নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস।

তাজা কলম

সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।

তাজা কলম › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিক ভালোবাসা

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৬

দূরাশা এখনো রয়ে গেছে। ইচ্ছে করে সেই আগের মতো মাঝরাতে পুরুষালি স্বরে ভাঙ্গিয়ে দেই তোমার ঘুমের ঘোর, রাতের স্বপ্নে সাঁতার কাটা তোমার কানে ফিস ফিস করে বলে উঠি আমাদের গোপন কথা।



জানি, তুমি বলবে এ বানানো কথা। কিন্তু বিশ্বাস করো যেদিন অপয়া বাতাস সুর-লয়-তাল এলোমেলো করে দিল, আমাদের মাঝে তৈরী হলো চীনের প্রাচীর সেই দিন থেকেই আমার করতলে জন্ম নিয়েছে অদৃশ্য এক অসুখী রেখা। তুমি তো জানো দাপুটে নিয়তিতে নিগৃহিত রাজা ঈদিপাসের গল্প। আমিই বা কীভাবে অস্বীকার করি শনির বলয়ে ঘূর্ণিপাক খাওয়া আমাদের সেই ব্যর্থ প্রেমের কাহন !



আমি আজ মার্কিন রাজ্যে, জীবন-জীবিকার প্রয়োজনে শ্বেতাঙ্গিনী মার্গারেট এসেছে আমার জীবনে। জীবনের নতুন এ খোলসটুকুকে শুধু তুমি নও, যে কোন নারীই প্রতারক গিরগিটি আখ্যা দিবে সে তো আমি জানিই।

তবে পরম সত্য জেনে রেখো, আজো কিন্তু আমার ভেতরে তোমার নিত্যদিনের আনাগোনা। অন্তরঙ্গ মুহূর্তে মার্গারেটের আলিঙ্গনে থাকা আমি সাড়া পাই না, সহসাই আনমনা হয়ে যাই, মনে পড়ে আমাদের সেই উদ্যাম দিনগুলোর কথা। ভিন্ন সাংস্কৃতিক আবহে বড় হওয়া মার্গারেট কী করে বুঝবে অশরীরি তুমি বার বার ফিরে আসা আমার নস্টালজিক ভালোবাসা!

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব -- অসম্ভব ভাল লাগলো -- প্রকৃত প্রেম শুধু কাছেই টানে না -ইহা দূরেও ঠেলিয়া দেয়

২| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২

আসাদ ইসলাম নয়ন বলেছেন: দারুন ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.