![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি শকুনের ছেলে তার বাবার কাছে বায়না ধরল ‘বাবা আমি মানুষের মাংস খাব, এনে দাওনা প্লিজ'। শকুন বলল, ঠিক আছে বৎস সন্ধ্যায় এনে দেব। শকুন উড়ে গেল এবং আসার সময় শুকুরের মাংস নিয়ে আসল। বাচ্চা বলল বাবা এটা তো শুকুরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। বাবা বলল ঠিক আছে এনে দেব। শকুন উড়ে গেল এবং আশার সময় এক্তা মরা গরুর মাংস নিয়ে আসল। বাচ্চা বলল এটাতো গরুর মাংস নিয়ে এসেছ, আমিতো মানুষের মাংস খেতে চাই। তখন শকুনটা উড়ে গিয়ে শুকুরের মাংস একটি মসজিদের সামনে এবং গরুর মাংস একটি মন্দিরের সামনে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের ভেতর সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েকশ মানুষের লাশ পরে গেলো আর বাপ বেটা মিলে মনের শুখে মানুষের মাংস খেতে লাগল। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞাস করল, বাবা এখানে এত মানুষের মাংস কিভাবে আসল? শকুন বলল এই মানুষের জাতটা এইরকমই। সৃষ্টিকর্তা এদের সৃষ্টীর সেরা জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু ধর্মের নামে এদের জানোয়ারের থেকেও বেশি হিংস্র বানানো জেতে পারে। ছেলে বলল তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন বলল আরে ধুর এটা আমি মানুষের কাছ থেকেই শুনেছি। এদের একটা অংশ যখন কোন অনিষ্ট করতে ব্যর্থ হয়, তখনি সহজ রাস্তা হিসেবে তারা ধর্মকে ব্যবহার করে।
উপরের ঘটনাটি কাল্পনিক কিন্তু সংলাপ এবং বিষয় বস্তু একদম বাস্তব। নিউজিল্যান্ড থেকে শ্রীলঙ্কা। মিনার থেকে যীশুর শরীর। জুম্মা থেকে স্টার সানডে। কোথায় নিরাপদে আছে মানুষ? কষ্ট লাগে কেন আমরা এই খুনের উৎসবে মেতে উঠি? সারা পৃথিবীতে কেন কট্টরপন্থীদের জয় জয় কার? কেন পৃথিবীতে আজ অস্ত্রের ঝনঝনানি? কেন আমরা পরস্পরকে হত্যা করছি? কেন বলছিনা এই পৃথিবীর যে প্রান্তেই হত্যা হোকনা কেন সেতো মানুষই? মানুষ হয়ে মানুষকে হত্যা করে কি আনন্দ পাচ্ছি আমরা? মানবজাতি এখনো সময় আছে, চলুন আমরা এক হই? মানবজাতি কে বাঁচাই। ধ্বংসের হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করি।
©somewhere in net ltd.