নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাহসান মাহমুদ

তাহসান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত অভিজ্ঞতা

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

Late post
04-01-2০16
আগামীকাল ফিন্যান্স পরীক্ষা তাই ভালো করে প্রস্তুতি নেওয়াটা দরকার। আর সেটা ভেবে অনেক রাত পর্যন্ত লেখাপড়া করেছি। যখনি রাতে ঘুমাতে গেলাম ফোনে দেখলাম সময় রাত ১.৩০ বেজেছে।তাই অযথা সময় নষ্ট না করে ফোনে সকাল ৬.০০ টা তে ভ্রাইবেশন এলার্ট সেট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।ঘুমিয়ে ঘুমিয়ে কেন যেন মনে হলো সেই প্রতিদিনের মতই সকালটা হবে কিন্তু হলো না।ভোর সময় যখন ৫.০৬ অথবা ৭ মিনিট হবে তখন ছাদের নিছে একটা ভবনের মধ্যে ঘুমন্ত অবস্থায় অনেকটা ধীর গতিতে কম্পন অনুভব করলাম।ভাবলাম এখন তো আমাকে কেউ ঢাকবে না আর ঘুম থেকে উঠার ও এখন সময় হয় নাই কিন্তু।ঠিক তখনি বুজতে পারলাম ভূমিকম্প হচ্ছে, তাড়াডাড়ি ঘুম থেকে জেগে দেখলাম ভবনের বাহিরে যাওয়া অনেক কঠিন।তাই বাহিরে যাওয়ার চিন্তা না করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম।আমার দেখা সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প ছিল এটা যা ৬.৭ মাত্রার।আর তখনই ভবনের মধ্য থাকা থাকায় বুঝতে পারলাম আমরা প্রকৃতির ছাড়া কতখানি অসহায়। এক পর্যায়ে মনে হয়েছিলো হয়তো ভোরের নতুন সূর্য এবং আলো আর দেখা হবেনা।
.
মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া।তিনি এবারের মতও আমাদের ক্ষমা করেছেন।আল্লাহ সবাইকে রক্ষা করুন।undefined

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.