নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

এবার লাইনে আসেন !!

২০ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:১৭

আমরা জানি আপনারা এক একজন অনেক বড় বিখ্যাত জন নেতা! এরজন্য আপনাদের যথাযোগ্য সালাম জানাই। অন্তত আমি বিশ্বাস করি আজকেও এই যে দেশ কোনও রকমে টিকে আছে তা আপনাদের জন্যই আছে ! তাই আরেকবার আপনাদের সালাম! কী হলো, খুব খুশী হইসেন তাই না? প্রশংসা শুনে একদম গদ গদো হয়ে গলে গেলেন নাকি? তাহলে এবার বলেন মগো দেশ যে কোনও রকমে টিকে আছে, তার জন্য দায়ী কে? বোঝেন নাই! নাকি বুঝতে কষ্ট হচ্ছে?

সাতচল্লিশ বছর ধরে আপনারা রাজনীতি করে কি বা*টা ছিড়ছেন ? কারটা ছিড়ছেন? একটা দেশ দাঁড় করাইতে কি সাতচল্লিশ বছর লাগে? আমরা বুঝি আপনারা বাস্তবের সাথে ধাক্কা খাওয়া অভিজ্ঞ মানুষ কিন্তু এই কথাটা বিশ্বাস করতেই হবে, আপনি যদি বড় স্বপ্ন না দেখেন তাহলে আপনি বাস্তবতাকে পাল্টাতে পারবেন না। আপনার অন্যের স্বপ্নের গোলামী করে যেতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়নে আজীবন তারই চাটুকারিতা করে যাবেন। চারিদিকে একবার তাকিয়ে দেখেন, আপনাদের ছেলে মেয়ের বয়সী পোলা-পানেরা আজকাল আর আপনাদের মতো চিন্তা করে না। এতে আনন্দিত হবেন না বরং ভয় পান ! ভয় যদি পেতে নাই চান, মনটাকে তাহলে একটু স্বপ্নের পানিতে চুবায়া নেন।

জানি আপনারা বধীর এরপরও বলি, আমাদের পথ দেখান, আমাদের সবচেয়ে বাজে জায়গাটা দেখিয়ে দিন। নিজের ঘরের পিছনে পঁচা-আবর্জনা রেখে প্রতিবেশীর সাথে ঝগড়া আরম্ভ করে দিলে দুর্গন্ধ দুইজনের নাকেই যাবে এটাই স্বাভাবিক ! কথা কিন্তু বুইঝেন, আমরা ঐ পঁচা আবর্জনা পরিষ্কার করে দেবো, এটা প্রতিজ্ঞা-ট্রতিজ্ঞা না, রোমান্টিক কিছু না। এটা দরকার, এটা কর্তব্য।

এই কাজ যদি ঠিক মতো হয়, আপনারা আমাদের নিয়ে গর্ব করবেন, ইচ্ছে না থাকলেও করতে হবে। এটা একটা প্রতিজ্ঞা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আন্দোলনে থাকবেন। মনে রাখবেন বাংলাদেশ ছাড়া আমাদের দুইটা দেশ নাই। ভাইয়ের সাথে কোন্দল করবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.