নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একাদশ নির্বাচনে ড. কামাল হোসেনের ভূমিকা

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

.
১) ড. কামাল কি আসলেই বিরুধী জোটের প্রধান ছিলেন? না কি বিরুধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করানোর প্রধান দায়িত্বশীল ছিলেন?

২) একাদশ নির্বাচনে ড. কামালের বাস্তব ভূমিকা কী?

৩) নির্বাচনে উনি মনোনয়ন গ্রহণ করেননি কেন?

৪) ড. কামাল এতোদিন না এসে একাদশ নির্বাচনের ঠিক আগ মূহুর্তে রাজনীতির মাঠে কেন আসলেন?


ঘুর ঘুর ঘুর ঘুর...
প্রথম প্রশ্নের পথ ধরে এ প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কেরে?

B:-) B:-) B:-) B:-)






মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: প্রধান দায়িত্বশীল।

বাস্তব কোন ভূমিকা নেই বললেই চলে কারন উনি চলেছেন অন্যদের কথায়।উনার ভূমিকা কেবল এটুকুই যে, সব দলকে এক্ত্র করতে সক্ষম হয়েছিলেন।

বিএনপির সঙ্গে উনি পেরে উঠেন নি বলেই।

স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হোয়ার।আর এটা মন্দ স্বপ্ন নয়।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বাস্তব কোন ভূমিকা নেই বললেই চলে কারন উনি চলেছেন অন্যদের কথায়।
শেষ বয়সের মানুষগুলো অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে বলে প্রমাণ আছে৷ কিন্তু দেখা গেল, বিএনপি উনার উপর নির্ভরশীল হয়ে গেলো, আসলেই কী উনি রাজনীতিতে না আসলে বিএনপির এমন উৎফুল্লতা আসতো না!

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: মাটে না মাঠে হবে । তার কাছে থেকে আপনি কিবা আশা করতে পারেন এই বয়সে ?

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সংশোধনী দৃষ্টি রাখার জন্য।

আমার আশায় হয়ত কিছু যায় আসে না কিন্তু দেশের সাধারণ মানুষ অনেক কিছুই চেয়েছিল।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তাজুল,

প্রশ্নগুলো আহামরী কিছু নয়। তবে এর সঠিক উত্তর পাওয়াটা দুষ্কর।

আমার কাছে ড. কামালকে প্রশ্নবিদ্ধ করাটা পছন্দ নয়। ৮১বছর বয়সী একজন লোকের কাছে এখন এসেও এতকিছু আশা করাটা বোকামি।

[১৯৭০সালের পাকিস্থানের জাতীয় পরিষদ নির্বাচনে জয়ী।১৯৭২সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান।১৯৭২সালেআইনমন্ত্রী এবং১৯৭৩থেকে১৯৭৫ পপর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী। দেশের জন্য উনি বোধহয় কম কিছু করেন নি।]





০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার আংশিক সম্বোধনের জন্য ধন্যবাদ,


প্রশ্নগুলো আসলেই কি আহামরি কিছু না!

দেশের জন্য অবশ্যই উনি অনেককিছু করেছেন। আর তাই উনার মত একজন অভিজ্ঞ রাজনীতিবিদের উপর সাধারণ জনগণের আস্থা বেশি। সেই আস্থা থেকে যদি মানুষ অন্য রাজনীতিবিদদের চেয়ে উনাকে বেশি মূল্যায়ন করত সুষ্ঠু কিছু আশা করে, তবে সেটা বোকামি হলে আমি সত্যি অবাক।

আমি নিজেও ড.কামালের প্রতি শ্রদ্ধা রাখি। স্বাভাবিকভাবে এই বয়সের মানুষগুলো অন্যের প্রতি নির্ভর করা শুরু করে। মন্দ হবে না, যদি উনি বড় কিছুর আশা করে বিএনপির উপর নির্ভর করে বসেন। তবে বাস্তবে একটা দেখা গেলেও প্রকৃতার্থে কি অন্য কিছু ঘটছে!

উনি ছাড়া বিএনপি কি এতো লল ভাবে নির্বাচনে আসতে পারতো?


৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

হাবিব বলেছেন: ডক্টর কামালের কাছে উত্তর চাই

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,

ভদ্র লোকের সাথে সহজে যোগাযোগের কোন পথ আপনার জানা আছে? (আইমিন, উনার কোন আইডিবাইডি!)

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

কানিজ রিনা বলেছেন: তিনি চেয়েছিলেন মানুষের ভোটাধিকার
ফিরিয়ে দিতে। ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার মত প্রকাশের জন্য ধন্যবাদ আপু,

আসলে কি পেরেছেন? 

উনার প্রতি সাধারণ জনগণের যে একটা আশা ছিল উনি সেটুকুও ভালভাবে বাস্তবায়ন করতে পারলেন না! এজন্য আমরা অবশ্যই প্রশাসনকে দায়ী করবো! 
কিন্তু আসলে এটাই কী আমার উত্তর! 

আপু, কেন জানি মনে হচ্ছে, এতোটুকুতে আমার উত্তর পূর্ণতা পাচ্ছে না!


৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

ফেনা বলেছেন: প্রশ্নগুলি ভিতরে থাকনা। আর অন্য কাউকে জানিয়ে কি হবে??

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কাউকে জানাচ্ছি না তো!
জানিতে চাচ্ছ!

প্রশ্নগুলো অল্প শব্দের হলেও বিরক্ত করে খুব বেশি!

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৯

বলেছেন: এসাইনমেন্ট!!!

বড় ক্লায়েন্টের কাছ থেকে মোঠা দাগের সালামি ---


জঠিল প্রশ্ন।।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেশি ভাই,

বড় ক্লায়েন্টের কাছ থেকে মোঠা দাগের সালামি ---


কথাটা কিন্তু একটু বেশি জটিল হয়ে গেছে! ;) ;)

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


উনি সফল রাজনীতিবিদ নন, সফল আইনবিদ; বিএনপি'র সব মাথাকে যোগ করলে, যেসব রাজনৈতিক ভাবনার উদয় হতে পারে, তিনি একা অতদুর ভাবতে পারার কথা। তিনি বুঝেছিলেন যে, উনাকে জয়ী হতে দেয়া হবে না, সেজন্য প্রার্থী হননি।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই,


যাক, একটার উত্তর পেলাম, যদি এমনটা ভেবে প্রার্থী না হয়ে থাকেন, তবে তো প্রমাণ হয় উনি বিএনপিকে কৌশলে নির্বাচনে নেয়ার উদ্দেশ্যেই কারো আনুগত্য করছিলেন!

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

নজসু বলেছেন:




রাজনীতির কিছু লোক স্বার্থপর টাইপের।
যেখানে স্বার্থ, সেখানেই আগমন।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
রাজনীতি শব্দের ভেতরেই স্বার্থের বাদ, তবে বাঙালিদের রাজনীতির ভেতর স্বার্থান্ধতার বাস। এটাই সমস্যা।


হ্যা, হয়ত এটা একটা কারণ! তবে অপুর্ণতা রয়ে গেলো যে!

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

বাংলার মেলা বলেছেন: কামাল ডাক্তরের একটা সফলতা হল দেশের সংবিধান রচনা করা, আরেকটা হল ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধুর পেছনে দাঁড়িয়ে হাততালি দেওয়া - এছাড়া উনি জীবনে কিছু করতে পারেননি।

মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানে শ্বশুর বাড়িতে গিয়ে দিব্যি আরাম আয়েশে জামাই আদর খেয়েছেন - দেশের মানুষের রক্ত ঝরেছে, তিনি গা গরম করেছেন। মেয়েকে বিয়ে দিয়েছেন এক ইহুদীর কাছে।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মুক্তিযুদ্ধের সময় এমন অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা ভারতে বসে আমাদের নেতৃত্ব দেয়ার নে কার্ড খেলায় মত্ত থাকতেন। বোতল আর কার্ডই ছিলেন তাদের প্রধান সঙ্গি; যেখানে বাঙালির দুঃখ কষ্টের কথা ভাবা ও বিদেশিদেরকে এর সম্পর্কে জানানো ও যোগাযোগ করা ছিল তাদের কাজ।

হ্যা,
ড.কামাল সাহেব মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানে শ্বশুর বাড়িতে গিয়ে দিব্যি আরাম আয়েশে জামাই আদর খেয়েছেন - দেশের মানুষের রক্ত ঝরেছে, তিনি গা গরম করেছেন। মেয়েকে বিয়ে দিয়েছেন এক ইহুদীর কাছে।

কিন্তু মজার ব্যাপার হল, এর পরও বাঙালি ধর্মপ্রাণ গোষ্ঠীগুলো উনাকে প্রধান মানতে রাজি। সেটা সমস্যা না বটে, তবে আমার উত্তর কিন্তু আসেনি!

১১| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

কালীদাস বলেছেন: ১,২,৪ এর উত্তর একই ;) ভাল পলিটিকাল এনালিস্ট ব্লগে একজনও নেই এখন, থাকলে এই তিনটা প্রশ্নের উপর ভাল কিছু আলোচনা হয়ত দেখতে পেতেন। ৩ নাম্বার পয়েন্ট একান্তই পারসোনাল ম্যাটার হতে পারে, খুব একটা অবিশ্বাস করিনি সেটা। আমার আপত্তির কারণ একটাই। যার হাতে বাংলাদেশের সংবিধান রচিত, সেই ব্যাক্তি কোন যুক্তিতে জামাত আছে এরকম জোটের নেতৃত্বে থাকতে রাজি হয়??????

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যার হাতে বাংলাদেশের সংবিধান রচিত, সেই ব্যাক্তি কোন যুক্তিতে জামাত আছে এরকম জোটের নেতৃত্বে থাকতে রাজি হয়????? 

হ্যা এমনটাই। 


ব্যস্ততার তিক্ততায় আপনার মত আমারো বেহাল দশা। যাই হোক। খুব ডিপলি আমাদের একটা সমস্যা তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই। 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.