নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের সন্তান
(১)
আজ শনিবার। ব্লগার কালীদাসকে খুব মিস করছি! উনি সাপ্তাহের শুক্র, শনি ও রবিবার ব্লগে থাকতেন। সম্প্রতি অনেকদিন যাবত উনাকে ব্লগে দেখা যাচ্ছে না। উনার রম্যরচনার কৌশল সত্যিই প্রশংসনীয়। বাস্তবতাকে সামনে রেখেই উনি উনার শৈল্পিক লেখাগুলো লেখে যেতেন। উনি একই সাথে ছিলেন বাস্তববাদী ও স্পষ্টভাষী। উনার মন্তব্যগুলোর শৈল্পিকতা বলার বাহিরে। এখনকার ব্লগাররা তো সময়ের অভাবে পোস্ট না পড়েই মন্তব্য করেন কিন্তু উনি খুবই আন্তরিকতার সাথে পোস্টগুলোর পঠন পরবর্তী গঠনমূলক মন্তব্য করতেন। উনার মন্তব্যে অকৃত্রিম ভালবাসা লেপ্টে থাকতো। উনার সুন্দর একটি প্রতিমন্তব্য প্রায়সময় আমার কানে আওয়াজ তুলে। বিশেষত, যখন কিছু ব্লগারদের আজাইরা বকবকানি চোখে পড়ে তখন উনার নিম্নোক্ত প্রতিমন্তব্য খুব বেশি স্বরণ হয় :
- "আমি প্রথমপাতার সবকিছু পড়তে চেষ্টা করি ফিডব্যাক রাখা সহ; চেষ্টা করি নতুনদের ব্লগেও যেতে। যেকারণে ইদানিং মনে হচ্ছে আমি সবসময় ব্লগে থাকি। কমেন্ট করিনা এরকম পোস্টও অনেক, ভাল না লাগলে বা কোন পটেনশিয়াল কিছু না দেখলে অনর্থক ভ্যাঁক ভ্যাঁক করার কোন মানে হয়না।"
এবছরের এপ্রিলের মধ্যবর্তী সময় থেকে উনাকে ব্লগে খুব একটা দেখা যাচ্ছে না। খুব মিস করছি এই প্রিয় মানুষটাকে।
(২-৩)
ঘোষণা দিয়ে ব্লগ থেকে সম্প্রতি দূরে চলে যাওয়া দু'জন ব্লগার হচ্ছেন অর্ক ও বিলিয়ার রহমান। অর্ক ভাই খুব সুন্দর লেখতেন। উনার ভ্রমনকাহিনীগুলো আমার কাছে বেশি ভাল লাগতো। যদিও উনি বিদায় নিয়েছেন ঠিকই, তবে মাঝেমধ্যে নিজ ব্লগবাড়িতে এসে অন্যদের শান্তনা দিয়ে যান! এটা অবশ্য একেবারে চলে যাওয়ার চেয়ে ভাল।
যারা সামু থেকে সাময়িক সময়ের জন্য দূরে আছেন কিংবা যারা সৃষ্টিকর্তার সাক্ষাতার্থে লোকান্তরিত হয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা। যেখানেই থাকুন ভাল ও সুস্থ থাকুন।
বিলিয়ার রহমান ভাইয়ের সুরের সাথে সুর মিলিয় গাইতে চাই,
হয়তো কোন একদিন আসিব ফিরে
সামুর এই বিশাল মোহনীয় অঙ্গনে
হয়ত বর্ণের মিলনে.......
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কালিদাস আর বিলিয়ার ভাই মনে হয় খুব ব্যস্ত। ওদের ইমেইল পেলে মেইল করতাম। অনেক খোঁজেছি, পাইনি।
এদের লেখা খুব মিস করি।
পুরাতনরা ফিরে আসুক; নতুনরা আলোকিত হোক।
আপনাকে ধন্যবাদ
২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: তাদের লেখার অভাব বোধ করি....
ব্লগার অর্ক তাও ব্লগে একটু ঢু মারেন
কিন্তু বিলি ভাই বা কালীদাসরে আর দেখা যায় না
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
তাদের লেখার অভাব বোধ করি.... সাথে একমত।
মাঝেমধ্যে ব্লগে আসতে দেরি হলে তাদেরকে খোঁজে বের করে তাদের লেখা পরি। আসলেই অসাধারন লেখকরা আমাদের থেকে দূরে আছেন।
ধন্যবাদ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
চাঙ্কু বলেছেন: কালীদাসের লেখা পড়তে সব সময়ই ভালো লাগে। উনাকে বাত্তি দিয়ে খুজে বের করতে হবে!!
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ওরে জেডা,
কালিদাসের লেখা আসলেই রসের খেলা। রস ছিটিয়েও উনায় পাওয়া যায় না। বড় অভাবে আছিরে জেডা আমাদের রসেও ফরমালন ডুইকা গেলো নাকি?
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
রাকু হাসান বলেছেন:
কালিদাস সাহেবের ব্লগ থেকে টু মেরে আসলাম । দারুণ লিখেন । ব্যাপক পাঠক । অর্ক ভাই ,মাঝখানে এসেছিলেন । আমার ব্লগে মন্তব্যও রেখেছিলেন । হয়তো মায়া ছাড়তে কষ্ট হচ্ছিলো তাই আসলেন । জানি না আবার আসবেন কিনা । নিয়মিত হবেন কিনা । তবে চাই এইসব গুণী ব্লগাররা স্ব রুপে ফিরে আসুক । আমাদের মুগ্ধ করুক । ভালো আছেন তো /.
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই, আমি চমৎকার আছি। এতো মুগ্ধতার সাথে খোঁজখবর নেয়া আসলেই ভাল লেগেছে প্রিয় রাকু। আশাক, তুমিও ভাল আছো?
হ্যা এদের লেখায় যেমন আছে আছে রস তেমনি সাহিত্য। দুর্ভাগ্য আমাদের, আমরা শুধু তাদের মিস করেই যাচ্ছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
পবিত্র হোসাইন বলেছেন: তারা ফিরবেন .... অবশ্যই ফিরবেন...
প্রত্যাশা...
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই আশা নিয়েই তাদের জন্য অপেক্ষা।
আশাক, তারা আমাদের জন্য হলেও ব্লগে আবার ফিরে আসবেন, সক্রিয় হয়ে উঠবেন নতুন ব্লগারদের নিয়ে।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
হাবিব বলেছেন: উনাকে আপনার মাধ্যমে চিনতে পাড়লাম এই প্রথম........ প্রত্যশা ফিরে আসুক
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,
উনারা প্রত্যেকে এক এক আলাদা প্রতিভাবান ব্যক্তিত্ব। এই তিনজন আকে সবসময় মুগ্ধ করে রাখতো। আশাকরি যদি তারা কোন সূত্রে এই লেখা ও তাদের জন্য অপেক্ষমান ব্লগারদের আকুতি দেখতে পারেন তাহলে অবশ্যই তারা পূর্ণ সক্রিয় হয়ে উঠবেন।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
স্রাঞ্জি সে বলেছেন:
মেয়াবাই আর অর্ক ভাই মাঝেসাঝে আসে। কালিদাস ভাইয়ের দেখা নাই অনেক দিন যাবৎ।
এরা ফিরে আসুক। সামু আরো প্রানবন্ত হয়ে উঠুক এই কামনা।
অনিঃশেষ শুভকামনা আপনার জন্য।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় স্রাঞ্জি সে,
কালিদাস ভাইয়ের সাথে যোগাযোগের কোন সূত্র পাচ্ছি না। নতুবা উনাকে চুরান্ত বিরক্ত করতাম; যদিও এর পর উনাকে ফিরে পাই
হ্যা,
যদি বিলিয়ার ও অর্ক ভাই আসেন এবং অতীত ভুলে নতুনদের নিয়ে সামনে চলেন তাহলে ব্লগ আরো চাঙ্গা হবে, নতুনরা অনেক কিছু জানতে পারবে।
আপনাকে ধন্যবাদ
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার তাইজুল ভাই।
আবার আসিবে ফিরে এমন শিরোনাম নিজের বেলাতে হয়। শিরোনাম পড়েই যা বুঝে ছিলাম, আপ্নিও বিলি ভাই অর্ক ভাইয়ের সাথে গলা মিলাতে চাচ্ছেন। কেন???
যায়েন না। যদিও যাইতে হয়। ফিরে আসবেন তাড়াতাড়ি। শুভকামনা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধইরালছো!
আপনাদের আন্তরিকতার কাছে আমি পরাজিত। প্রিয় বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক কবি লতিফ ভাই ব্যক্তিগতভাবে আমায় আক্রমণ করে আর দীরে থাকতে দিলেন না।
প্রতিটা দিন এই মানুষটা আমায় মেইল/টেক্স দিয়ে প্রেমাসক্ত জালাতন করতেন। সত্যি আমি হার মেনেছি আপনাদের কাছে।
শুভকামনা সবার জন্য
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
ভুয়া মফিজ বলেছেন: ব্লগার কালিদাসকে খুবই মিস করি। আমার অন্যতম প্রিয় ব্লগার।
আশাকরি, আবার উনাকে আমাদের মাঝে পাবো।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসলেই ব্লগার কালিদাস মিস করার মত একজন মানুষ। তার সাথে যারা কথাবার্তা বলেছে তারা তার আন্তরিকতায় মুগ্ধ হয়েছে। অসাধারণ একজন লেখক।
আশাকরি, উনি দ্রুত আমাদের সাথে সক্রিয় হয়ে উঠবেন।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কালীদাস বাবুকে মনে পড়ে !!
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কিন্তু উনার কর্মকাণ্ড আমাদেরলে যেমন কষ্ট দেয় তেমন খারাপও লাগে। এইরকম প্রিয় মানুষরা দূরে থাকলে ভাল লাগে বলেন?
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: আমি চাই তারা ফিরে আসুক।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমাদের সবার চাওয়া, তারা ফিরে আসুক।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগার কালীদাসের জ্বালানী শেষ হয়ে গেছে মনে হয়! উনি ব্লগে আসতেন নিজকে এলিট প্রমাণ করতে; একদিন উনার ময়ুরের পালক খসে পড়েছিল, সেদিন থেকে আর দেখছি না।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপন ভাই পারেনও বটে।
মুরব্বি হওয়ায় আপনাকে সম্মান না করে পারিনা। তবে যেখানে সেখানে গোল করার একটা প্রবনতা আপনারআঝে সবসময় কাজ করে। মাঝেমধ্যে ক্রিকেট খেলায়ও গোল করে বসেন।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬
নজসু বলেছেন:
ব্লগার অর্কের ব্লগে গিয়েছিলাম।
উনার বিদায়ী শেষ পোষ্টটা কমেন্টসহ পড়েছি।
পুরাতন কিছু পোষ্টও চোখ বুলিয়ে গেলাম।
উনার উচিত অভিমান ভুলে ব্লগে নিয়মিত হওয়া।
ব্লগার কালীদাসকেও আমরা নতুনেরা চাই।
ফিরে আসার প্রত্যাশা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা, অর্ক ও বিলিয়ার রহমান অভিমান ভুলে ফিরে আসুক।
আর ব্লগার কালিদাস ছাড়া অনেকটা শূন্য লাগে; যারা নিয়মিত তার লেখা পড়তেন তারা আশাকরি বিষয়টা বুঝিতে পারেন। ফিরে আসুক সবাই; প্রত্যেক হারিয়ে যাওয়া পুরাতনেরা।
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
সুমন কর বলেছেন: ব্লগার কালিদাসকে মিস করি।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুমন ভাই, উনি চলে এসেছেন
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
ল বলেছেন: তুমি ও কি ওদের মতো---
একি পথের পথিক হলে??
ফিরে আসে এই পাড়াতে
তোমাকে ভীষণ প্রয়োজন এই সময়ে -----
কতজন এলো গেলো কতজন এসে যায় ----
স্মৃতিগুলো রয়ে যায়!!! "
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাইজান, উনারা যাওয়ার আগে যে কৃতিত্বটুকু দেখিয়েছেন আমি সেটুকু দেলহাতে পারিনি! তাই আমার দ্বারা কখন সেটা সম্ভব কিনা জানা নেই!
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমাদের নতুনদের জন্য তারা সকলেই অনুপ্রেরণা।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটাই প্রিয় বোনটি।
ধন্যবাদ।
১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
নতুন নকিব বলেছেন:
তিনজনই ফিরে আসুন সেই কামনা করি।
তাদের স্মরন করে পোস্ট দেয়ায় অভিনন্দন আপনাকে।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নকিব ভাই,
একজন ফিরে এসেছেন। উনাকে অভিন্দন।
আপনাকে ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
আশা করি উনারা ফিরে আসবেন । সিনিয়র ব্লগারা জুনিয়র দের জন্য অনুপ্রেরনা ।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় অপু ভাই,
কালিদাস ভাই ফিরে এসেছেন, আশাকরি অন্যরাও ফিরে আসবেন।
আপনাকে ধন্যবাদ। তারপর কেমন আছেন?
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
রাকু হাসান বলেছেন:
ফিরে আসুন । হারাতে দিব না আপনাকে ।এই লেখাটি লেখাটি আশা করি পড়বেন । আমাদের ভালোবাসার বন্ধন এতটা দুর্বল নয় যে খুব সহজে হারিয়ে যাবেন । এটা অনেক শক্তিশালী । ফিরতে বাধ্য । শীঘ্রই সাড়া দিন আমাদের ।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ১৫ নং প্রতিমন্তব্যে লতিফ ভাইকে যেটা বলছি সেটা বলার পর বলবো, আমি কখনো হারাবো না
প্রিয়দের ছাড়া দূরে থাকা সম্ভব না যে।
আপনাকে ব্লগে খুব এক্টিব দেখা যাচ্ছে। অনেক ভাল এটা। ধন্যবাদ।
২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৩
আরোগ্য বলেছেন: কি খবর সৈয়দ ভাই। ব্লগ ডের ছবিতে তো দেখলাম। ব্লগে অনুপস্থিত কেন? আশায় করি সামুর সাথে রাগ করেন নি।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ওয়াইফাই বিচ্ছিন্নতা ও ব্যস্ততায় আসা সম্ভব হয়নি!
তবে দূর থেকে দেখে চলেছি ঠিকই। যাই হোক, আপনার কেমন অবস্থা?
২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
কালীদাস বলেছেন: উরি খোদা। এ তো দেখি পুরাই ডেডিকেটেড পোস্ট হারিয়ে যাওয়াদের জন্য। থ্যাংকস, ম্যান। কৃতজ্ঞ রইলাম আমার প্রতি আপনার সুন্দর শব্দচয়ন এবং এক্সপেক্টেশনের জন্য। একটু খুলে বলা দরকার কেন ছিলাম না গত আট মাস।
এমনিতেও আমি পারি না রেগুলার থাকতে, সেটা একেবারে সেই ২০০৯ থেকেই। আমার প্রতিটা পোস্টে এ রিলেটেড কথার উল্লেখ থাকে সবসময়ই। কেউ আমার পোস্ট বা কমেন্ট দুয়েকটা ঘাটালেই সেটা জানতে পারবে। সেদিক থেকে এবছরটা ছিল আমার লাইফের সবচেয়ে ব্যস্ত বছর। নিজের রিসার্চের কাজে চরম ব্যস্ত ছিলাম অক্টোবরের গোড়া পর্যন্ত এবং সেটা যথারীতি এক্সটেন্সিভ ট্রাভেলসহ। যে দুই সপ্তাহ মনে মনে ভেবেছিলাম ব্লগে আসব, সে সময়টা পুরাই জায়নামাজে বসে কাটিয়েছি বাবার প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার অবস্হা হওয়ায়; ব্যুরোক্রেটিক কারণে দেশেও ফিরতে পারিনি তখন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন তিনি অনেকটা ভাল। গতকাল সন্ধ্যায় এবছরের সব কাজের একটা সামারি টানার পর খানিকটা ফ্রি হলাম; এবং আজকে চলে আসলাম ব্লগে।
বারো নাম্বার কমেন্ট রিপোর্ট করলাম। কম্যুনিটি ব্লগিং এর মত শক্তিশালী টুলের এই ধরণের অপব্যবহার দুঃখজনক।
ভাল থাকবেন সৈয়দ তাজুল ইসলাম
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অংকেল অসুস্থ শুনে খুব খারাপ লেগেছিল, বাবা না থাকলে বাবার মূল্যায়ন বুঝা যায়, আল্লাহ আমার আব্বুকে জান্নাত দান করুন। অবশেষে আংকেল সুস্থ শুনে শান্তি পেলাম।
আপনি ফিরে এসেছেন দেখে অসম্ভব ভাল লাগলো।
ব্যস্ততা সকলে জীবনেই কম বেশি থাকে। এই ব্যস্ততার ফাঁকে মাঝেমধ্যে ব্লগে আসলে ব্লগটা চাঙ্গা থাকে। বিশেষত পুরাতন রম্য লেখকদের উপস্থিতি নতুনদের জন্য অনেক প্রেরণার। সামনাসামনি প্রশংসা করা অনুচিত।
আশা করবো, আপনি প্রতিদিন কিছুটা সময় হলেও ব্লগের আঙিনায় কাটিয়ে আমাদেরকে ধন্য করবেন।
নিরন্তর শুভকামনা আপনার ও আপনাদের জন্য।
২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২
আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি এখন থেকে নিয়মিত হবেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ইনশাআল্লাহ চেষ্টা করবো আরোগ্য ভায়া।
এতো সুন্দর করে আন্তরিকভাবে কেউ নিজের প্রাণটা চাইলেও দেওন যায়। আই ল্যাভু...
২৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
সোহানী বলেছেন: বিলিয়ার, কালীদাস বা অর্কের লিখা একপ্রকার ব্লগের সম্পদ। তারা হারিয়ে যাক বা অভিমান করে চলে যাক সেটা আমাদের জন্য বিশাল শূণ্যতা। বিলিকে রিকোয়েস্ট পাঠিয়েছি আসবে বলেছে কিন্তু কখন জানি না , কালীদাস ভাই এর কারন শুনে মন খারাপ হলো, অর্কেকে আমার কাছে সবসময়ই অভিমানী বাচ্চা ছেলে মনে হতো। তারপরও প্রত্যাশা সবাই সব কিছু ভুলে আবার ফিরে আসবে।
এ ধরনের পোস্ট দেখলে ভালোলাগে তাজুল আন্তরিকতা টের পাওয়া যায়, এক সময় এরকম অনেক পোস্ট লিখেছি।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯
বিজন রয় বলেছেন: আমিও মিস করি। আমিতো তাদের ব্লগে যেয়ে ফিরে আসতে বলি।
এই পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।