![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন কিছু পড়তে ভালবাসি
আমরা বাংলাদেশী। আমাদের আছে গৌরবময় সোনালী ঐতিহ্য। আমরা যখনই বঞ্চিত হয়েছি তখনই রুখে দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে। আমরা '৪৭ এনেছি, '৫২ এনেছি, '৬৯ এনেছি, '৭১ এনেছি আর '৯০ ও এনেছি কখনই কোন অন্যায়কে সহ্য করিনি। কিন্তু বর্তমানে যত অন্যায় হচ্ছে তার প্রত্যেকটাই মনে হয় যেন মাথা পেতে নিচ্ছি। জোড়ালো ভাবে কেউ কোন কথা বলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষাপ্রতিষ্ঠানও এখন কোন অন্যায়ের টু শব্দটি পর্যন্ত করছে না। অথচ আগেতো এমনটি কখনও ঘটেনি। দেশে কত কিছুই না হচ্ছে এরপরও তাদের (ছাত্রদের) কোন সাড়া নাই, নাই বিশিষ্ট ব্যক্তিদেরও। তার মানে কি আমরা সবাই ভিতু হয়ে যাচ্ছি বা গেছি? আমার কাছে মনে হয় এটা দেশের জন্য একটি অশনী সংকেত।
০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১০
মো: আবু তাহের বলেছেন: আপনি যা বলেছেন তাতেই হবে ভাই আমি আর নাই বা বললাম।
২| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০
মদন বলেছেন: নিজের মাথার উপর সমস্যা এসে না পড়লে আমরা কোনো সমস্যাকেই সমস্যা মনে করি না। সমস্যা হলো আমার ঘাড়ে সমস্যা এসে পড়লে অন্যজনও ঘুরে তাকায় না।
০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১১
মো: আবু তাহের বলেছেন: এভাবেইতো সবাই সমস্যার মধ্যে পড়ে যাবে, তখন আর কেউই উঠতে পারবে না, সে সময়ে ধ্বংস অনিবার্য।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভীতু নয়- সুবিধাবাদী!
৭১এ না হয়ে যুদ্ধ যদি এখণ হতো- ২০০% মনে হয় রাজাকার হয়ে যেত!!
যাদের কথা উল্লেখ করলেন তারাতো আছেই-সবচে বেশি দায়ী মিডিয়া!
তারা মাথা নত করে দেয়ায় জতি সবচে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।
তারা যেন দেখেও না দেখার ভান করে আছে!!!!!!! যারা জাতির বিবেক বলে আখ্যায়িত হয়- তারও কেউ কেউ বয়সের কারণে ক্ষীন কন্ঠ, কেউ জরাগ্রস্থ!
আর নতুনের উত্থান রোধেতো বহু আগেই ডিজুস প্রজন্মের জন্ম দেয়া হয়েছে। খাও দাও ফুর্তি কর ব্যাস- কোত্থেকে কে কেন কিভাবে এত ভাবার সময় কই?
কর্পোরেট দাসরাতো আরও নিরব। পেটে ভাতে আর সামাজিক ষ্ঠ্যাটাস নেবে যাবার ভয়ে- স্পিকটি নয়।
বাকী যারা চিল্লায় তাদের কথা তো কাঁচদেয়ালের ওপারে পৌছায় না।
তাদের ভৌটাধিকারের মতো একমাত্র চঞ্চবার্ষিক অধিকারও লুট, আর ছিনতাই হয়ে গেছে। ৫ জানয়ারী আর শেষ ৪র্থ আর ৫ম উপজেলা টার্মে।
বলবেন-পথে নামতে!
হত্যার যে রেকর্ড এই অবৈধ সরকার আর গত সরকার করেছে! তারপর ব্যপক গণজাগরন যার পেছনে আবার চাই বহুজাতিক সমর্থন, নইলে নির্বাচিত মুরষি আর আলজেরিয়ার পরিণতিতো বেশি সময় লাগে না।
বলেনতো তবে যাবেনটা কোথায়?