নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসার অনুরোধ (২য় পর্ব)

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩


'তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি,
তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি'____কবি বৃষ্টি বিন্দু

খুব মিস করছি ব্লগার বৃষ্টি বিন্দু আপুকে। আমাদের এই সহব্লগার আপুটি একই সাথে একজন কবি ও সুনামধন্য শিক্ষিকা। উনার কবিতায় যেমন ছিল মুগ্ধতা তেমনি তার মন্তব্যে ঝরতো অন্তরিকতা। তার ছড়াগুলো ছিল খুবই চঞ্চল। আমাদের প্রমানিক ভাইয়ের মত তার ছড়াও ব্লগকে নৃত্যে ভাসিয়ে রাখতো। প্রায় সময় উনার কবিতা আলোচিত পাতায় আলো ছড়িয়ে নির্বাচিত পাতা ও কবিতার পাতায় জায়গা করে নিত।

অনেক ব্লগার তাকে নিয়ে কবিতাও রচনা করেছেন। কিন্তু হঠাৎ করেই কোথায় যেন উনি হারিয়ে গেলেন। বিগত কতেক মাস যাবত উনাকে ব্লগে দেখা যাচ্ছে না! তার এই অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি আমাদের জন্য অনেক কষ্টের। বিশেষত, নতুনরা অনেকে তার ছন্দের নৃত্য থেকে বঞ্চিত হয়েছেন। যদি আপনারা উনার ছড়ার নৃত্য দেখতেন, তবে আমি নিশ্চিত, ছড়ার নৃত্যের সাথে আপনারাও নৃত্যে ভেসে যেতেন।

সবশেষে আপুর কাছে বিশেষ অনুরোধ, আর দূরে না থেকে চলে আসুন আমাদের মাঝে। আমরা আপনাকে ভুলিনি, মোটেও ভুলিনি। আমরা আপনার অপেক্ষায় আছি, ভাসিয়েদেন আমাদেরকে আপনার বৃষ্টিময় ভালো লাগায়।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

বলেছেন:
তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি'___ লেখাটায় বড্ড ভাব আছে বন্ধু ।


উনাকে বিজি জীবনের শেষে ফিরে আসার আকুল আবেদন।

ধন্যবাদ দু'জন মানুষ কে।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরে দেশি বন্ধু, সেজন্যই তো আমরা উনাদেরকে হারাতে চাই না!

অনুরোধ থাকবে ফিরে আসার।

আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: হয়তো ঘর সংসার নিয়ে ব্যস্ত আছেন।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয়, সোহানী আপু আপনাকে খুব সুন্দর প্রতিমন্তব্য করেছেন, যার উপর আমার আলাদাভাবে বলার কিছু নেই।


@রাজীব নুর ভাই, প্রতিটি মানুষেরই ঘর আছে সে সূত্রে সবাই ই তা নিয়ে ব্যাস্ত থাকবে সেটি ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু একটি মেয়ের হারিয়ে যাওয়ার সাথে ঘর সংসার নিয়ে ব্যস্ততার অজুহাত তুলে ধরা অনেকটা পুরুষতান্ত্রিক মনোভাব। কারন পুরুষতান্ত্রিক মনোযোগতই বার বার বলে দেয় এ মেয়ে মানেই তো ঘর সংসারী এবং তা নিয়ে প্রধানত: ব্যাস্ত থাকতেই হবে!!!

অনেকগুলো কথা বলে ফেল্লাম, পারলে আমার এ লিখাটা পড়ার অনুরোধ থাকলো। যদিও সেখানে আপনার মন্তব্য আছে তবে এবার মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ থাকলো।

পতিসেবার- একাল ও সেকাল.......... নারী দিবসের নারী ভাবনা

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর ছবি সহ বৃষ্টি বিন্দু কে ফিরে আসার আহ্বান!!
অপেক্ষায় রইলাম বৃষ্টিবিন্দু বর্ষণের।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বড়াপা,

বৃষ্টি বিন্দু আপুর কবিতাগুলো অনেক শৈল্পিক ও মনোমুগ্ধকর। আমরা তাকে ও তার মত সকল বড়াপুদের সবসময় পাশে চাই।

আপনাকে অনেক ধন্যবাদ বড়াপা।

হ্যাঁ, 'অপেক্ষায় রইলাম বৃষ্টিবিন্দু বর্ষণের।'

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১

সোহানী বলেছেন: @রাজীব নুর ভাই, প্রতিটি মানুষেরই ঘর আছে সে সূত্রে সবাই ই তা নিয়ে ব্যাস্ত থাকবে সেটি ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু একটি মেয়ের হারিয়ে যাওয়ার সাথে ঘর সংসার নিয়ে ব্যস্ততার অজুহাত তুলে ধরা অনেকটা পুরুষতান্ত্রিক মনোভাব। কারন পুরুষতান্ত্রিক মনোযোগতই বার বার বলে দেয় এ মেয়ে মানেই তো ঘর সংসারী এবং তা নিয়ে প্রধানত: ব্যাস্ত থাকতেই হবে!!!

অনেকগুলো কথা বলে ফেল্লাম, পারলে আমার এ লিখাটা পড়ার অনুরোধ থাকলো। যদিও সেখানে আপনার মন্তব্য আছে তবে এবার মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ থাকলো।

পতিসেবার- একাল ও সেকাল.......... নারী দিবসের নারী ভাবনা

প্রিয় তাজুল: অসংখ্য ধন্যবাদ হারিয়ে যাওয়া কোন ব্লগারকে স্মরণ করার জন্য। আশা করি অসাধারন লেখিকা বৃষ্টি বিন্দু আবার ফিরে আসবে আমাদের মাঝে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,

রাজীব সাহেবকে বলে দিয়েছি ;)


আপনাকে অশেষ ধন্যবাদ আপু, এতো সুন্দরভাবে বিষয়টাকে অনুধাবন করার জন্য। শুভকামনা থাকলো আপু।
খবর নিয়ে জানতে পেরেছি, উনি ব্যস্তিতার ফাঁকে আমাদেরকে সময় দিতে চান, কিন্তু অসুস্থতা আমাদের চেয়ে উনাকে বেশি সময় দিচ্ছে। আমরা উনার দ্রুত সুস্থতা কামনা করি। সৃষ্টিকর্তা উনার অসুস্থতা দূর করে দিন।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৯

আরোগ্য বলেছেন: একদিন আমিও হারিয়ে যাবো সময়ের অতল গহ্বরে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

কী ফাজলামো মার্কা কথা, আমক্রা আপনারে হেইভাবে যেতে দিব না।

ভাল আছেন বুঝতে পারছি ;)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬

হাবিব বলেছেন: হারিয়ে যেতে চাইনা এই আনন্দ সংসার থেকে,..........
তবুও হয়তো যেতে হবে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই, মোবাইল বন্ধ কেন আপনার?

কই যাবেন(!) ;)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

বৃষ্টি বিন্দু বলেছেন: জীবন মানেইতো ব্যস্ততা।
তবে প্রিয় ব্লগ আর ঝাঁক ঝাঁক অসাধারণ ব্লগারকে স্মরণ করিনা এটা হতেই পারেনা।
প্রচণ্ড ইচ্ছে আবার ফিরে আসার।
সবাই দোয়া করবেন।
আর ধন্যবাদ ভাই তাজুল।
অনেক প্রেরণার উৎস আমার সব ব্লগার ভাই বোনরা।
ভালো থাকুন সবাই...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমরা আপনার সকল সমস্যা সমাধান পরবর্তী সার্বিক উন্নতি ও দ্রুত আমাদের মধ্যে ফিরে আসার জন্য দু'আ করি আপু।

ভালবাসা জানবেন সকলের পক্ষ থেকে।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

জাহিদ অনিক বলেছেন: চমৎকার আহ্বান।
ফিরে আসুক ব্লগার বৃষ্টী বিন্দু

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খুব দ্রুত ফিরে আসুক আপু।


ধন্যবাদ প্রিয় কবিমন

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

কালীদাস বলেছেন: আগে কখনও ওনার লেখা পড়িনি। সম্ভবত ব্যস্ততার জন্যই আসতে পারছেন না ব্লগে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কালিদাস ভাই,


হু, উনি খেব ব্যস্ত মনে হচ্ছে। আর আপনিও তো খুব ব্যস্ত। কিছুদিন হল আপনাকে খুব দেখি না।
যেখানেই থাকুন না কেন, ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.