| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন দানবের হাতে পাকিস্তান
-
সম্প্রতি প|কিস্ত|ন সংসদে ২৭ তম সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে প|কিস্ত|নের সে/নাপ্রধানের ক্ষমতা বাড়ানো হয়েছে এবং তাকে সহ আরো কয়েকজনকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে। তারা যতই অপরাধ করুক, জুলুম করুক, মানুষ খু*ন করুক কখনো তাদের গ্রেফতার বা বিচারের মুখোমুখি করা হবেনা।
এই সংশোধনীর মাধ্যমে প|কিস্ত|নের সংবিধানে আরো একটি ইসল|মবি'রোধী ধারা যুক্ত হল। ইতিপূর্বে বহু জালিম গত হয়েছে যারা ক্ষমতার দাপটে নিজেদেরকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করেছিল। কিন্তু এ এক ভিন্নধর্মী জ|লিম যে, নিজের সব জু'লু'মের বৈধতার জন্য সংবিধান পরিবর্তন করে আজীবন দায়মুক্তির আইন পাশ করিয়ে নিল। এখন সে যতই জুলুম করুক, কোনটা আইনবিরুদ্ধ হবেনা।
দুঃখজনক ব্যাপার হল এটি এমন এক দেশে ঘটেছে যেই দেশ নিজেদেরকে ইসলামী দেশ বলে দাবী করে এবং সে দেশের অনেক আলিমও দেশটিকে এক অনন্য ইসলামী র|ষ্ট্র বলে মনে করেন, তাঁদের মতে পৃথিবীতে নাকি এমন র|ষ্ট্র আর কোথাও খুঁজে পাওয়া যাবেনা।
-
এখন আমরা দেখব এই ব্যাপারে ইসলাম কি বলে-
-
ইসলামের দৃষ্টিতে একজন ব্যক্তি যতই ক্ষমতাধর বা প্রভাবশালী হোক কখনো সে আইনের উর্ধ্বে নয়। আমাদের প্রিয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হওয়া সত্ত্বেও নিজেকে আইনের উর্ধ্বে মনে করতেন না। হাদীসে এসেছে-
عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، رَجُلٍ مِنَ الْأَنْصَارِ قَالَ: بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ وَكَانَ فِيهِ مِزَاحٌ بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ: أَصْبِرْنِي فَقَالَ: اصْطَبِرْ قَالَ: إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ، فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ، فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ، قَالَ إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ
উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একবার তিনি (অর্থাৎ সাইদ রাদিয়াল্লাহু আনহু) লোকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন এবং মাঝে মধ্যে রসিকতা করে তাঁদের হাসাচ্ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাঠের টুকরা দিয়ে তার পেটে খোঁচা দিলেন। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আমাকে এর বদলা নিতে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার থেকে বদলা নাও। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার গায়ে তো জামা আছে, অথচ আমার গায়ে জামা ছিলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গায়ের জামা খুললেন। তখন উসাইদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জড়িয়ে ধরে তাঁর পেটের এক পাশে চুমু দিতে লাগলেন, আর বললেনঃ এটাই আমার ইচ্ছা ছিলো ইয়া রাসুলাল্লাহ। –[ আবু দাউদ ৫২২৪]
-
ইসলামে সম্ভ্রান্ত ও পদস্থ লোকদের শাস্তি রহিত করা তো দূরের কথা, লঘু করার অধিকারও কারো নেই। এই অপকর্মের কারণে ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছিল। হাদিসে এসেছে-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ الْمَرْأَةِ الْمَخْزُومِيَّةِ الَّتِيْ سَرَقَتْ فَقَالُوْا وَمَنْ يُكَلِّمُ فِيْهَا رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَقَالُوْا وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَكَلَّمَهُ أُسَامَةُ فَقَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم أَتَشْفَعُ فِيْ حَدٍّ مِنْ حُدُوْدِ اللهِ ثُمَّ قَامَ فَاخْتَطَبَ ثُمَّ قَالَ إِنَّمَا أَهْلَكَ الَّذِيْنَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوْا إِذَا سَرَقَ فِيْهِمْ الشَّرِيْفُ تَرَكُوْهُ وَإِذَا سَرَقَ فِيْهِمْ الضَّعِيْفُ أَقَامُوْا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا
আয়িশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। মাখযূম গোত্রের এক নারীর চুরির ঘটনা কুরাইশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুললো। তখন তারা বলাবলি করতে লাগল এই ব্যাপারে কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে পারে? তারা বলল, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রিয় সাহাবী উসামা বিন যায়িদ এই ব্যাপারে আলোচনা করার সাহস করতে পারে। উসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত হদ্দ মাওকুফের সুপারিশ করছ? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিলেন। বললেন- তোমাদের পূর্বের জাতিসমূহকে এ কাজই ধ্বংস করেছে যে, যখন তাদের মধ্যে কোন বিশিষ্ট লোক চুরি করত, তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত। অন্যদিকে যখন কোন অসহায় গরীব সাধারণ লোক চুরি করত, তখন তার উপর হদ্দ কায়েম করত। আল্লাহর কসম, যদি মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কন্যা ফাতিমাও চুরি করত তাহলে আমি তার হাতও কেটে দিতাম। -[বুখারী ৩৪৭৫]
-
প|কিস্ত|নের খাইবার পাখতুনখোওয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে নাপাক বাহিনী গুম খু*ন নির্যাতন চালাচ্ছে। বিগত দুই দশকে প্রভূ আ^মেরিক|কে খুশি করতে সেখানে লাখো মানুষকে হত্যা করা হয়েছে। [১]
শুধু খাইবার পাখতুনখোয়া না, রাজধানী ইসলামাবাদেও চালানো হয়েছিল গণহত্যা। ২০০৭ সালের ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত নাপাক বাহিনী জামিয়া হাফসা ও লাল মসজিদে অবস্থানরত মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপর আ^মেরিক|র ইশারায় অভিযান চালায়। এই অভিযানে শতাধিক ছাত্র ছাত্রী শাহাদাত বরণ করেন।
গত মাসেও লাহোরে তেহরিকে লাব্বাইকের ই'সর|য়েল বিরোধী বিক্ষোভে গু^লি চালিয়ে অনেক মানুষকে হতাহত করেছে তারা।
-
সামনের দিনগুলোতে বিদ্রোহ দমনের নামে বিরোধীদের উপর দমন পীড়ন ও নির্বিচারে হত্যার ঘটনা আরো বাড়তে পারে। তাই আগেই দায়মুক্তির আইন তৈরি করে নিয়েছে। যেন কেউ আর বিচারের মুখোমুখি করতে না পারে।
দুঃখজনক ব্যাপার হল, একাধিক সুস্পষ্ট ইসল|মবি'রোধী আইন থাকা সত্ত্বেও প|কিস্ত|নের সংবিধানকে ইসলামী সংবিধান এবং প|কিস্ত|নকে ইসলামী র|ষ্ট্র মনে করেন। প|কিস্ত|নের সেক্যুলার আ/র্মি কেবল এক ওয়াজিরিস্তানেই গাজ্জার চেয়ে বেশি মুসলিমকে খু*ন করলেও তারা সেটিকে খুব একটা নিন্দনীয় মনে করেননা, এই আ/র্মির প্রতি ভক্তি কাটিয়ে ওঠতে পারেননা। আফসোস! শত আফসোস !!
©somewhere in net ltd.