নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের সন্তান
জনপ্রিয় ব্লগার অগ্নি সারথি ভাইয়ের "নজরবন্দী" পড়ে শেষ করলাম। তিনি দূর্দান্ত লিখেছেন। একটা গল্পও যে এমন হতে পারে আমার জানা ছিল না। গল্পের প্লট-ঘটনা নির্বাচনে তিনি এতই মনযোগী যে গল্পের নায়ক যুলকারনাইন কে নিয়েও শত শত পৃষ্ঠা লিখে ফেলা যাবে।
তিনি নায়ককে যেই সমাজে নিয়ে গিয়ে হাজির করেছেন সেটি মূলত যোগাযোগ ব্যবস্থা বিবর্জিত প্রান্তিক একটা জন সমাজ। যোগাযোগ ব্যবস্থা বিবর্জিত প্রান্তিক জন সমাজ হলেও সেই সমাজের মানুষের ধ্যান-ধারনা, রীতি-নীতি, আচার বিশ্বাস পুরো বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। মানুষের জ্বীন-ভূত, অশরীরী ইত্যাদি দেখবার অভিজ্ঞতা গুলো সুন্দর ভাবে উপস্থাপন করবার পাশাপাশি তিনি দেখিয়েছেন ঠিক কি উপায়ে একজন তান্ত্রিকের নিকট দ্বৈব ক্ষমতা আসতে পারে। পুরো গল্পটিতে একটা টান টান উত্তেজনার পাশাপাশি রয়েছে বিশদ কিছু ম্যাসেজ। বইটিতে তিনি নারী অবদমনের ইতিহাস নিয়ে কথা বলেছেন, সুফিবাদ নিয়ে কথা বলছেন, সমাজের একেবারে নিচু শ্রেনীর মানুষের কথা বলছেন, দিচ্ছেন স্বপ্ন কিংবা রাশিচক্রের ব্যাখ্যা। এত এত জ্ঞানকে তিনি যে একটা মালার ভেতরে কিভাবে গেঁথে ফেলতে পারলেন সেটাই আমার নিকট আশ্চর্যের একটা বিষয় মনে হয়েছে।
তিনি অগ্নি সারথি! আমার মনে হয় তার দ্বারাই এসব শুধু সম্ভব। আমি সকলকেই বলব! জীবনে অন্তত একবার হলেও "নজরবন্দী" পড়ে দেখা উচিত। এটা শুধু একটা গল্প নয় বরং জ্ঞান! আমি বলছি জ্ঞানের সমষ্ঠি। সমাজকে নতুন ভাবে দেখবার একটা সামষ্ঠিক জ্ঞান।
বইটি পাওয়া যাচ্ছেঃ
একুশে বই মেলার ৪৩৪ নম্বর স্টলে
এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনিতে।
রকমারি থেকে পেতে "নজরবন্দীতে" ক্লিক করুন।
ছবি কৃতজ্ঞতাঃ নীল সাধু
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় ব্লগার,
আগ্নি সারথি ভাইয়ের নজরবন্দী একটি দুর্দান্ত বই। না পড়লে বুঝিতেই পারবা না, কীরকম আকর্ষণ রয়েছে লেখকের প্রকাশিত প্রতিটি শব্দে। আমি আশা করছি, বইটি হুমায়ুন আহমেদের হিমুকে ছাড়িয়ে যাবে।
প্রথম মন্তব্যের জন্য ভালবাসা।
বইমেলায় দেখা হচ্ছে হয়তো।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: শুনে পড়ার আগ্রহ জন্মিল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
চলে আসুন বইমেলা। পাবেন লেখককে, দেখা হয়ে যেতে পারে অনেক ব্লগারের সাথে।
বই পড়ার পড় কেমন লাগলো জানাবেন আশাকরি।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: বইটি এখনও সংগ্রহ করি নাই। ইনশাল্লাহ সংগ্রহ করে ফেলব।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
চলে আসুন, লেখক ও পাঠক সবার সাথে সাক্ষাতের সুযোগ পাবেন। আর আমরা সুযোগ পাব আপনার সান্নিধ্যার্জনের।
ধন্যবাদ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০
নতুন নকিব বলেছেন:
আপনার বর্ণনা শুনে তো বইটি পড়ার ইচ্ছে হচ্ছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নকিব ভাই,
বইটি আসলেই সুন্দর। পড়ার মত একটি বই।
জ্ঞানের সমষ্টি বলা যায় নিশ্চিত।
ধন্যবাদ।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! অগ্নি সারথির ভাইয়ের বইটা নিব-- নেয়া হয়নি এখনো।
আপনি মিনি রিভিউ দিয়েছেন সেজন্য আগ্রহ আরও বারল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় কবি ,
বইটি না পড়লে অনেক কিছুই মিস করবেন। আশাকরি, আগামীকাল লেখকের অটোগ্রাফ সহ বইটি নিয়ে আসবেন।
অনেক ধন্যবাদ প্রিয়
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মিনি রিভিউ ভালো হয়েছে। বইটি কেনার ইচ্ছে আছে। তবে শিরোনামেই টাইপো রয়ে গেছে। 'নজরবন্দী' শব্দটা 'নকজরবন্দী' হয়ে আছে। ঠিক করে দিন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কিনে ফেলুন সম্রাট সাহেব।
আর পড়া শেষ করে লিখে ফেলুন একটা পরিপূর্ণ রিভিউ।
ভালবাসা জানবেন।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭
পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন:
কেনার ইচ্ছে আছে।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তাজুলভাই ,
আপনার রিভিউটা পড়েই আপাতত দুধের স্বাদ ঘোলে মেটালাম। খুব সুন্দর লিখেছেন। বাস্তবে বইটি হাতে পেলে আরো ভালো লাগতো। ধন্যবাদ অগ্নি সারথি ভাইকে এমন সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য। রিভিউ এর জন্য আপনাকেও ধন্যবাদ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
অপু দ্যা গ্রেট বলেছেন:
কাল যাচ্ছি ।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: ছোট হলেও বেশ লিখেছেন। পড়ার আগ্রহ বাড়িয়ে দিল.....
+।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন !
নজরবন্দীর সাথে এটুকু প্রশংসা মানিয়ে যায়।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ফুল রিভিউ'র অপেক্ষায় রইলাম। একটু পড়েই অনেক আগ্রহ জেগেছে।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন রিভিউটা ।
শুভকামনা
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২১
ল বলেছেন: নজরবন্ধীর কদরটা প্রকাশ হলো ছোট্ট রিভিউয়ে,
আশাকরি জয় করবে পাঠক হৃদয়কে।
ধন্যবাদ প্রিয় বন্ধু।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাম্প্রতিক সময়ের যে বইটি পড়ার জন্য মুখিয়ে আছি তা হল "নজরবন্দী"...
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
এস এম মামুন অর রশীদ বলেছেন: বইটির ব্যাপারে বেশ ভালোই মতামত ও প্রচারণা পরিলক্ষিত হচ্ছে। রকমারিতে কিছু পাতা উন্মুক্ত করে দিলে ভালো হতো। পাঠকগণ কেনার পূর্বে আরেকটু যাচাই করে নিতে পারত।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০০
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!খুব সুন্দর।