| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাজা কলম
সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।
আচমকা ঘুম ভেঙ্গে যায় প্রিয়তার। স্বপ্নটা সুখস্বপ্ন নাকি দুঃস্বপ্ন বুঝতে পারছে না। স্বপ্নকাহন মনে পড়ছে আবছা আবছা। স্বপ্নটিকে সাজালে গল্পটি ঠিক এরকম-
নৌকায় করে কোথায় যেন যাচ্ছে প্রিয়তা। নৌকায় একমাত্র যাত্রী সে। ইঞ্জিন নৌকা। সুপারসনিক গতি। উথাল পাথাল ঢেউ। ভয় হয় কখন যে নৌকাটি ডুবে যায় ।
হঠাৎই মাঝির দিকে চোখ পড়ে । একি! এ কার মুখ ! বারবার যাকে স্মৃতিকোষ থেকে ডিলিট করতে চাচ্ছে সেই সুমন! ও এল কোথ্থেকে?
মুখে মৃদু হাসি, পায়ে পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরলো । সহজাত ছলনায় প্রিয়তা বলে উঠে, 'এ্যাই ছাড়ো ! চিৎকার করবো কিন্তু!'
হাঃ হাঃ হাঃ অট্টহাসিতে ফেটে পড়ে সুমন, বলে উঠে-
"চিক্কুর দিয়া লাভ কি!
এর চেয়ে কাছে এসো, লুটো মজা।"
এ স্বপ্নের ফ্রয়েডিয় ব্যাখ্যা কি ! সুমনের সুখস্পর্শের জন্য প্রিয়তা আজো কি উন্মনা !
ঘামছে প্রিয়তা। এসি-টা কি ঠিকমত কাজ করছে না ! নেপথালিনের গন্ধ পায় ও। ফ্রেমে বাঁধা টুকরো টুকরো সুখ স্মৃতি। সুমনের সাথে।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ও । বয়স পচিশকে ছুঁতে যাচ্ছে। সুমন তো বেশ আছে। হয়তো এখন বউকে জড়িয়ে সুখনিদ্রায় ।
রাবিশ ! এ যুগের মেয়ে হয়েও তিন বছরেও নিজেকে সামলাতে পারলো না ।
কিছুক্ষণ আগে দেখা স্বপ্নটি গলে গলে নোনা জল হয়ে ঝরতে লাগল প্রিয়তার চোখ বেয়ে।
০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১০
তাজা কলম বলেছেন: ![]()
২|
০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
রাবিশ ! এ যুগের মেয়ে হয়েও তিন বছরেও নিজেকে সামলাতে পারলো না ।
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
তাজা কলম বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ রাত ১০:০১
শুকনোপাতা০০৭ বলেছেন: সামলানো অনেক কঠিন,তিন বছর কি...! গল্পটা সুন্দর হয়েছে