নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার নিজস্ব কিছু মন খারাপের গল্প থাকে :( আবার সময়ে মন খারাপের গল্পের ভুমিকা বদলায়, গল্প বদলায় কিন্তু মন খারাপের গল্প না থাকলেও কেমন যেনো অপূর্ন ভাব থেকে যায়, তাই আমি চাই মন খারাপের গল্প লিখে যেতে :) সময়ে-অসময়ে :( শেষ কবে কেঁদেছি সে কথা মনে থাকলেও শে

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

বিউটিফুল বাংলাদেশের এক বিউটি আক্তার :(

০৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:১৩

সবুজ জমিনে রক্তে লাল হয়ে শুয়ে আছে বিউটিফুল বাংলাদেশের এক বিউটি আক্তার। স্বাধীনতার মাসে কিশোরীর রক্তমাখা সবুজ জমিন দুঃসহ বাস্তবতার প্রতীক হয়ে ওঠে। সেই দৃশ্য অনেককেই ঘুমাতে দেয় না। মানুষের মন এতটা নিতে পারে না। তাদের মনে পড়ে তনুর কথা, আফসানার কথা, প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার শিকার হওয়া শিশু-কিশোরী আর তরুণীদের কথা।

ধর্ষণ ও গণহত্যা পেরিয়ে আসা বাংলাদেশে চলছে পাকিস্তানি কায়দায় অনুকরণ। ছোট ছোট একাত্তর ঘটে চলে ছোট ছোট কত পরিবারে। গ্রাম ও শহরের সেই মেয়েদের ছবি পাশাপাশি সাজালে নারী প্রজাতির ৬ মাস থেকে ৬০ বছর বয়সী সবাইকে পাওয়া যাবে। পাওয়া যাবে সব ধরনের পোশাকের, সব ধরনের বাস্তবতার নির্যাতিতদের। অভিজাত এলাকা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের অবধি শোনা যায় শেয়ালদের গ্রাসের শিকার কন্যা-জায়া-জননীদের বিলাপ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:১৭

রাকু হাসান বলেছেন: করুণ! :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.