নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সীমাবদ্ধ মানসিকতা থেকে বেরিয়ে আসুন!

০৯ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৫

১৩ সালে সাহবাগে যাওয়া নারীরা খারাপ কিন্তু গতকালের নারীরা পবিত্র!
এই নারীরা ভোরের আলোর মত ফজরের পর আন্দোলনে যুক্ত হতে পারতেন। কিন্তু তারা তা করেন নি। রাতে সেখানে যাওয়ার আবশ্যকতা তাদের দৃষ্টিতে দিনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তাই তারা রাতেই আন্দোলনে যুক্ত হয়েছেন। একইভাবে শাহবাগ আন্দোলনের সময়ে শাহবাগে অবস্থানরত নারীদের কাছে সেখানে রাতে অবস্থান করাটা গুরুত্বপূর্ণ ছিল। তাদের উভয়ের চিন্তাধারার হিসেবে উভয়েই সঠিক।

দুঃখজনক হলেও সত্য যে, উভয়ের এই সঠিক নীতিটা তারা মানতে নারাজ। শাহবাগী নারীদের কাছে বর্তমানের নারীরা "বোকা নারী"। আর গতকাল রাতের আন্দোলনে যুক্ত হওয়া নারীদের কাছে শাহবাগী নারীরা "মন্দনারী"। তাদের উভয়ের মধ্যে এই মানসিক ফারাক তাদেরকে অন্যদের প্রতি যথাযথ সম্মান প্রদশর্নে বাধা দিচ্ছে। আমরা এটাকে রাজনৈতিক কারণ বললেও তাদের উচিৎ একে অন্যকে সম্মান করা। তবে উভয় আন্দোলনে যারা যুক্ত হয়েছেন। তারা হয়তো এই ধারণার লালন করেন না।

যে কোন বিষয়ে আমরা পূর্বে সিদ্ধান্ত নেই, তারপর আলোচনায় বসি। যার ধরুন আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি না। আর সেকারণেই আমাদের সিদ্ধান্তগুলো হয়, স্বজনপ্রীতি, স্বার্থলোভী, ও সীমিত সীমানায় আবদ্ধ। আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সব ক্ষেত্রেই আমরা এই সীমানা লালন করে থাকি। যা মূলত অন্ধকারের রাস্তা।

আমরা ১৩ সালের শাহবাগ আন্দোলনে অংশ নেওয়া নারীদের ক্ষেত্রে নিজেদের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত জানাই। একইভাবে গতকালের আন্দোলনে যুক্ত হওয়া নারীদের ক্ষেত্রেও আমরা নিজেদের মানসিক চিন্তার ভেতরেই সিদ্ধান্ত নেই।
এই সময়ে এটা নিয়ে লেখার একটাই কারণ, দিন বদলের যে জয়গান আমরা করি, তার পূর্বশর্ত হচ্ছে আমাদের নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা করা। নিজেদের মানসিকতার পরিবর্তন নিয়ে আসা। যেদিন আমরা আমাদের নিজেদের চিন্তার পরিধীকে বৃহৎ অবস্থানে নিয়ে যেতে পারবো, সেদিনই আমরা অন্যের জন্য, দেশের জন্য নিঃস্বার্থ চিন্তা ও কাজ করতে পারবো।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০০

যামিনী সুধা বলেছেন:




আপনি কোন বিষয়ের উপর সঠিকভাবে লিখতে পারেন না; অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কিসব কাউয়ার পা, বকের ঠ্যাং লেখেন সব সময়।

২| ০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০২

মেঠোপথ২৩ বলেছেন: এসব আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হওয়া উচিত বিএনপি কেন এই আন্দোলনে যোগ দেয়নি? বিএনপি আসলে কি চায় ?

৩| ০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

যামিনী সুধা বলেছেন:



@মেঠোপথ,

আমেরিকা এই ক্যু বিএনপিকে রাখেনি; কারণ, ওরা থাকলে, ড: ইউনুসকে পদ দেয়া সম্ভব হতো না।

৪| ০৯ ই মে, ২০২৫ রাত ৮:১২

সৈয়দ কুতুব বলেছেন: মেঠোপথ২৩@ বিএনপি যাতে না যায় তারজন্য আজকে মার্কিনদল এসে বলে গেছে।

৫| ০৯ ই মে, ২০২৫ রাত ৮:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ছাত্রসমাজ ড ইউনুসের নিয়োগকর্তা।

তাই, উনার উচিৎ ছাত্রসমাজের কথা শোনা।

৬| ০৯ ই মে, ২০২৫ রাত ৮:৫৭

মেঠোপথ২৩ বলেছেন: @ সৈয়দ কুতুব ,বিএনপি যায় নাই তারেক রহমানের কথায়। খালেদা জিয়া যদি এখন দলটির প্রধান হত এবং তিনি সুস্থ থাকতেন তবে বিএনপির অবস্থান ভিন্ন হত। খালেদা জিয়ার অবস্থান সুস্পষ্টভাবে বরাবরই আওয়ামিলীগের বিরুদ্ধে।https://www.youtube.com/watch?v=A3Edmvvsajk কিন্তু তারেক রহমান হচ্ছে পাক্কা ব্যবসায়ী। উনার দৃষ্টি এখন লীগের টাকার বস্তার ওপড়। বিএনপি ২০১১ সালেও ডুবেছিল তারেক রহমানের কারনে, এই দফাতেও ডুববে তার কারনে।


৭| ০৯ ই মে, ২০২৫ রাত ৯:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: মেঠোপথ২৩@বিএনপি সঠিক কাজ করছে। কারণ কারণ গায়ের জোরে রায় দেয়ার পক্ষপাতী বিএনপি '১৩ সালেই ছিলো না এখনো নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.