নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস।

তাজা কলম

সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।

তাজা কলম › বিস্তারিত পোস্টঃ

আমরা শংকিতঃ যুদ্ধাপরাধীরা কি বেরিয়ে পড়বে?

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮

গতকালের আঠারো দলের সমাবেশে জামাত-শিবির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি জনগণকে শংকিত করে তোলেছে। তুলনামূলকভাবে জনসভায় বিএনপির কর্মীদের উপস্থিতি ছিল কম। সভায় জামাত নেতারা সোচ্চার ছিল যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি নিয়ে।



আঠারো দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার বক্তব্যে ক্ষমতায় গেলে সকল রাজনৈতিক নেতাদের মুক্ত করে দেয়ার সংকল্প ব্যক্ত করেন। প্রশ্ন হচ্ছে তার কথিত সকল নেতাদের মাঝে কি শাস্তিপ্রাপ্ত এবং অভিযুক্ত যুদ্ধাপরাধী জামাত-বিএনপি নেতারাও পড়েন কীনা তা নিয়ে। সম্ভবতঃ তাই। উল্লেখ্যে তিনি সরাসরি শিবির সভাপতির মুক্তি দেয়ার বিষয়ে দাবি তোলেছেন।



বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি শংকিত, বিএনপি ক্ষমতায় এলে কি সকল যুদ্ধাপরাধীরা বেরিয়ে আসবে ! যদি তা হয়, তাহলে এটি হবে জাতির জন্য ভীষণ দূর্ভাগ্যজনক।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমরা সত্যিই শংকিত

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩

কাজের কথা বলেছেন: বিষয়টা আসলেই আতংকের, কেননা যুদ্ধাপরাধীরা যদি মুক্তি পায় বা জেলে বসেই তাদের কর্যক্রম পরিচালনা করে তবে দেশ আবারও ২০০৩-৪ এর মত বিভিষিকাময় পরিস্থিতির দিকে যা আসলে আরো একটি ১/১১ জন্ম দিবে বৈকি।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫

চাঁন মিঞা সরদার বলেছেন:
জামাতি রাজাকারেরা অবশ্যই মুক্তি পাবে, সেটা নিয়ে আতংকের কিছুই নেই। কারন সেটাই সত্যি। রিপ্লেসমেন্ট হিসেবে জেলে যাবে ভারতীয় দালাল ও আওয়ামী রাজাকারেরা।

হাসির কথা নয়, বাস্তবতা।

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭

তাজা কলম বলেছেন: তুই রাজাকার।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শিক্ষানবিস বলেছেন: ওরা যদি কৃত্রিম যুদ্ধাপরাধী হয়ে থাকে তাহলে মুক্তি তো অবশ্যই পাবে। আর সেটা আপনার জন্য দুর্ভাগ্য হলেও জাতির জন্য হবে কলংকমুক্তি।
আর ওরা যদি সত্যিই কৃত্রিম হয়, তাহলে যারা বিচারের সাথে যুক্ত ছিল তাদের বিচার করা হবে।

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

তাজা কলম বলেছেন: তুই রাজাকার।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১

ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: শেষের দুই কমেন্ট এর বিষয়ে বলি : পাতি রাজাকারগুলা ভালই মুখ খুলতে শিখেছে! পারলে সবগুলাকে একসাথে ঝুলায় দিতাম! আলালের রিপ্লেসমেন্টের অভাব নাই! তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার!

৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

বোধহীন স্বপ্ন বলেছেন: এ আর নতুন কি? জানা কথাই । বিচারের জন্য কোনো দল-ই আন্তরিক না । মানেন আর না-ই বা মানেন

৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

সমুদ্র কন্যা বলেছেন: আমরা সত্যিই শংকিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.