![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন কিছু পড়তে ভালবাসি
দেশে কি যে হচ্ছে বুঝতে পারছি না। সবাই কেন জানি গুমোট হয়ে আছে। বিস্ফোরনের পূর্ব লক্ষণ কি না জানিনা। দেশে একটা সরকার আছে সেটাও বিশ্বাস করা কষ্টকর বলে মনে হচ্ছে। বিরোধীদল তো দেশে নাইই। জনগনের পৃষ্ঠপোশক হবে এমন কেউই যেন আমাদের এই দেশে এখন আর বাস করে না! কারো জীবনের কোন নিরাপত্তা বলতে কিছু নেই। কেউ যদি সকালে ঘর থেকে বের হয় তাহলে তিনি রাতে বাড়িতে ফিরতে পারবেন কি না তা নিশ্চিত করে বলা যায় না। আর রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে সকালে তাকে আর জীবিত দেখা যাবে বলে মনে করারও কোন কারন নাই।
সরকার এখন খুনিদেরই পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। সাধারণ মানুষের যাওয়ার কোন জায়গা খুঁজে পাওয়া অনেকটা দুষ্কর।
খেতে গেলেও বিষ মিশ্রিত (ফরমালিন যুক্ত) খাবার সামনে এনে দিচ্ছে। এই ফরমালিন যেন এখন একেবারে ছেলেখেলা হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীও এখন এই ফরমালিন ব্যবহার করেন বিরোধীদলকে বাঁচিয়ে রাখার জন্য! যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী ফরমালিন জাতীয় বিষ ব্যবহার করেন সেখানে অন্যরা যে খুব সহজেই তা ব্যবহার করবে তা তো আর বলার অপেক্ষা রাখে না।
ছোট-খাট পটকাবাজীর কারনে আজকে দেশের মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে! সরকারের কোন কাজের বিরোধীতা করবে এমন সাধ্য মনে হয় দেশের কারো নেই। মানুষের বুকের ছাতি মনে হয় এক হাত থেকে এক আঙ্গুলে নেমে এসেছে।
যুব সমাজ এই সব অন্যায়ের প্রতিবাদ জানানোর কথা কিন্তু তাদেরকেও নেষায় ডুবিয়ে রাখা হয়েছে, সবগুলো মিলিয়ে আমি ভাল নাই, আপনি ভাল আছেন কি না জানতে খুব ইচ্ছা করে।
২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৩
মো: আবু তাহের বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
গ. ম. ছাকলাইন বলেছেন: সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি বহাল থাকবে বলে মনে হচ্ছে ।