নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গণহত্যাকারী দল জামাত শিবিরকে নিষিদ্ধ করা হোক!

১৫ ই মে, ২০২৫ বিকাল ৫:৫০



জামাত শিবির সুযোগ পেলে আবারও প্রকাশ্যে বাঙালী গণহত্যায় যুক্ত হবে, আওয়ামিলীগের পূনর্বহালের কথা ভাবতে গেলেই এই বিশ্বাসটা দৃঢ় হয়। এই হিসেব মিলাইতে গেলে আপনার রকেট সাইন্স জানার প্রয়োজন নাই।
জামাত শিবির ৭১ এর গনহত্যার দায় স্বীকার পূর্বক ক্ষমা না চাওয়া আর জুলাই গণহত্যার দায় স্বীকার পূর্বক আওয়ামীলীগের ক্ষমা না চাওয়ার পার্থক্য যথেষ্ট বিশাল। এই ফারাককে ছোট কইরা দেখার অর্থ, আপনি ধর্ম ব্যবসায়ীদের পণ্যের অবস্থানে রয়েছেন যে তা স্পষ্ট। স্বাধীনতা সংগ্রামে বাঙালি আলেমদের অবদান স্বীকার করলে আপনি জামাত শিবিরকে মুনাফিক বলতে লজ্জা বা ভয় পাওয়ার কথা না। উইকিপিডিয়ার মতে, "বাংলাদেশের তৎকালীন রাজনীতি সচেতন আলেমদের মধ্যে ১২%–১৪% স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং ১৬%–১৮% স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেন। ইসলামি দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান নেয়। বাকি দুইটা দল জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে। তবে পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার দায় সব ধরনের ইসলামপন্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়, ইসলামকে স্বাধীনতা যুদ্ধের প্রতিপক্ষ শক্তি হিসেবে উপস্থাপন করা হয় এবং জনপ্রিয় সংস্কৃতিতে স্বাধীনতা বিরোধী হিসেবে ইসলামি প্রতীক ব্যবহার করা হয়।"

উইকিপিডিয়ার এই তথ্য বাস্তবে আমরা এতোকাল যাবত দেখে এসেছি। যুদ্ধাপরাধী জামাত শিবিরের কারণে বাঙলাদেশে আলেমদের যে অমর্যাদা হয়ে এসেছে এর জন্য কেবলমাত্র জামাত শিবিরই দায়ী। সুতরাং জামাত যদি তার নিজের ভুলের স্বীকার না করে, তবে বাংলাদেশ থেকে জামাত ইসলামের রাজনৈতিক অবস্থান পুরোপুরি শিকড় সহ উঠিয়ে ফেলা উচিৎ। তা না হলে অদূর ভবিষ্যতে এক গণহত্যাকারী দল আরেক গণহত্যাকারী দলকে বৈধতা বা ভিন্ন নামে জনগণের সামনে দাঁড় করাবে। এই চক্র থেকে বাঁচতে সবার সচেতন হওয়া আবশ্যক।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০০

যামিনী সুধা বলেছেন:



উট দৈনিক কি পরিমাণ পানি খায়?

২| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০২

যামিনী সুধা বলেছেন:



সব আলেম পাকিস্তানের পক্ষে ছিলো ১৯৭১ সালে।

পুরো ১ নং সেক্টরে, নোয়াখালীর ফাজিলপুর মাদ্রাসার ১ জন ছাত্র মুক্তিযোদ্ধা ছিলেন; আপনি কোনদিকে ছিলেন?

১৫ ই মে, ২০২৫ রাত ১০:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যামিনী সুধা বলেছেন: "সব আলেম পাকিস্তানের পক্ষে ছিলো ১৯৭১ সালে।"

ইতিহাস পাঠে আপনি দুর্বল। আপনার ধৈর্য প্রয়োজন, যেই ধৈর্যের সাহায্যে আপনি নিজের গন্ডির বাহিরে গিয়ে ইতিহাস চর্চা করবেন। আশাকরি, এতে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। আর তখনই আপনি সঠিক আলাপ দিতে পারবেন।

৩| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

মেঠোপথ২৩ বলেছেন:

জামাতকে রাজনীতিতে পুনর্বাসন করল বিএনপি, জোট গড়লো , মন্ত্রী বানাইলো নিজামি, মুজাহিদ ইত্যাদিদের আর এখন কিনা জামাত হয়ে গেছে শত্রু =p~ জামাত হচ্ছে এই দেশের রাজনীতিতে দুই লুটেরা রাজনৈতিক দলের দাবার ঘুটি যে সঙ্গে থাকলে সঙ্গী , বিপক্ষে গেলে জঙ্গী !:#P

১৫ ই মে, ২০২৫ রাত ১০:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জামাত সবসময়ই বিশ্বাস ঘাতক। আর বিশ্বাস ঘাতক সবসময়ই মুখোশ পরিবর্তন করে চলে।

জামাতকে নিয়ে আওয়ামিলীগ ও বিএনপির কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে। আওয়ামিলীগ ও বিএনপি নিজেদের স্বার্থ আদায় করতে গিয়ে বাঙলার মানুষের শত্রু জামাতকে কাছে টেনেছে। বলতে খারাপের তুলনায় জামাত সবার শীর্ষে। আর তাই জামাতকে নিষিদ্ধ করা সবসময়ের আকুতি।

৪| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

কামাল১৮ বলেছেন: শর্ষিনার পীর ছিলেন সেই সময়ের সবথেকে পড় পীর।তিনি স্বাধীনতার বিপক্ষে ছিলেন।তিনিও স্বাধীনতা পদক পান।এর থেকে বড় প্রহসন আর কি হতে পারে।

১৫ ই মে, ২০২৫ রাত ১১:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি নাম বা দলের কথা বলতে চাই না। আমি জানি, মুক্তিযুদ্ধে আলেমদেরও প্রশংসনীয় অবদান রয়েছে। এটাও জানি, তৎকালীন জামাত পক্ষের আলেম ও জামাত ঘেষা আলেমদের সকলেই যুদ্ধাপরাধী। পাশাপাশি এটাও জানি, কিছু আলেম নিজেদের উর্দু ভাষার প্রয়োকে নিজ এলাকা ও নিজ সন্তান( যেই আলেমের সন্তান যুদ্ধ করছিলেন) তাদেরকে নিরাপদ রেখেছেন। সেইসকল আলেমদের অনেকেই পাকিস্তানিদের হাতে লাঞ্চিত হয়েছেন। মুক্তিযুদ্ধারা স্থানোয় মুক্তিযুদ্ধারা তাদেরকে সম্মান করতেন, যুদ্ধ পরবর্তী সময়েও তারা সেইসব আলেমদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থেকেছেন।
তার বাহিরে অনেক আলেম রয়েছেন, যারা নিজেরাযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি নিজেদের শিশ্য ও আত্মীয়দেরকে যুদ্ধে অংশগ্রহণে উজ্জীবিত করেছেন।

তবে হ্যা, যুদ্ধ পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে, রাজাকারদের অনেকেই মুক্তিযোদ্ধা ভাতা সহ বিভিন্ন সুযোগ লুণ্ঠন করে এসেছেন। এদের অধিকাংশই জামাতি ও জামাত ঘেষা।

৫| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৭

সৈয়দ কুতুব বলেছেন: @যামিনী সুধা, ফাজিলপুর কি ফেনী না নোয়াখালীর? #:-S

১৬ ই মে, ২০২৫ রাত ১২:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ;)

৬| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

যামিনী সুধা বলেছেন:



@সৈয়দ কুতুব,

হ্যাঁ, ফেনীর ফাজিলপুর।
১ নং সেক্টরের ২০ হজার মুক্তিযোদ্ধার মাঝে ১ জন মাদ্রাসার ছাত্র ছিলো; যেডফোর্স তাকে ফেনীর দক্ষিণ অন্চলের জন্য গাইড হিসেবে নিয়েছিলো।

৭| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

পবন সরকার বলেছেন: জামাত ৭১এর গণহত্যাকারি আওয়ামীলীগ ২৪এর গণহত্যাকারি এখন ভালো বলবো কাকে?

১৬ ই মে, ২০২৫ রাত ১২:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তুলনামূলক ভাবে, প্রথমে জামাত তারপর আওয়ামিলীগ।

৮| ১৫ ই মে, ২০২৫ রাত ৮:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কি উচিৎ নয়?

নেজামে ইসলামী কোন পার্টি!!! তারা কি এখনো আছেন?

১৬ ই মে, ২০২৫ রাত ১২:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সত্যপথিক শাইয়্যান বলেছেন:

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কি উচিৎ নয়?

অবশ্যই উচিৎ, কেবল উচিৎ নয় বরং জরুরী। /sb]

নেজামে ইসলাম পার্টির বর্তমান একটিভেটি

৯| ১৫ ই মে, ২০২৫ রাত ৮:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ইন্টারনেট ঘেঁটে এটা পেলাম।

১৬ ই মে, ২০২৫ রাত ১:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এদেরকেও বিচারের আওতায় আনা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.