নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী ইশতেহারে জনগণ ও জনগণের প্রাপ্তি (জনগণ যে লেখাটা পড়বে না।)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৭


বিএনপির দাবী, গত দশ বছরে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ৯০ হাজার ৩৪০টি মামলায় আসামী হয়েছে ২৫ লাখ ৭৫ হাজার, জেলে রয়েছে ৮০ হাজার ৬০৯জন, নিহত হয়েছেন ১ হাজার ৫১২জন। এরমধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে নিহত ৭৮২ জন। অজ্ঞাত আসামী ২ লাখ ৭৬ হাজার ২৭৭জন।


এদিকে গত ১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৫ জন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।


আমাদের দেশের সংবিধান অনুসারে জনগণই রাষ্ট্রের মালিক। সংবিধানের প্রথম ভাগের ৭(১) ধারায় জনগণকে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক বলে ঘোষণা করা হয়েছে। আমাদের নিয়মিত নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। দেশে অনেক রাজনৈতিক দলও রয়েছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো তাদের দলীয় লোক ছাড়া বাকি জনগণকে কোন জনগণই জ্ঞান করে না; তাদের কথাবার্তায় এর স্পষ্ট প্রমাণ মিলে। সেসম্পর্কে আবুল মনসুর আহমদ বলে গিয়েছেন, "রাজনৈতিক আদর্শের চেয়ে অধিকাংশ দলের কাছে দলীয় কর্মীদের ব্যক্তি স্বার্থই অনেক বড়। "
উনার এই কথার বাস্তবতা অস্বীকার করার অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হওয়ার পরিবর্তে হয়েছি ব্যর্থ। রিসার্চ করতে গিয়ে হয়েছি আকুটলামিপূর্ণ অভিজ্ঞতায় অভিজ্ঞ।

আমাদের নির্বাচন কালীন সময়ের সাথে জড়িয়ে আছে নির্বাচনী ওয়াদা, ওয়াদাভঙ্গ, নমিনেশন লাভের সর্বাত্মক চেষ্টা, ক্রয় বিক্রয়, দল ত্যাগ, সম্ভাব্য বিজয়ী দলে যোগদান, ভোট ক্রয় বিক্রয়, সম্প্রতি জনগণের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ 'ভোট বিক্রি করে আওয়ামীলীগে ভোট দেয়া' ইত্যাদি সকল সুকর্মগুলো কি জনগণের জন্যই করা হচ্ছে নাকি দলীয় কর্মীদের ব্যাক্তি স্বার্থের জন্য জনগণকে নিয়ন্ত্রণ/ব্যবহার করার চেষ্টা চলছে?


উৎসর্গঃ আমাদের প্রিয় সহব্লগার কলাবাগান১কে

ছবি কৃতজ্ঞতাঃ গুগল

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটি দেশের অস্তিত্বের জন্যই নির্বাচনে জনগণকে ভোট প্রদান করার সুযোগ প্রদান করা অপরিহার্য্য |

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একটি দেশের অস্তিত্বের জন্যই নির্বাচনে জনগণকে ভোট প্রদান করার সুযোগ প্রদান করা অপরিহার্য্য | আফসুস, দেশের অস্তিত্ব রক্ষার নামে জনগণ যে ত্যাগ স্বীকার করে চলেছে তার সামান্যটুকু প্রতিদান দেয়ার জন্য যদি আমাদের রাজনীতিবিদরা চেষ্টা করতো।



এই অস্তিত্ব টিকিয়ে রাখার নামে জনগণকে নিয়ন্ত্রণ করার যে কুকর্মগুলো আমাদের রাজনৈতিক দলগুলো করে চলেছে তার সামনে অন্য সকল বিশ্বাসঘাতকতা লজ্জায় লাঞ্চিত হচ্ছে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

কলাবাগান১ বলেছেন: আওয়ামী কর্মী মারা গেল সেটা শুধু জয়ের অভিযোগেই সীমাবদ্ধ...এর কোন সত্যাতা নাই????
গ্রেফতার হচ্ছে সেটা ফ্যাক্ট ...অভিযোগ না.. ভাল ভালোতো

আওয়ামী সরকার চলে গেলে দেশে সুশাসনের নহরত বইবে..জর্জ মিয়াদের আবার তাদের কৃতকর্মের জন্য বিচারের আওতায় আনা হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই কলাবাগানের মালিক সাহেব,
আপনি আর লেখা পড়েননি মনে হয়, আমি অন্ধভাবে কোন দলের সমর্থক নই। বিএনপির দাবী আর আওয়ামীলোগের দাবী দ্বারা তারা বাঙালিকে দু'দলের ভেতর সীমাবদ্ধ করতে চাচ্ছে। একদল সুবধামত নির্যাতিতদেরকে তাদের দলের বলে দাবী করছে আর আরেকদল প্রশাসন ও নিজ দলীয় লোকজন দ্বারা এদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজেদের দলের কতেকজনকে হারাচ্ছে। প্রকৃতার্থে মৃত ও ঘুম হয়ে যাওয়া মানুষগুলো কখনো জীবনের স্বাদ ভোগ করা থেকে মুক্তি চায়নি! কিন্তু আমাদের রাজলনীতি তাদেরকে না চাইতে সেই প্রাপ্তি বুঝিয়ে দিচ্ছে৷

আসলেরে ভাই, এই দু'দলকে আমরা আমাদের নেতৃত্বদানকারী ছাড়া অন্য কিছু ভাবতে পারি না, অথচ এরা আমাদের রক্তই চুষে যাচ্ছে।


৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


এক শেখ সাহেব ও উনার ৭/৮ জন সাথীর বিপক্ষে আইয়ুব খান মামলা করায় পাকিস্তান ভেংগে বাংলাদেশ হয়ে গেছে; বেগম জিয়া ও ২৬ লাখ বিএনপি'র কর্মীদের বিপক্ষে মামলা করার পর, প্রতিটি গ্রাম স্বাধীন হয়ে যাওয়ার কথা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
"এক শেখ সাহেব ও উনার ৭/৮ জন সাথীর বিপক্ষে আইয়ুব খান মামলা করায় পাকিস্তান ভেংগে বাংলাদেশ হয়ে গেছে; "
এই তথ্য কই পেলেন?

স্বাধীন হয়ে যাওয়ারই কথাছিল! তারপর মনে হয় বেগম জিয়া মুক্তি পেতেন, কিন্তু আপনার নেত্রী সেই সুযোগ দিলেন কই?

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

নূর আলম হিরণ বলেছেন: চাঁদগাজীর সেন্স অব হিউমার ঈর্ষনীয় :)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
উনার জন্য সকল প্রশংসা বটে।


মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: বড় বিচ্ছিরি লাগে এই বেঁচে থাকা...

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারপরও বিচ্চিরি পরিবেশের সাথেই চলতে হয় ভায়া।

রাজনৈতিক পরিবেশ আসলে পবিত্র তবে আমাদের রাজনৈতিক পরিবেশটা দু'দল মিলে অপবিত্র করে দিয়েছে।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

কলাবাগান১ বলেছেন: নোয়াখালী বিভাগ চাই!!!!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমিন।

আন্ডালোন করেন, সফল হবেন!

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

ঢাবিয়ান বলেছেন: আবুল মনসুর যা বলেছেন এটাই দেশের রাজনৈতিক দল ও তার সমর্থকের মুল চরিত্র। ''দেশ'' শব্দটা একটা ব্যবসা এদের জন্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সত্যি, এরা দেশকে ব্যবসার জন্য উত্তম উপকরণ ধরে নিয়েছে।

কাল দেখলাম কালিদাস ভাই কার লেখায় যেন মন্তব্য করে বলছেন, পরিবহন খাতে নাকি ক্ষমতাসীন লোকদের দাপট আজকাল খুব আকাশ ছোঁয়া।
এরা মূলত ক্ষমতা লাভকে ব্যবক্সার সফল দাপ বলেই বিশ্বাস করে। দেখা যাবে, বাংলাদেশের সব চেয়ে ধনী লোক কোন না কোন দলের নেতা হবেন।


ধন্যবাদ

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনার কথা সবই ঠিক আছে, তবে তার আগে দেশে সুষ্ঠু গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে সাধারন লোক ভোট দিতে যেয়ে দেখে ভোট আগেই দেয়া হয়ে গেছে সেখানে মানুষ কি করবে বলুন? ৫% ভোট নিয়ে জোর করে সরকার গঠন করে যারা গলাবাজী করে তাদের কি করা উচিৎ সেটা আগে বলুন?
ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেলিম আনোয়ার ভাই আমার গতকালের রাস্ট্রদ্রোহী পোস্টে একটা মন্তব্য করেছিলেন, আপনি হয়ত সেটাই শুনতে চাচ্ছেন। উনার মত কথা বলার জীগর নাই তো, তাই উনার লেখা এখানে পোস্ট করে দিলাম।

" প্রধান মন্ত্রী বক্তব্য দিয়েছে যুক্তফ্রন্ট আইএসআই কে সঙ্গে নিয়ে নাশকতার চক্রান্ত করছে।।।। এই বার বুঝেন এই গাধা মহীলা এসব জানার পর দেখার পর যখন এ ধরণের কমেন্ট করে তার পক্ষে কি আর কোন বেকুব লোভী উচ্ছিষ্ট ভূগী দালাল ছাড়া আর কারো সমর্থন থাকে???? তিনি ভিডিও কনফারেন্সিং করেন হা হা হা......বিচিত্র এই দেশ আর এই দেশের মানুষ।।।  "

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

ফেনা বলেছেন: আজ আমরা স্বাধীন হয়েও পরাধীন।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: স্বাধীনতার পূর্বে আমাদেরকে চুষে খেয়েছে অবৈধ ব্রিটিশ বাহিনী, অতপর পাকিস্তানের অপবিত্র বাহিনীর থেকে আমরা স্বাধীন হয়ে পতিত হয়েছি আরেক খদ্দেরদের হাতে। আসলেই আমাদের দুর্ভাগ্য।

চলুন ভোট দিতে যাই, পরিবারতন্ত্রের দেশে গণতান্ত্রিক অধিকার বলে কথা।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

অক্পটে বলেছেন: যান ভাই ভোটটা দিয়ে আসেন।
ভোট দিতে গেলে দেখবেন কতগুলো কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসছে কামড় দেবার জন্য এটা দেখে ভুলেও পেছনে দৌড় দেবেন না তাহলে ওরা এসে আপনাকে কামড় দেবে। কুকুরকে ভয় পাইয়ে দিতে হয়, স্থির হয়ে দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকবেন। দেখবেন ও নিজেই পালাবে।

চমৎকার লিেখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অকপটে,

আপনার সাহসের প্রশংসা না করে পারছি না!
এতো সুন্দর করে বললেন, যা আসলেই ভাল লাগলো!

অনেক অনেক ধন্যবাদ, পাঠ পরবর্তী সুন্দর মন্তব্যের জন্য

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

যোখার সারনায়েভ বলেছেন: আর যাতে ওয়াদা ভঙ্গ না হয় সেই কামনাই করি।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাহলে তো রাজনীতি হবে না!

আদের দেশের রাজনীতির একটা বিশাল অংশ হচ্ছে এই মিথ্যা আশ্বাস।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫০

বলেছেন: সত্যি বলতে কি আমরা গনতন্ত্রের জন্যে এখনো পুরো পুরি তৈরি না।


মানুষের মত ও ভাবের স্বাধীনতা দিতে আমরা জানি না।

গোলাম হয়ে থাকাটাই আমাদের স্বভাব।

এত এত মামলা, এত রক্তপাত, এত হানাহানি
হাতুড়ি দিয়ে মানুষ মানুষ মারে। গুম, খুন, বিচারহীনতার সংস্কৃতি, চুরি, ডাকাতি,
যে সরকার গঠন করে সেই মহাজন!!!

হায় স্বদেশ!!!

শুভ নববর্ষ দেশী ভাইয়ু!!

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার দেখা ভোট : জনগনের ভাবনা
................................................................................................
কিছুক্ষন আগেই সংবাদ এলো ২/১ জনের প্রান গেল , ব্যালট বক্স ছিনতাই হলো,
পুলিশের ঘুম হারাম হলো । কেন এই সহিংসতা ???
..................................................................................................
আমার ব্লগে আসুন "ভোট দিন "

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

নজসু বলেছেন:

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

নজসু বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.