![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন অন্যের টাকায় আরাম আয়েশ করেই জীবন কাটাতে চান, তখন আর তাঁকে নিয়ে আজাইরা কমপ্লেইন কোরবেন না। আপনি নিজেই মেরুদণ্ডহীন, নিজেই নিজেকে সম্মান দিতে পারেন না, তাহলে কীভাবে আশা করেন আপনার স্বামী আপনাকে সম্মান দেবে? যার অর্থবিত্ত ছাড়া আপনার জীবন চলবেই না, তাঁর দুটো লাথিও আপনাকে হজম করতেই হবে। কারণ এই অধিকার আপনি নিজেই তাঁকে দিয়ে দিয়েেছন। অর্থ বিত্তের লোভে যদি স্বামীর দ্বিতীয় স্ত্রী হতে আপনার অসুবিধা না থাকে, যদি কন্যা সন্তানের বদলে কেবল পুত্র সন্তানই আপনার কাম্য হয়ে থাকে !? তাহলে আপনার জন্য করুণা ছাড়া আর কিছুই দেবার নেই আমার! না আপনি স্ত্রী হবার যোগ্য, না মা, সর্বোপরি আপনি মানুষ হবারই যোগ্য নন।
বিঃদ্রঃ - এরপরও বলি হাতের পাঁচটি আঙ্গুল কখনও সমান হয়না, তেমনি সব আপুরাও এক রকম হয়না।
©somewhere in net ltd.