নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সম্মানিত ব্লগারবৃন্দ, গ্রহণ করুন পবিত্র ঈদুল আজহা\'র শুভেচ্ছা ও ঈদের উপহার অণুকাব্য

২৮ শে জুন, ২০২৩ রাত ১:৫৪


সম্মানিত সহব্লগারবৃন্দ, শুরুতেই গ্রহণ করুন পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা। আশাকরি সকলেই ভালো আছেন, ভালো থাকুন এটাই দু'আ করি। বিভিন্ন সময়ে ব্লগে ঘুরে যাওয়া হয়। ব্যস্ততার কারণে কিছু লিখা হয় না। অনেক সময় আপনাদের লেখায় মন্তব্যও করতে পারি না, তবে আপনাদের লেখাগুলো আমায় উপকৃত করে। আমি ব্লগ থেকে রিফ্রেশমেন্ট গ্রহণ করি। তাই এখানে আমার আসতেই হয়।

আগামীকাল আমাদের ঈদ। বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার। এই ঈদে অনেক ব্লগারদের মিস করছি; যাদের সাথে বিগত বছরগুলোর ঈদে কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। আশাবাদী, তারা আবারও ব্যস্ততা কাটিয়ে ফিরে আসবেন ব্লগে।

শ্রদ্ধাভরে স্মরণ করছি মরহুম ব্লগার আমাদের গুরুজী আবু হেনা ভাইকে। স্মরণ করছি সাংবাদিক নূর ভাইকে। স্মরণ করছি কামরুন নাহার বীথী আপু সহ আমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাওয়া সকল সহব্লগারদেরকে। যেহেতু আমি (সৈয়দ তাজুল ইসলাম) একজন মুসলিম। তাই আমি আমার বিশ্বাসের অবস্থান থেকে তাদের আত্মার জন্য মাগফিরাত ও জান্নাতে উঁচু স্থানের দু'আ করছি। (কেউ মন্তব্যে আমীন বলবেন না, নামায পড়ে বা ভালো কোন কাজ করে তাদের কথা স্মরণ করুন!)

ও কবিতা তো রয়েগেছে। আমি কোন কবিতা টবিতা লিখি না। এই যা লিখি, সেটাকেই কবিতা নাম দিয়ে নিজেকে কবি ভাবতে আরাম পাই B:-)। আজ হঠাৎ নিচের অণুকাব্যটি এসে নক করলো, তাই সেটাই আপনাদেরকে উৎসর্গ করছি।

ঈদ, মানুষ ও প্রাণি
এদেরকে ছেড়ে দিলে দেখবেন কেউ ফিরে আসে না।
আগামীকাল আমাদের ঈদ,
খেয়েদেয়ে ছেড়ে দিলেই দেখবেন সে চলে গেছে
উড়ন্ত পাখির মত।
আর আসবে না এই ঈদ।
আসবে সে তো নতুন কোন বর্ষের ঈদ।



ঈদ মোবারক।

২১:৫৭
২৭-০৬,২০২৩
আলেজান্দ্রিয়া, ইতালি


ছবি: ইন্টারনেট

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৩ রাত ২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিহত ব্লগারদের রুহের মাগফেরাত কামনা করছি।

অণু কবিতা ভালো লেগেছে।

ইদ, মানুষ বা প্রাণী - চলে গেলে কখনো ফেরে না তারা
যদিই বা ফেরে, দেখবেন, আমূল বদলে গেছে আগের চেহারা।

আপনার জন্যও ইদের শুভেচ্ছা রইল তাজুল ভাই।

২৮ শে জুন, ২০২৩ রাত ২:২২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আপনার এই কথাটা আসলেই সত্য। খুব সুন্দর করে বলেছেন, ইদ, মানুষ বা প্রাণী - চলে গেলে কখনো ফেরে না তারা
যদিই বা ফেরে, দেখবেন, আমূল বদলে গেছে আগের চেহারা।


এই তো গত ঈদেও নুরু ভাই ছিলেন , আজ নেই। উনার মত অনেক ব্লগারকে চিরদিনের মত আমাদের ছেড়ে যেতে দেখেছি। ওনেকের নামই স্মরণ নেই। তাদের কথা মাঝে মধ্যে স্মরণ হয় খুব।

২| ২৮ শে জুন, ২০২৩ রাত ২:২০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ঈদের শুভেচ্ছা! :)

২৮ শে জুন, ২০২৩ রাত ২:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

৩| ২৮ শে জুন, ২০২৩ রাত ২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঈদ মোবারক শাইয়্যান ভাই।

৪| ২৮ শে জুন, ২০২৩ সকাল ৯:১৫

ঢাবিয়ান বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকেও অভিনন্দন।

৫| ২৮ শে জুন, ২০২৩ সকাল ১০:০২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বিগতদের এইভাবে স্মরণ করবার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানবেন ।

আপনার এই ঈদের শুভেচ্ছা গ্রহণ করলাম । ভালো থাকুন পরিবার নিয়ে !!

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার আন্তরিকতা প্রকাশের জন্য। ভালোবাসা জানবেন।

৬| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: আমার ও চাঁদগাজী/সোনাগাজীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা গ্রহন করুণ।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই রাজীব নূর ও চাঁদগাজী/সোনাগাজী আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের ঈদও আনন্দময় হয়ে উঠুক।

৭| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

ঈদ মুবারক।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:১২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঈদ মোবারক ❤️

৮| ২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১১

শেরজা তপন বলেছেন: আপনাকে ঈদের শূভেচ্ছা ও শুভকামনা। ভাল থাকুন নিরন্তর।
প্রয়াত ব্লগারদের আত্মার মাগফিরাত কামনা করছি।

২৮ শে জুন, ২০২৩ রাত ৮:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শেরজা তপন ভাই। আপনিও ভালো নিরন্তর।
ঈদ মোবারক

৯| ২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক !

২৮ শে জুন, ২০২৩ রাত ৮:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঈদ মোবারক আপু।

১০| ২৮ শে জুন, ২০২৩ রাত ৮:৩৭

আমি সাজিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা।

১১| ৩০ শে জুন, ২০২৩ সকাল ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,




এই ঈদে প্রয়াত ব্লগারদের শ্রদ্ধাভরে স্মরণ করে একজন মানবিক "তাজুল ইসলাম"কে তুলে ধরলেন।
সুদূর ইতালী থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ। আমরাও আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ।
ভালো থাকুন পরবাসে, সুস্থ্য শরীরে ও মনে!

১২| ৩০ শে জুন, ২০২৩ রাত ৮:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.