নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

চলবে প্রত্যাখ্যান

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৪

আমি ফিরিয়ে দিয়েছি সিউলের হাতছানি,
কর্ণাটকের কৃষ্ণা কাবেরীর ছোঁয়া।
ফিরিয়ে দিয়েছি নিকোটিনের রেস্তোরায়
থলি ভরা স্বর্ণমুদ্রার কোয়া।
আমি নিইনি প্রস্ফুটিত ফুলের তোড়া,
জানি তুমিও ফুটবে একদিন।
হয়েছি তোমার ঘ্রাণেই আকুল,
প্রেম তো হয়না ব্যাথাহীন।
মোহরের গালিচা ছড়িয়ে রাখা
সুখ তবু হয়নি হাঁটতে রাজি,
বিধাতার হাতেই লেখা থাকে
কে জিতবে জীবন রণের বাজি।
স্রোতের প্রতিকূলেই যদি
থাকে স্বর্ণালী মায়া কুরঙ্গ,
সাধনায় হোক রক্তক্ষরণ
তবু যেন হয়না তপভঙ্গ।
মজলিশ ফিরিয়ে দিয়েছে যাকে
দ্যাখেনি করুণ আর্তনাদ,
অথচ তার মাঝেই ছিলো
কালজয়ী বীর মেঘনাদ।
শূন্যে চির জলধরের আচ্ছাদন
যেন রবির অনন্ত অন্তর্ধান,
ভাগ্যাকাশ শুকতারার প্রতীক্ষায়
অন্যকিছু? চলবে প্রত্যাখ্যান।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর অনুভূতি ও শব্দচয়ন। ++
শুভকামনা রইল।

২| ২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

বিজন রয় বলেছেন: দ্রুতময় কবিতা।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.