নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তামিম আল আদনানী

তামিম আল আদনানী

লেখক, আলেম, দ্বায়ী, মোটিভেশনাল স্পিকার

তামিম আল আদনানী › বিস্তারিত পোস্টঃ

কাদের খুশি করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নাচ-গানের শিক্ষক নিয়োগ?

১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৮

কাদের খুশি করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নাচ-গানের শিক্ষক নিয়োগ?
সম্প্রতি অন্তর্বর্তীকালীন স/র/ক|র প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের নাচ-গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারা দেশে ২,৫৮৩টি ক্লাস্টারের জন্য (২০/২৫টি বিদ্যালয় মিলে একটি ক্লাস্টার হয়, সারাদেশে সর্বমোট ২৫৮৩টি ক্লাস্টার আছে) মোট ৫,১৬৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২,৫৮৩ জন গানের শিক্ষক এবং ২,৫৮৩ জন শারীরিক শিক্ষার (নৃত্যের) শিক্ষক থাকবেন। এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদ সৃজন করা হয়েছে।
স/র/ক|রের এই বিতর্কিত সিদ্ধান্তের পর দেশের আপামর তাওহীদী জনতা ক্ষোভে ফেটে পড়েছেন। প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে মিছিল সমাবেশ করে স/র/ক|রকে এমন জাতিবিধ্বংসী সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন। কিন্তু তা সত্বেও এখন পর্যন্ত স/র/ক|রের তরফে সিদ্ধান্ত থেকে সরে আসার কোন আলামত চোখে পড়েনি।
-
দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম, তাঁরা ইসলামকে মনে প্রাণে ভালোবাসেন। কোন মুসলিম বাবা তার সন্তানের জন্য নাচ গানের মত হারাম কাজ পছন্দ করেন না। তা সত্ত্বেও স/র/ক|র দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাদের খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সেটি এখন ভাববার বিষয়। ইতিপূর্বেও স/র/ক|র সংখ্যাগরিষ্ঠ জনতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভারত ও পশ্চিমা প্রভূদের খুশি করতে অনেক সিদ্ধান্ত নিয়েছে। শুধু এই স/র/ক|রই নয়, ইতিপূর্বে যারা ক্ষমতায় এসেছে তারাও একই কাজ করেছে।
এর থেকে এই বিষয়টি স্পষ্ট যে, সে-ক্যু/লার স/র/ক|রগুলো মুসলিমদের বৈধ অভিভাবক নয়, বরং কুফরি পরাশক্তিগুলোর পাপেট। এসব স/র/ক|র জনগণের ইচ্ছাকে নয় বরং বিদেশী প্রভূদের ইচ্ছাকে বেশি মূল্যায়ন করে।
-
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সামগ্রিকভাবে শিক্ষার মান খুবই খারাপ। গণিত, বিজ্ঞান, ইংরেজি বা অন্যান্য ভাষা ভালো করে শেখানোর প্রতি গুরুত্বারোপ না করে স/র/ক|র নাচ-গানের শেখানোর উদ্যোগ নিয়েছে।
আর প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম শিক্ষার অবস্থা তো একেবারে ভয়াবহ, বাংলা ইংরেজী সহ অন্যন্য বিষয়ের জন্য মোটামোটি অভিজ্ঞ শিক্ষক থাকলেও ইসলাম শিক্ষার জন্য ইসলাম বিষয়ে অভিজ্ঞ কোন শিক্ষক নেই। অনেক জায়গায় ইসলাম শিক্ষা বই হি=ন্দু শিক্ষক দ্বারা পড়ানো হচ্ছে বলেও শোনা গেছে। ইসলাম শিক্ষা বইয়েও রয়েছে বিভিন্ন ভুল ও বিকৃতি।
জনগণের দাবী ছিল ইসলাম শিক্ষা সাবজেক্টের জন্য আলেমদেরকে নিয়োগ দেয়া। কিন্তু স/র/ক|র সমস্ত জনমত-গণরায় উপেক্ষা করে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত কেন নিল তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
_
আমরা উলামায়ে কেরামকে আহবান করছি, জুমার খুতবায় তারা যেন এর বিরুদ্ধে বলা অব্যাহত রাখুন, জনগণের প্রতি আহ্বান করছি, অব্যাহত প্র/তি'বাদ-প্র/তিরোধ, বি/ক্ষো/ভ, ব'য়কট ও অন্যান্য এ্যাক্টিভিজমের মাধ্যমে আপনারা স/র/ক|রকে বাধ্য করুন এই ভয়াবহ পদক্ষেপ থেকে সরে আসতে।
কোটি কোটি মুসলমা্নের সন্তানকে বাধ্য করা হবে নাচ-গান শিখতে, এর মধ্য দিয়ে শিশুকাল থেকেই তাদেরকে লি-ব|রেল মনমানসিকতায় গড়ে তোলার চেষ্টা করা হবে-পুরো জাতিকে ধ্বং-স করে দেয়ার জন্য এর চেয়ে ভয়াবহ পদক্ষেপ আর কি হতে পারে!
সুতরাং প্রিয় ভাই ও বোনেরা! আপনার হাল ছেড়ে দিয়েন না, সে-ক্যু/লার রা$$ষ্ট্রের শয়তানির কাছে হার মেনে নিয়েন না।
কোনোভাবেই আপনারা এই পদক্ষেপ বাস্তবায়িত হতে দিয়েন না। আপনার সন্তানের দ্বীন-ঈমান ধ্বংসের এই আয়োজন কিছুতেই সফল হতে দিয়েন না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.