প্রতিবারের ন্যায় এবারও নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে যা খুবই দূর্ভাগ্যজনক। আমরা জানি সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা আওয়ামীলীগকেই বেশি সমর্থন করে থাকেন কিন্তু তার মানে তো এই নয় যে তারা অন্য কোন রাজনৈতিক দলের সাথে নেই। এরপরও তারা নির্যাতিত হচ্ছেন কেন? এই নির্যান কারাই বা করছে, আর এতে লাভ ক্ষতি কম বেশি কার? এমন অনেক প্রশ্নই মনে উকি দেয়।



এখানে মূল বিষয়টা হচ্ছে এই সংখ্যালঘু ভাই-বোনেরা আজকে নোংরা রাজনৈতিক গ্যারাকলে আটকে পড়েছেন। তাদেরকে সবাই ব্যবহার করে রাজনৈতিক সিঁড়ি পার হতে চায়।

কেউ কেউ বলে থাকেন যে ইসলামীক দলের নেতা কর্মীরাই সংখ্যালঘুদের উপর হামলা চালায় কিন্তু বাস্তবতা তাকে সমর্থন করে না। ইসলামপন্থিরা যদি তাদের উপর হামলা চালায় তাহলে তাদের লাভ আছে বলে আমার মনে হয় না বরং এতে লাভ যা হওয়ার তা আওয়ামীলীগেরই হয়ে থাকে তাহলে ইসলামীরা এই লাভ লীগের হাতে তুলে দিতে যাবে কেন? তাছাড়া দশম নির্বাচনের সময়তো ইসলামপন্থিরা প্রায় সবাই এলাকা ছাড়া এই অবস্থাতেও তারা কিভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালাবে?



গত পরশু দিন একটি বেসরকারী টিভি চ্যানেল সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি নিয়ে বেশ ভাল একটা প্রতিবেদন করেছে সেখানে তারা এটা বোঝাতে সক্শম হয়েছেন যে হামলার পিছনে ইসলামপন্থিরা নয় বরং আওয়ামীলীগই দায়ী। তারাই মূলত এই কাজটা করে বিরোধীদলের উপর চাপিয়ে দিয়ে ফায়দা লুটতে চায়।



আরেকটা বিষয় হলো গত কয়েকদিন যাবত জাতীয় দৈনিক গুলোর মাধ্যমে আমরা দেখলাম যে সংখ্যালঘুদের উপর হামলা করার পরে লীগের নেতা গ্রেফতার। তার মানে এটা স্পষ্ট আওয়ামীলীগই এই হামলার সাথে সর্বাধিক জড়িত।

এখানে লক্ষনীয় যে, বর্তমান সরকার ক্ষমতায় থাকার পরেও সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিচারে তেমন তৎপর হয়নি। তদন্ত বা বিচার করতে গেলে যেহেতু তাদের নেতা-কর্মীরাই ফেঁসে যাবেন সেহেতু তারা এই পথে না হেটে বিরোধীদলের উপর দোষ চাপানোতেই সীমাবব্ধ আছেন এছাড়া অন্য কিছু মনে করার আপাতত কোন কারন আছে বলে মনে হচ্ছে না।



সর্বশেষ বর্তমান ক্ষমতাসীনদের নিকট দাবী করছি আপনারা সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিচারের জন্য প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলোক শাস্তির ব্যবস্থা করুন। আমরা কাঁদা ছোড়া-ছুড়ি আর দেখতে চাই না, আমরা চাই একটা সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.