নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পুনর্মিলনী অনুষ্ঠানের উল্টো পিঠ ও বে-রসমস্তি =p~ =p~  (ভিডিও সহ) 

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪


(১)
'কিরে, ২১ তারিখ তোর মোবাইল বন্ধ ছিল কেন?'
'একটা মহান কাজে গেছিলাম ভাবি। যেন কেউ বিরক্ত না করে সেজন্য মোবাইল বন্ধ করে রেখেছিলাম।'
'মহান কাজ মানে? তাও আবার মোবাইল বন্ধ রেখে! কিরে, তুই প্রেমেটেমে পড়লি নাকি? মেয়েটা কেমন, কী করে? কোথায় থাকে? কই কই ঘুরতে গেলি?'

এতো প্রশ্নের উত্তর একসাথে দেয়া সম্ভব নয় দেখে সহজেই উত্তর দিলাম
'এতো সুন্দর ভাবি থাকতে গার্লফ্রেন্ড খোঁজতে যাব কোন দুঃখে!'

(বাদবাকি ইতহাস; ভাবির পানিশমেন্ট ;) )


(২)
আমার আগমনের মহৎ উদ্দেশ্যগুলোর সাথে একটা অসৎ উদ্দেশ্যও ছিল। আর সেই অসৎ উদ্দেশ্যের প্রধান ফটক পর্যন্ত পৌঁছতে মনিরা সুলতানা আপুর উপস্থিতি ও তাকে ম্যানেজ করাটা ছিল খুবই প্রয়োজন। মনিরা আপু নিজের থেকেই উপস্থিত হলেন আর সবার আন্তরিকতায় উনাকে ম্যানেজও করে ফেলেছিলাম, যদিও নিমচাঁদ ভাই একটু বুঝতে পেরেগেছিলেন, তবে উনি বুঝেছিলেন ভাঁজা মামলেটের উলটো পিঠ ;) =p~
মনিরা আপু আসার পর অপেক্ষা করছিলাম কাঙ্ক্ষিত সেই ভদ্র মহিলা ব্লগারের আগমনের। আসার পথে উনাকে কল দিয়ে প্রলুব্ধও করে ফেলেছিলাম। উনাকে স্বামীসহ পূর্ণ প্রস্তুতির সাথে আসার জন্য বললাম। বলা তো যায় না পরে যদি...;)

জাদিদ ভাইয়েরা অনুষ্ঠানের জন্য অত্যন্ত মনোরম এক জায়গা পছন্দ করেছিলেন বটে। একদল হলের ভেতরে কিশোরী ব্লগার মৌরী ও তার মায়ের সাথে আড্ডা দিচ্ছেন আর আরেকদল আহমেদ জী এস ও জাদিদ ভাইকে নিয়ে ছাদের অন্য পাশে আড্ডা দিচ্ছেন। আর আমি এইফাঁকে সময়ের সদ্ধব্যবহার করতে গিয়ে ভদ্র মহিলাকে একের পর এক টুপ গিলাচ্ছি। উনি গিলছেনও অনায়াসে। উনার এই গিলন পক্রিয়া দেখে আমি তো লাইলি প্রেমিক মজনু হওয়ার উপক্রম। অবশেষে আবেগকে রশি দিয়ে বেধে ভেতরকার আড্ডায় যুক্ত হলাম কিন্তু এখানে তেমন শান্তি পেলাম না, উঠে চললাম আহমেদ জী এস ভাইদের আড্ডায়, না এখানেও শান্তি পাচ্ছি না! হঠাৎ দেখি imo প্যাকপ্যাক করে উঠল। ম্যাসেজ শো করে দেখি ভদ্র মহিলার আগমন কেনসেল!
বুঝতে পারলাম অশান্ত মনের কারণ; ছ্যাঁকা খাওয়ার পূর্বের এক্সপেরিয়েন্স বলে কথা।


ব্লগ দিবসের কিছু রসমস্তি :P =p~ =p~ ...
(১)


(২)




ছবি কৃতজ্ঞতাঃ নাহিদ ভায়া!

মন্তব্য ৫৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

হাবিব বলেছেন: হাজিরা দিলাম

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এখানে হাজিরা দেয়ার চাইতে পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পারলে মজা পাইতেন/পাইতাম।


ধন্যবাদ হাবিব ভাই, ব্লগ হয়ে উঠুক সার্বিক প্রশান্তির জায়গা।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

মাহের ইসলাম বলেছেন: যতবার এই পুনর্মিলনী পোষ্ট দেখি, বুঝি যে কত বড় মিস করেছি।
অনেক অনেক ধন্যবাদ, আপনাদের আনন্দ সকলের সাথে শেয়ার করার জন্যে।

আশা করছি, এর পরেরবার মিস হবে না।
শুভ কামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমরাও আপনাকে/আপনাদেরকে খুব মিস করেছি। আপনারা আসলে আরো মস্তি হত নিশ্চয়।

আশা করচি না বলে বলেন অবশ্যই মিস হবে না!

ইনশাআল্লাহ বই মেলায় দেখা হবে।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

আরোগ্য বলেছেন: মিস করেছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমরাও আপনাদেরকে মিস করেছি! তবে আগামীতে যেন কেউ কাউকে মিস করে না!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক ভালোলাগা রইল। আর আপনার জন্য শুভকামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার জন্যও প্রিয়।

তবে আপনি ঢাকা আসলে আমাদেরকে নক কইরেন! সময় সুযোগ বের করে দেখা করবো ইনশাআল্লাহ।
ভাল থাকুন সুস্থ থাকুন।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই আর কত ব্যাথা দিবেন !!
দেখি আর হা-পিত্যেস করি

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাইজান,


হা-পিত্যেস (ছড়া)


বর্ণনাতো ভালোই হলো
ছবি টবি কই?
খানা পিনা কেমন হলো
মণ্ডা মিঠাই দই ?

আশা ছিলো যাবে সেথা
কিন্তু বিধি বাম,
ভাইয়ের মায়ের মৃত্যু দিনে
নিলাম আল্লাহর নাম।

চমকাবেন না ভায়ের মা
আমার মাওই হন,
ভায়রা ভায়ের মা তিনি
এবার বুঝে লন।

তিন দিন আগে মারা গেছেন
সকল কিছু ছাড়ি,
বাধ্য হয়ে যেতে হলো
আজ তাদের বাড়ি।

মিস করেছি কাভা ভাইকে
অনেক গুণিজন,
আপনি ছিলেন জেনে এখন
কাঁদছে আমার মন।

হা-পিত্যেস করছি এখন
ছিড়ছি মাথার চুল,
কথা দিলাম ভবিষ্যত
আর হবেনা ভুল।

আবার যদি এমন দিন
আসে আবার ফিরে
নিয়ত আছে আসবো আমি
আপনাদেরই ভীরে।

পুণর্মিলনীতের জবাবে প্রামানিক ভাইকে উৎসর্গ করে লেখা আপনার ছড়াটা ভালই লেগেছে ;) ;) ;) ;)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২

বলেছেন: ভালোলাগা রইল

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমাদের প্রত্যেক কাজে আপনার ভাল লাগা আমাদের জন্য অনুপ্রেরণা, তবে আগামী বছর দেশে আসলে ঠিক এই সময় ধরে আসবেন কিন্তু! ;)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুক জ্বলে ভাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কী কচ্চেন!
সুজন ভাই, আপনি ভাই বিদেশের মাটিতে আমাদের জন্য অনেক কিছু করে চলছেন। আমরা আপনাদেরকে খিব মিস করেছি। এসব তো ভাই আনন্দ ভাগ করার সামান্য চেষ্টা মাত্র।

আগামী বছর এই সময়ে দেশে আসবেন কিন্তু!

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন: কেউ আমাদের নিমন্ত্রন করিল না! :P



সামু ব্লগের সব নক্ষত্রদের একসাথে দেখে ভালো লাগলো!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কী কইবার লাগিচেন?

কাভা ভাই, সারথী ভাঈ ও অপু ভাই বারংবার আপনাদেরকে নিমন্ত্রণ করিলেন! আপনি তখন মনে হয় অন্য দিকে উদর ভরার কায়দা বের করায় ব্যাস্ত ছিলেন!


কন তো দেখি, চা টা কোথাকার?

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: তবে সত্যি কথা বলতে কি আমি বেশ হতাশ হয়েছি।
আমি আরও ব্লগার আশা করেছিলাম। এত কম হবে কেন? সমস্যা টা কোথায়?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমরা হতাশ হইনি আপনার অনুপস্থিতিতে, তবে আমি হতাশ হয়েছি।

যারা সাহসী তারা ভয়কে জয় করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের মত দুর্বলমনাদের সাহস যুগিয়েছেন। এই নিরাপত্তাহীনতার মাধ্যে এতো সুন্দর একটি অনুষ্ঠান করতে পারা যে কতটুকু সাহসের কাজ সেটা আপনি হয়ত বুঝতে পারছেন না! বা বুঝার চেষ্টা করছেন না।

আর লোক সমাগম এই সময় ও পরিস্থিতির বিবেচনায় অনেক বেশিই হয়েছে। যদি আপনি উপস্থিত হতেন তবে আমার চেয়ে আরো বেশি করে প্রশংসা করতেন। সত্যি বলতে লোক সমাগম অনেক বেশি হয়েছে।

আপনাকে ধন্যবাদ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: হুম-- ভাগ্য ভালো ঐ দিন কষ্ট করে হলেও উপস্থিত ছিলাম নইলে এইসব মজার মজার পোষ্ট থেকে বাদ পরে যেতাম। ধন্যবাদ মজাদার পোষ্ট দেয়ার জন্য।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই,
সত্যি আপনি ঐদিন উপস্থিত হয়েছিলেন বলে এতো আনন্দ হল।

মনে আছে, পেছন ফিরে সালাম মুসাফা করে আপনায় চিহ্নিত করতে যে আমি ব্যর্থ হয়েছিলাম। ভাগ্যিস সেটা মুখে প্রকাশ করার পূর্বেই আপনি আপনার পরিচয়টা বলেছিলেন। আসলে আমি আপনাকে দেখতে তুলনাহীন আন্দোলিত হয়েছিলাম।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুলিশকে নিয়ে এতো সুন্দর ছড়া পাঠের জন্য ;)

শুভকামনা নিরন্তর

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,




ওয়াও... বিয়ে তাহলে হচ্ছেই!!!!!!!! ;) B-)
আমাকেও দেখা যায়
ভাঙাচোরা চেহারায়
প্রিয়তে তাই রাখছি হায়...।



রাজীব নুর কে বলছি , সমস্যাটা আমাদের আন্তরিকতা ও চিন্তার ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 'সৈয়দ তাজুল ইসলাম' কত্ত মমতাময়ী এক ডাক।


বিয়ে হলে অবশ্যই ইনভাইটেশন কার্ড পাবেন ;) ;)
ভৃগু ভাই তো আমায় সমুদ্র দেখাচ্ছেন না! আপনি একটু আমার হয়ে বইলেন! যদি গুরুজীর মন একটু গলে ;)

একলাইনে রাজীব নুরকে আপনি বিরাট বড় কথা বলে দিয়েছেন।

আপনি লক্ষ্য করেছিলেন মনে হয়, আপনি হলে প্রবেশের সাথেসাথেই আমি দাঁড়িয়ে গেছিলাম কিন্তু আপনাকে কল্পনার সাগরের যে অধিপতি ভেবেছিলাম সেটার সাথে মিলাতে কষ্ট হলেও আপনার মোমবাতির প্রতি মহব্বত দেখে মনকে শান্তনা দিতে পারলাম।

তারপর এখন ভাল আছেন তো?

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: সব ঠিকঠাক ছিল কিন্তু আপনার জন্য ইমো প্যাক প্যাক করে ওঠার জন্য সমবেদনা রইল।

তবে মোটের উপরে দারুন মজা হয়েছে।। দেখে আফসোস হচ্ছে।

শুভকামনা রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসলে মজাটা ভাই অসাধারণ হয়েছে।

সকলের আন্তরিকতা ও মন জয়ের কৌশল দেখার মত ছিল। আপনি আসলে আপনার থেকে আপনার বাল্যকালের গল্প শুনতে পেতাম।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

যোখার সারনায়েভ বলেছেন: আশা করি একদিন দেখা হবে!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অবশ্যই দেখা হবে। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিবছরই হবে আমাদের মিলনমেলা।
দেখা হবে রে হবে, দেখা হবে...

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর পোস্ট

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি আসলে আরো সুন্দর হত!
অনেক বিনোদন হয়েছে প্রতিটি মুহূর্ত।

ধন্যবাদ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

ঢাবিয়ান বলেছেন: হুজুরের এই অবস্থা !:#P

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কী কমু কন?
প্রিয়জনদের আবার কষ্টও দেয়া যায় না!

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম ভাই।

আপনাদের থেকে প্রাপ্ত রসমস্তি কখনো ভুলার নয়!
শুভকামনা নিরন্তর

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ভিস্যুয়াল করায় বেশ অন্যরকম মজার আবেশ হল :)

আচ্ছা মনে ছিল এইই
তাইতো বলি সুবোধ খোকা
হঠাৎ গেল কই? ;)


ভাবীর হাতের কানমলা ভাই
আহা কত মধুর
বেয়াইন থাকতে বাইরে কেন
কেবলই ঘুরঘুর? ;)

অনেক অনেক ভাললাগা স্মৃতিময় পোষ্টে!
:)

+++++++

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
নাই ভাই নাই!
ভাবির কোন বোন নাই!
থাকলে কি আর কথাম
বিরক্ত আপনাগো করতাম?





আপনার নির্মল হাসি এখনো চোখের সামনে ভাসে

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! চমৎকার রম্য ধাঁচে লেখা। ভাল লাগলো খুব। বেচারা ইমো!! বড়ই বেরসিক!!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কাউসার ভাই,
আজ শুক্রবার। এই তো গত শুক্রবার আমরা একত্র হয়েছিলাম মিলনের টানে। কী পবিত্র বন্ধনে আমরা আবদ্ধ; অনুষ্ঠানে না আসলে হয়ত বুঝতাম না।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনুষ্ঠানে নির্মল ভালবাসা মিশ্রিত আনন্দ দেয়ার জন্য।
শুভকামনা নিরন্তর

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি আচলে কেমনে চুন্দল হুতো B:-) B:-) B:-)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কইতাম নো! আন্নে আচেননি চুতরাং আন্নারে কওন যাইতো নো! ;) ;)

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

অগ্নি সারথি বলেছেন: এরপরে বইমেলায় আসেন তাজুল ভাই! আড্ডা হবে আবারো।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই, এমন বিপুল খাবারের সাথে আড্ডাটা আসলেই ভাল অসাধারণ।

বইমেলার আড্ডা সম্পর্কে আমার অনুরোধ, দয়া করে ২১ ফেব্রুয়ারী যেন সিলেক্ট করা হয়। এদিন অফিস বন্ধ থাকে হিসেবে সকলেই উপস্থিত থাকতে পারবে ইনশাআল্লাহ। আর সময়টা যেন আরো দীর্ঘক্ষণ স্থায়ী হয়। আসলে এমন আড্ডা ছেড়ে আসতে মোটেও মন চায় না।

এতো সুন্দর আয়োজন উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সফলতা সার্থকতা আপনার জন্যই, সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

নজসু বলেছেন:




জনাব,
ভিডিওগুলো চলমান হলে খুব ভালো হতো।

পোষ্ট কিন্তু চমৎকার।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জাদিদ ভাই চলমান ভিডিও রেকর্ড করেছিলেন। উনাকে বলে দেখি।


আগামী বইমেলায় আমরা আবারো একত্র হচ্ছি ইনশাআল্লাহ। সবান্ধবে আপনাকে আসতে হবে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

নজসু বলেছেন:



একদিন না একদিন দেখা হবেই ভাই।
চলমান ভিডিওটা দেখানোর ব্যবস্থা করলে ভালো লাগতো।
আসলে ব্লগের প্রিয়জনদের দেখতে কার না ভালো লাগে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেখা হবেরে হবে.. আইল্যাভু! আমি গান পারি না ;)

হু, জাদিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে জানাচ্ছি।

আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

তারেক_মাহমুদ বলেছেন: আরে বিদ্রোহী ভৃগু ভাইয়ের কমেন্টের উওরে চমৎকার একটা ছবি দিয়েছেন দেখছি।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারেক ভাই,

চাইছিলাম আপনাদের এই ছবি দ্বারা (স্বতন্ত্র পোস্ট দিয়ে) সারপ্রাইজ দিতে কিন্তু ভদ্র লোকদের কাছে সারপ্রাইজ আসা করা যায় না! কী আর করা! সরলতা বলে কথা।

আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর ও নির্মল।

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ এ চমৎকার পোস্টের জন্য।
সবকিছুকে ছাড়িয়ে গেছে প্রামানিক এর হাসি! আর তার পরেই ভৃগুড় টা। :) :)
পোস্টে প্লাস +

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভৃগু ও প্রমানিক ভাইদের উপস্থিতি আসলেই অনেকটা সফলতা ও বিশাল প্রাপ্তির। আমি তো আশা করেছিলাম আপনি ফ্যামিলি সহ আসবেন। কাকে যেন জিজ্ঞেসও করেছি। যাই হোক, সামনের বইমেলায় আমরা আবারো একত্র হচ্ছি, আপনাকে আসতেই হবে কিন্তু।

শুভকামনা আপনার জন্য।

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ভৃগুদা এতট আমোদে না দেখলে বুঝার উপায় নেই। এমন প্রাণখোলা হাসি সহজে চোখে পড়ে না।।।

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ঘুড্ডির পা ইলটকে দেখে একটা আইডিয়া এলো মাথায় সেটি হলো অনুষ্ঠানে মাস্ক পড়ে গেলে কেমন হয়!!!

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

বলেছেন: আমার ভাইয়ের লেখার প্রেজেন্টেশন অনেক সুন্দর।



তাই বলি আপনি নিয়মিতভাবে লিখুন আমরা পাড়ি।

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

তারেক ফাহিম বলেছেন: ভাবছি চলমান ভিডিও :(

মিস করেছি অনেকটা।

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: বেশ মজা করে লিখেছেন এবং সুন্দর পোস্ট !

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: হিংসা

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
আপনার জন্য বদমাইশ ইমো অনর্থক প্যাক প্যাক করে ওঠার বিরুদ্ধে আন্তরিক সমবেদনা রইল।
চমৎকার লিখেছেন বললেও কম বলা হবে, তবে মনে বড়ই সীমাহীন কষ্ট বুকে নিয়ে আপনার এই পোষ্ট থেকে যাচ্ছি। কোন সেই কিউটি ব্লগার আপু, আপনার বুকে এত বড় দাগা দিয়ে গেল, জানলাম না? থাক না জামাই, তাতে কি? ভিলেন তো থাকবেই, তাই বলে কেউ নায়ক হবে না....
শুভ কামনা রইল!

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: বাকী কথা পরে' আগে শুনি ইমোর প্যাক প্যাক দিয়ে কোন আপু আপনার হৃদয় ভাঙলো :((

৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

নতুন নকিব বলেছেন:



দারুন পোস্ট। মিলনমেলায় যেতে না পেরেও এসব পোস্টের মাধ্যমে সবকিছু জানতে পারছি। কৃতজ্ঞতা।

৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহাহা !
বালক বুঝতে পারে নাই, মনিরা আপু ম্যানেজড হয়েই গিয়েছিলো সেখানে। দেখো নাই ! তোমাদের দুলাভাই কে দিয়ে , ব্লগার বউ এর উপকারতার বক্তব্য ও শুনিয়েছি ;)

যাইহোক আজ থেকে ইমো ব্যান করা হোক, বন্ধ হোক ইমো র প্যাক প্যাক। ইমো কে মাইনাস দিলাম।


অসম্ভব আনন্দের আর পরিপূর্ণ উপভোগ্য ছিল দিন টি !!! কোন একজন দু'জন কে আলদা নয় ; সবার উপস্থিতি ই ছিল সমভাবে উল্লেখযোগ্য! সবাই কে অভিনন্দন শুভেচ্ছা।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪

সোহানী বলেছেন: আহারে...........

তবে ব্লগ দিবসে জয়েন করা একটু সমস্যা কারন তখন বাচ্চাদের স্কুল খোলা থাকে। একমাত্র জুলাই আগস্টে কোন প্রোগ্রাম থাকলে জয়েন করতে পারি...........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.