নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের সন্তান
ছবি ও উৎসর্গ : প্রিয় রম্য ব্লগার চাঙ্কু
কপিজ্ঞতা-১
কয়েক বছর আগের কথা। তখন আমি সিলেট শহরেই থাকি। ওখানকার একটা মেয়ের সাথে প্রায়সই মোবাইলে কথা হত। মেয়েটির নাম ছিল মিষ্টি। খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারত। রসের ভাষায় বলতে গেলে, ওর কথায় যেন মিষ্টি ঝরতো। এমন মিষ্টি মেয়ের সাথে প্রেম করা ভাগ্যের ব্যাপার।
ভাবলাম, অবশেষে খোদা তা'য়ালা আমার দিকে মুখ ফিরে তাকিয়েছেন। খোদা তা'য়ালাকে ধন্যবাদ দিলাম এবং খোদা তা'য়ালার প্রেম মিশ্রিত চাহনির মহত্ব রক্ষার্থে মিষ্টিকে আমার প্রেমে ফাঁসাবো বলে প্রতিজ্ঞা করলাম।
মিশনারী সিস্টেমে তাকে পটানোর জন্য একাধারে ১০মাস কথা বললাম। মিশন ভালোমতোই এগুচ্ছিল কিন্তু দুবার সে ডেটিং এর তারিখ মিস করলো, তৃতীয় বার তারিখ নির্ধারণের সময় বলেই দিল
-ভাইয়্যা, মাইন্ড করবেন না প্লিজ, আমি যদি মেয়ে হতাম , এতদিনে পটেই যেতাম
# পরে বুঝতে পারলাম, ছেলেটি চায়না মোবাইলের Magic voice আপশনটির সাহায্যে এতোদিন আমার সাথে চুটিয়ে প্রেম করেছে
কপিজ্ঞতা-২
উত্তরায় হঠাৎ এক বাল্য বন্ধুর সাথে সাক্ষাৎ ।
-কিরে দোস্ত তুই এখানে!
-আমার তো এখানেই বাসা, তুই তো আগের জায়গাতেই আছিছ তাই না?
-হ্যা আগের জায়গাতেই, তা কেমন আছিস?
-এই তো আছি ভাল, তুই কেমন আছিস?
-আলহামুলিল্লাহ চমৎকার আছি।
-শালা, বিয়ে করেছিছ?
-নারে, দেখা-সাক্ষাৎ চলছে।
- এখনো বিয়েই করছ নাই, তারউপর চমৎকার থাকিস কেমনে?
-আরে শালা কয় কী! বিয়ে না করলে কি চমৎকার থাকা যায় না?
-চমৎকারের আসল স্বাদ না পেলে চমৎকার কেমনে থাকবি বল!
-রাখ ঐসব, তা তোর বাচ্চাকাচ্চা কয়টা?
-এই তো দুইটা মেয়ে দুইটা ছেলে!
-শালা, চারবছরে চারটা নিয়ে আসলি! আচ্ছা দুস্ত, পারসোনাল একটা কথা জিজ্ঞেস করি!
-হু কর
-তুই কি তোর বউয়ের দেনমোহরের টাকা পরিশোধ করে দিয়েছিছ?
-নারে, এখনো দেয়া হয়নি।
- শালা, স্ত্রীর সঠিক প্রাপ্য দেয়ার বেলায় নাম নাই, বাচ্চা নেয়ায় উস্তাদ।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লাইক দিলেন আবার দূর ছাই বললেন! আপনিও কি এমন প্রেমিকাদের মাধ্যমে ছ্যাকা খেয়েছেন?
২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: উফ !!!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উফফফফফফফ রাজীব ভাই, মিসিং....
দেনমোহরহীন সম্পর্কৃত একটি বিষয়ে আপনার পরামর্শ দরকার!
৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেনমোহর পরে দিব, বা যদি দেয়ার আগেই মৃত্যু হয় তাহলে সম্পদ থেকে দেনমোহর বুঝে নিবে - এমন ওয়াদা করলে সমস্যা হওয়ার কথা না...
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেনমোহর পরে দিব, বা যদি দেয়ার আগেই মৃত্যু হয় তাহলে সম্পদ থেকে দেনমোহর বুঝে নিবে - এমন ওয়াদা করলে সমস্যা হওয়ার কথা না...
যেহেতু বিষয়টি মুসলিম ধর্ম সম্পর্কৃত সেহেতু আপনার উচিৎ ছিল ঐধর্মের আলোকে কথা বলা। দয়া করে আমি জানতে চাইবো না, আমি শুধু অনুরোধ করবো, একটু কষ্টকরে এই বিষয়ক সঠিক মাস'আলাটি জানুন প্লিজ।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: প্রথম কাহিণী আমিও দেখেছি। তবে সেটা কোন এপ্লিকেশন দিয়ে না। আমাদের এলাকায় আমার বাসার সাইটে এক পোলা এই সয়তানি করতো। তার কাণ্ঠ ছিল মিষ্টি। মানে মেয়েদের মতো। সে এই সয়তানি করতো।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি আজ আমার ভাবির চায়না মোবাইল দিয়ে আবারো ট্রাই করে দেখলাম । আসলেই এটা বিরাট ফানি আপনার এলাকার ছেলেটার মত অনেক দুষ্ট প্রত্যেক এলাকায় আছে। এদেরকে দিয়ে অনেক শয়তান পুলাপান এটা করে।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
ফেইরি টেলার বলেছেন: দুটোই ভালো , কপিগ্গতা মানে কি
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।
দাঁড়ান, চাঙ্কু মনা আসার অপেক্ষা করুন! অপেক্ষার চেয়ে দাঁড়িয়ে থাকা ভাল
৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হে হে হে আজকে মনে হয় ব্রাশ করতে ভুলে গেছিলেন!
৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০
আরোগ্য বলেছেন: বাঙালীর ধারণা দেনমোহর কেবল তালাক হলে আর বিধবা হলে দিতে হয়।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বাঙালীর ধারণা দেনমোহর কেবল তালাক হলে আর বিধবা হলে দিতে হয়।
পুরাই একটি ভুল ধারণায় বাঙালি এগিয়ে চলছে। আশাকরি, তাদের আগামী প্রজন্ম এর বিপরীতে দাঁড়াবে।
ধম্যবাদ আরোগ্য ভাই, এতো সুন্দর মন্তব্যের জন্য।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
সংগ্রামী_জীবন বলেছেন: খুব ভাল লিখেছেন!
মজা পেলাম!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ইহা কেমন মজা! গুরু চাঙ্কুর বিনোদন দেখিলে তো আপনি চরকির ন্যায় হাসিতে হাসিয়ে গড়াগড়ি খাইবেন
মন্তব্যের জন্য ধন্যবাদ
৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: দেনমোহর কী জিনিষ !!!
এখনো বিয়ে করিনি !!
চাঙ্কু দাদু কই !!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার উভয় প্রশ্নমালাসহ ৫নং মন্তব্যকারীর প্রশ্নমালা উনার জন্য অপেক্ষমান ! আসুন আমরা আবিয়াইত্তার দল( অবিবাহিত'র দল) এক সাথে দাঁড়াই!
উনি এসে তাপচির করে আমাদের বাতিনী ইলম দিয়ে যাবেন। তাই আসুন, অপেক্ষা না করে উনার জন্য দাঁড়াই, 'অপেক্ষার থাইক্কা কারাইয়া থাহন ভালো'
১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪
কাওসার চৌধুরী বলেছেন:
একটা বিয়ে করে ফেলুন! দু'টো অভিজ্ঞতা থেকে মুক্তি পাবেন। তবে নতুন অভিজ্ঞতাও যোগ হবে!!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কাওসার ভাই,
আমি সিলেটি আর আফনে জকিগঞ্জী, আফাতত আফনে কবি শাহরিয়ার ভাইর লাগি চিন্তা না খইরা আমি আফনার দেশি ভাই, আমার লাগি চিন্তা খরউক্কা!
কিচ্ছু এখটা খরতে ফারলে আপনারে আস্তা একটা দিন আলপাইনর মাঝে বওয়াইয়া খাওয়াইমুনে
এখ উছিল্লায় হখল বলগার অখলরে দাওয়াত খাওয়ানু যাইবো, কাভা ভাই বিনা খরছে হক্কলের লগে টাংকি মারতা ফারবা! কাভা ভাইর শরম লাগলে আমি ফাঁখেদি বাঁচি গেলাম
(আমার বাড়ি সিলেট আপনার বাড়ি জকিগঞ্জ। আপনি কবি শাহরিয়ার ভাইয়ের চিন্তা না করে দেশি ভাইয়ের জন্য চিন্তা করুন ) কিছু একটা করতে পারলে আপনারে পুরো একটা দিন.....খাওয়ামু
এক উছিলায় সকল ব্লগারদের নিয়ে পার্টি দেয়া যাবে কাভা ভাই ফ্রি ফ্রি সবাইকে নিয়ে মউজমস্তি করতে পারবেন কাভা ভাই যদি লজ্জায় ব্যায়ভার বহন করে নেয়, তবে আমি বেঁচে গেলুম )
১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চায়না মোবাইলের কেরামতিটা মারাত্মক!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জঠিল ভাই জঠিল!
ইহা বুঝিতে গিয়া আমাকে প্রেম করিয়া ছ্যাকা খাইতে হইলো নির্ঘাত বেশরমি বাত
১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
১মটা চরম।
২য়টা শরম।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন:
১মটা চরম।
২য়টা শরম।
জাতি হিসেবে আমরা কিন্তু পুরাই বেশরম
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
নীল আকাশ বলেছেন: প্রথমটা আসলেও ঘটে.....। দেখুন না...।
২য়টা বেলায়, আমাদের দেশে দেনমোহর নিয়ে সবারই ভূল ধারনা আছে। দেনমোহর না দিয়ে সদ্য বিবাহিতা স্ত্রীকে স্পর্শ করাও হারাম।
ভালোই লিখেছেন........মজাই লাগলো পড়তে।
শুভ কামনা রইল!
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমি আসলে মেয়ে না, আমি ছেলে
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
আপনারও দেখি বিশাল কপিজ্ঞতা অর্জন হয়েছে। আসলে কিছু দুষ্টু ছেলে ফেসবোকেও এই কর্মকাণ্ড চালিয়ে আপনার আমার মত চরল-চুজাদের আবেগ নিয়ে টানা হেচরা করে (; ইহা চত্যি কস্তের কথা।
"আমাদের দেশে দেনমোহর নিয়ে সবারই ভূল ধারনা আছে। দেনমোহর না দিয়ে সদ্য বিবাহিতা স্ত্রীকে স্পর্শ করাও হারাম।"
অনেকেই হয়ত এটা জানে না, আবার অনেকে জেনেও তা আদায় করে না! বড়ই জঠিল বাঙালি মুসলমান!
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
আখেনাটেন বলেছেন: বেশ কপিজ্ঞতা তাজুল সাহেবের। তবে সাবধান...
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কপিজ্ঞতার কী কমু ভাই! কত যে আকুটলামি মার্কা কপিজ্ঞতা জীবনের টাংকি ভর্তি রয়েছে, সেগুলো বললে একজনও পাঠক পাওয়া যাবে না! হাতে পায়ে ধরলেও না!
সাবধানতার মাইর নাই ভাই অনেক সাবধানতার সাথে পুণ্যার্জনের চেষ্টা করি, কিন্তু ফসল তুলার সময় ঘূর্ণিঝড়
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
প্রামানিক বলেছেন: মজাই পেলাম।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই,
স্বাদ অনুভবে
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
নতুন নকিব বলেছেন:
ভাল লিখেছেন।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাল লিখেছি বলে মনে হয়নি! তারপরও আপনি বলছেন
পড়েছেন দেখে ভালই লাগলো, অনেক অনেক ধন্যবাদ
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইদানিং লাখ -লাখ টাকা দেন মোহর করাটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এটা শুধু খাতা কলমেই থাকছে, বাস্তবে কেউই দিচ্ছে না। বিরক্তিকর সিস্টেম।।
বৃষ্টি বিন্দু নিকটা আপনার পরিচিত?
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আরোগ্য বলেছেন: বাঙালীর ধারণা দেনমোহর কেবল তালাক হলে আর বিধবা হলে দিতে হয়।
নীল আকাশ বলেছেন: আমাদের দেশে দেনমোহর নিয়ে সবারই ভূল ধারনা আছে। দেনমোহর না দিয়ে সদ্য বিবাহিতা স্ত্রীকে স্পর্শ করাও হারাম।
আসলে আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে জানি, কিন্তু বাস্তবে কতি তার উলটো!
আপনি যেমনটা বলেছেন: ইদানিং লাখ -লাখ টাকা দেন মোহর করাটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এটা শুধু খাতা কলমেই থাকছে, বাস্তবে কেউই দিচ্ছে না। বিরক্তিকর সিস্টেম।।
আসলে সিস্টেম এরকম ছিল না, বরং আমরা সিস্টেমকে এরকম করে নিয়েছি! নিজেরা সুবিধা পেতে এই কুসিস্টেমের বিরুদ্ধে কিছু বলিও না, কিন্তু অন্যজন যখন দেয় না, তখন তার সমালোচনা করি!
সবদিক দিয়েই আমরা গর্বিত বাঙালি!
বৃষ্টি বিন্দুকে এখনো দেখিনি! খুব দেখার ইচ্ছে ছিল এই ব্লগারকে। উনার প্রায় ছড়াই আমার ভালো লাগতো! সম্প্রতি উনি ব্লগে খুব একটা আনেক্টিভ দেলহতে পাচ্ছি!
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উফফফফফফফ রাজীব ভাই, মিসিং....
দেনমোহরহীন সম্পর্কৃত একটি বিষয়ে আপনার পরামর্শ দরকার!
ভাইজান আমাকে ক্ষমা করুন। আমার মন মানসিক অবস্থা ভালো না।
আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। ভালোবাসা নিরন্তর।
২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বেশি কছু জিগাইতাম না ভাই! শুধু জানতে চাইতুম যে, মিরপুরে আপনার জানা মতো আমাদের কোন তালতো বোন আছে কিনা
দু'আ করি আল্লাহ যেন আপনার মানসিক অস্থিরতা দূর করে দেন!
পরিবারকে নিয়ে ভাল, সুস্থ ও সুখময় জিন্দগি অতিবাহিত করুন!
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
ধ্রুবক আলো বলেছেন: মজা পেলাম। প্রথম টা তো এক্কেবারে বিপদ।
দ্বিতীয় টা বেশ ভালো ছিলো। গুরুত্বপূর্ণ।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটাই ভাই, বিপদের কপিজ্ঞিতা অর্জিত হয়েছে নিজে বিপদে পড়ে! তবে মেয়েটা খুব কিউট কথাবার্তা বলতো ভাই।
হু দ্বিতীয়টা একটু বেশিই উলটো, সমাজে এই বিষয়টার মূল্য একেবারেই নেই!
২০| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ মজা পেলাম। ফোনের কেয়ামতটি বেশ লাগলো।
শুভকামনা প্রিয় তাজুল ভাইকে ।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, কেরামতি আসলেই দেখিয়েছে ছেলেটা, এমন ছ্যাঁকা ক'জন খেতে পারে বলেন!
গর্ব করার বিষয়ই বটে।
২১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
করুণাধারা বলেছেন: প্রথমটাতে
দ্বিতীয়টাতে খুব ভালো একটা বিষয়ে আলোকপাত করেছেন। বেশিরভাগ মানুষ মনে করে, স্ত্রীকে তালাক দিলে মোহরানা দিতে হয়, না হলে মোহরানা শুধু কাগজে উল্লিখিত থাকার কোন বিষয়!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রথম বিনোদনের সাথে এটাকে দেয়াটা খুব প্রয়োজন ছিল।
আসলেই আমাদের সমাজে একটা ভুল ধারণা বাস করে। খুব সচেতনভাবে একদল এটাকে এরিয়ে যাচ্ছে, এটা ধর্মের জন্য একটা খারাপ দিক, বিশেষত বিয়ের পূর্বে এটা খুব একটা পাকাপোক্তভাবে করা হয় না!
২২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
পুলক ঢালী বলেছেন: হা হা হা কপিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হইলো।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা পুলক ঢালী ভাই, কপিজ্ঞতার সাথে সমাজের একটা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। মূলত এটার জন্যই পোস্ট লেখা।
শুভকামনা আপনার জন্য।
২৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
ল বলেছেন: কপিজ্ঞতা কি রে ভাই ---
দুটি অভিজ্ঞতা কিন্ত নির্মম সত্য --- আপনার বেলায় না হলেই হলো।
সুন্দর করে তুলে ধরেছেন।
ধন্যবাদ।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেশি ভাই,
আপনি গাড়ি চালাতে মাঝেমধ্যে মনে হয় কই যেন হারিয়ে যান!
কপিজ্ঞতায় বুদ্ধি বাড়ে...
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বিয়ে, দেনমোহর কোনো কিছু সম্পর্কেই আমার জ্ঞান নেই।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কন কী!
যার জন্য চুরি করি সে বলে...
জানেন জানেন খবর লাগান!
২৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১০
সুমন কর বলেছেন: মজার ছিল....
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি আগের মত আমার ব্লগবাড়িতে আসেন না!
মজা নেয়ায় ধন্যবাদ /)
২৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: লে হালুয়া !!!
চাঙ্কু দাদুর খবর এখনো নাই !!
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেখেন, চাঙ্কু দা আসছেন ঠিকই, আইসাই বাতাস দেওয়া শুরু কচ্ছেন! অথচ আমরা এদকে চিরকুমার হয়ে যাচ্ছি!
কবি ভাই, আসলে আমাদের হালুয়া ছাড়া কোন উপায় নাই!
২৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতা নিয়ে এমন মজার লেখা কমই চোখে পড়েছে
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি তো অতি অল্প শব্দে বিশাল কথা কই ফালাইছেন! লেখাঅজার হয়েছে বলিয়া মনে হয় না!
খুবই লাজুক প্রকৃতির ছিলাম বলে ছেলেটা আমার চিনিমিনি খেলতে পারলো! (আপনি সেটাকে মজার বলছেন ;( (;
২৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
নজসু বলেছেন:
দেখেন মিষ্টি বেশি হলে আবার ডায়াবেটিস যেন না ধরে।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটা চাখার পূর্বেই ভদ্র পুরুষ ছ্যাঁকা দিছে! আপনার কথায় বুঝা গেলো জন্মের ময় বাইঁচা গেছি!
২৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
চাঙ্কু বলেছেন: ওরে জেডা!! হাসার জন্য মানা করেছ বলে মুখে গামছা বেঁধে পোষ্ট শুরু করছিলাম কিন্তু হাসতে হাসতে মুখ থেকে গামছা খুলে গেছে!! ১ নাম্বার কপিজ্ঞতা যেন আমাগো পাশের বাসার দোকারদার কেরামতেও না হয়! দোকানে গেলেই হেতে খালি কইব- মামা, আরেকটা বিয়ে করতে মঞ্চায়!! আফসুস
আর বিশাল বিশাল দেনমোহরের টাকা ধরা একটা ট্রেন্ড হয়ে গেছে
লুকজন এত্ত খারাপ!! কপিজ্ঞতা পড়া শেষ করে কয় কপিজ্ঞতা কি জিনিস!! এতো দেখি - বাসররাতের পরের দিন কয় আমি বিয়ে করি নাই - এর মত!
পোষ্ট উৎসর্গ করার জন্য অনেক বন্যবাদ জেডা। আমি লেখাকে রম্য বললে মানুষজন আমারে পিডানি দিব, আমি খালি ২-৪ লাইন টাইপ করতে জানি!!
শাহরিয়ার কবীর জেডা @ কি খপর? ব্লগে গত কয়েকদিন আসি নাই।
২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শুধু দোকানদার না, আমাদের সহব্লগার নীল আকাশেরও এমন সুখকর অভিজ্ঞতা রয়েছে।
হা হা হা হা
বাসররাতের পরের দিন কয় আমি বিয়ে করি নাই - যারা বাসর রাত করে নাই
আচ্ছা জেডা, সত্যিকার মেয়েদের থেকে ছ্যাঁকা অর্জন করলে ফিলিংস কেমন হয়! (জানতে খুব ইচ্ছে করে গো! এ সংক্রান্ত আপনার কি কোন কপিজ্ঞতা আছে?)
খাটি পীসসাবেরা নিজেরে কখনো পীর বলিয়া ঢোল বাজায় না! তলে তলে গুল্লি মারে (পীসসাবের মাইর শেষ রাইতে )
ব্লগার কালিদাসের মত লাপাত্তা হইয়্যা জাইয়েন না কইদিলাম!
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
কালীদাস বলেছেন: সেকেন্ডটা বাংলাদেশে খুবই কমন। মরার পরেও দেখা যায় পাওনা রয়ে গেছে।
পয়লাটা পড়ে টাসকি খাইছি এক জায়গায়। মিশনারি সিসটেমে মেয়ে পটানো?????? নাউজুবিল্লাহ!!
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
ব্লগার_সামুরা বলেছেন:
লাইক।
দূর ছাই, কপিজ্ঞতা।