নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ আমিতো তোমাদের ফেলে যাওয়া কেউ

তন্দ্রাবতী এনাক্ষী

বিষাদবিলাসিনী

তন্দ্রাবতী এনাক্ষী › বিস্তারিত পোস্টঃ

বসন্তের প্রতীক্ষায়

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৯

শত সহস্র ফাগুন মাস আখি সিক্ত হয়েছে জলে
প্রিয়,জন্মেছি বহুবার শুধু তোমায় পাবো বলে।
জানো কি তোমারে দেখিগো যত
চোখের তৃষ্ণা বাড়ে তত,
আছে যেন কি মায়া জড়ানো তোমার মাঝারে
মনে হয় যেন জনম জনম ধরে চিনি তোমারে।
মনে হয় কত আপনার তুমি হে সখা
পাইনা কেন নিত্য তোমার দেখা,
জানো তো সবই এই মনের অভিসার
ফিরে আসি আমি তোমাতেই বার বার,
দূরে দূরে রেখে পাও কি যে সুখ
আমিতো এসেছি ঘোচাতে সকল দুখ,
ঝরা পাতা জানে এ প্রাণের আকুলতা
রিক্ত শাখার মত সইতেছি কত ব্যথা।
তুমিহীনা নব পল্লব সাজে
কিকরে মধুর বাশরী বাজে?
বয়ে চলেছি হৃদয়ে হাজারো ক্ষত
আজো আমি সেই বসন্তের প্রতীক্ষারত।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০২

৪৫ বলেছেন: আমার হাত বলে মনে হআমার হাত বলে মনে হচ্ছে চ্ছে

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৩

তন্দ্রাবতী এনাক্ষী বলেছেন: ধন্যবাদ ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.