| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাজা কলম
সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।
এখনো প্রখর শৈশব স্মৃতি
ওয়ালে ঝোলানো বাবার ফেল্ট ক্যাপ ক্বদাচিৎ দেখেছি মাথায়
শিশুভাবনায় আল্লাহর ক্যাপ কল্পনায় দেখি তাঁহার মুখ ।
বয়স সাকোঁতে ঋদ্ধ আজ তবুও কি চিনি আল্লাহ !
এখনো স্মৃতিকোষ রোমাঞ্চ মধু
গোপনে পাঠানো কাঁচা হাতে লেখা ভীষণ আবেগী চিঠি
সেই তো প্রথম স্বাদ মিঠেকড়া ভালবাসা বলে মন ভালবাসি
স্রোতে ভেসে বহুদূর আজ তবুও কি জানি ভালবাসা !
এখনো হৃদয় রিনিঝিনি নুপুর
আবেগে থরথর কিশোর কিশোরী লুকিয়ে বসে চিলেকোঠায়
সেই তো প্রথম শরীরি মায়া ঠোঁটে ঠোঁট রাখা বলে শরীর পেয়ে গেছি
সময় চাবুকে পালায় যৌবন তবুও কি বুঝি দেহসাধন !
©somewhere in net ltd.