| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাজা কলম
সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।
'ইউ গেট লস্ট', মন্ত্রী মহোদয় চোখ পাঁকিয়ে ফাইলটি ছুড়ে মারলেন আমার মুখের উপর। হতভম্ব আমি এবং উপস্থিত অধস্তন কর্মকর্তারাও।
মন্ত্রালয়ের দুঁদে সচিব আমি। আমার মতোন সচিবদের জন্যই মন্ত্রীমহোদয়দের পোয়াবারো। আইনের ফাঁকফোকরে থলের বিড়াল কীভাবে লুকিয়ে রাখতে হয় তা আমাদের জানা।
মন্ত্রীর ভর্ৎসনায় অপমানিত বোধ করায় ঠোঁটের কোণে হাসি রেখেই তার দিকে শীতল চোখে তাকাই। মূহুর্তেই গোখরোর ফণা নেতিয়ে পড়ে, "সেক্রেটারি সাব, স্যরি আমি, এক্সট্রিমলি স্যরি। "
২|
১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৭
শেখ মফিজ বলেছেন: অনেক সচিব মনে করেন তারা অনেক বেশী জানেন ।
বাস্তবতা কিন্তু ভিন্ন ।
বাইরের লোকে যা বোঝায় তিনি তার থেকেই বোঝেন ।
যারা স্বার্থ উদ্ধারে আসেন , তারা কি বোঝায় ?
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: তাজা কলম ,
তাজা কিন্তু একটি সত্য বেফাঁস করে দিয়েছেন । ব্যুরোক্রেটিক গিট্টু ।
ঠিক অজগরের মতোই পেঁচিয়ে পেঁচিয়ে , গিট্টু দিয়ে দেশটাকে শ্বাসরূদ্ধ করে ফেলছেন এই সব সচিবরাই ।
ভালো লাগলো ।