| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় ঘুরবে, আজকের অত্যাচারীরা লাঞ্ছিত হবে-
.
জয় পরাজয় আর সুখ দুঃখ দিয়েই সাজানো আমাদের জীবন। কারো আজ দুঃখ তো কাল সুখ, আজ জয় তো কাল পরাজয়।
দুঃখ কারো জীবনে স্থায়ী হয়না, আবার সুখও চিরকাল থাকেনা। একইভাবে কোন জাতি অনন্তকাল জয়ী থাকেনা আবার অনন্তকাল পরাজিতও থাকেনা। জয় পরাজয় আর সুখ দুঃখের মাঝেই আবর্তিত হয় দুনিয়া। আল্লাহ তাআলা বলেছেন-
وَتِلۡکَ الۡاَیَّامُ نُدَاوِلُہَا بَیۡنَ النَّاسِ ۚ
আর এই দিনগুলো আমি মানুষের মাঝে চক্রাকারে পালাবদল করি। -[সুরা আলে ইমরান ১৪০]
তাই কাফেরদের সাময়িক বিজয় ও সুখ দেখে যেন আমরা হতাশাগ্রস্ত না হই। ‘সময় ঘুরবে, শক্তির ভারসাম্য তৈরি হবে, ক্ষমতার পালাবদল হবে এবং আজকের অত্যাচারিরা কিছু দিনের ব্যবধানে পরাজিত হবে’ এই বিশ্বাস আমাদের রাখতে হবে।
আজ থেকে তিনশ বছর আগে যেই শক্তিগুলো দুনিয়াতে দাপিয়ে বেড়াত তাদের কেউ আজ সেই অবস্থানে নেই, ইতিহাসে পরিণত হয়েছে। ফেরাউন, নমরুদ, আলেকজান্ডার, চেঙ্গিশ খানরা আজ শুধুই ইতিহাস। মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা ইত্যাদিও আজ শুধুই ইতিহাস।
বর্তমানে যারা দাপিয়ে বেড়াচ্ছে, বিশ্বজুড়ে যু**দ্ধ ও অশান্তির আগুন লাগিয়ে রেখেছে কিছু দিনের ব্যবধানে তারাও ইতিহাস হবে। এজন্য আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য কার্যকর প্রস্তুতি নিতে হবে, ঈমান আক্বীদা বুকে নিয়ে সাধ্যমত প্রস্তুতি ও কৌশল সহকারে সামনে অগ্রসর হতে হবে। ইনশাআল্লাহ আজ হোক কাল হোক বিজয় আমাদের পদচুম্বন করবেই।
©somewhere in net ltd.